Aadhaar Card Correction Online 2023: এখন বাড়িতে বসে আধার কার্ড সংশোধন করুন। আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই।

Aadhaar Card Correction Online 2023: অনেক সময় আমাদের আধার কার্ডে বিভিন্ন তথ্য ভুল থাকে, যেমন- নিজের নাম, জন্ম তারিখ, ঠিকানা, বাবার নাম ইত্যাদি। এই সমস্ত ভুল পরে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে। তাই আজ আমরা দেখবো যে, কি-করে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আধার কার্ড সংশোধন করা সম্ভব।

Unique Identification Authority of India অর্থাৎ UIDAI দ্বারা এক নতুন পোর্টাল শুরু করেছে যার সাহায্যে আপনি আপনার Aadhar Card Online Correction বা Aadhaar Update করতে পারেন এর জন্য আপনাকে Aadhaar Appointment Booking করতে হবে না এবং Aadhaar Seva Kendra বা Aadhaar Enrolment Centre -এ যেতে হবে না। এই নতুন পোর্টালের সাহায্যে আধার কার্ড অনলাইন সংশোধন নিজেই করতে পারবেন। তাহলে এই আর্টিকেলে আমরা আপনাকে বলবো যে আপনি অনলাইনে আধার কার্ডের কি কি সংশোধন বা আপডেট করতে পারবেন এবং কিভাবে আপডেট বা সংশোধন করবেন? চলুন তাহলে জেনে নেওয়া যাক –

যেমনটা আপনারা সবাই আগেই জানতেন যে, আধার কার্ডের কিছু এমন জিনিস ছিল যা অনলাইনে সংশোধন করা যাচ্ছিল কিন্তু এই সুবিধাকে কিছু বছর আগে বন্ধ করে দিয়েছিল। এই পরিস্থিতিতে আধার কার্ডধারীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তাই এই কথা ভেবে UIDAI পুনরায় Aadhar Self Service Update Portal (SSUP) শুরু করেছে। অর্থাৎ আপনি আবার আগের মতো আধার কার্ড অনলাইনের মাধ্যমে সংশোধন করতে পারবেন।

বিষয় সূচী ~

অনলাইনে আধার কার্ডের কি কি সংশোধন করতে পারবেন?

এখন আপনি ঘরে বসে আধার কার্ডের কিছু পরিবর্তন করতে পারেন (2023), যা নিম্নরূপ –

➡️ Name :- এই নতুন পোর্টালের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের নাম সংশোধন ঘরে বসে করতে পারেন।

➡️ Gender :- এই পোর্টালের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের Gender সংশোধন করতে পারেন।

➡️ Date of Birth :- এখন আপনি আপনার আধার কার্ডের নিজের জন্ম তারিখ সংশোধন করতে পারেন।

➡️ Address :- আপনি এই পোর্টালের মাধ্যমে আপনার আধার কার্ডের ঠিকানা অনলাইনে আপডেট করতে পারেন।

বিঃ দ্রঃ – আধার কার্ডের সব ধরনের সংশোধন আপনি Aadhaar Self Service Update Portal (SSUP) এ করতে পারেন কিন্তু এটি করার জন্য আপনার Aadhar কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা দরকার। যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে এমন পরিস্থিতিতে এই পোর্টালটি login করতে পারবেন না এবং আধার কার্ড আপডেট বা সংশোধন করতে পারবেন না।

UPI Transaction Limit – আপনি কি জানেন? PhonePe, Google Pay, Paytm এর মাধ্যমে দিনে সর্বোচ্চ কত টাকা পাঠানো সম্ভব? জেনে নিন

Aadhaar Card Correction Online করার ক্ষেত্রে এই কথাগুলি জেনে রাখা দরকার

আধার কার্ড অনলাইন সংশোধন করার সুবিধা UIDAI এর দ্বারা শুরু করা হয়েছে কিন্তু আপনি আধার কার্ড অনলাইন সংশোধন করতে চান তাহলে আপনাকে কিছু কথা মাথায় রাখতে হবে।

➡️ আপনি বর্তমানে কেবল আপনার আধার কার্ডের Name, Date of Birth, Gender, Address Online Update করতে পারবেন।

➡️ আধার কার্ডের কোনো কিছু অনলাইন আপডেট বা সংশোধন করার ক্ষেত্রে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা দরকার।

➡️ Aadhaar Card এর সঙ্গে Mobile Number Link থাকলে আপনি এই পোর্টালটিতে আপনার আধার নাম্বার লিখে এবং OTP যাচাইকরণ করে আপনি এই পোর্টালে লগইন করে Aadhaar Card Correction Online প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন।

➡️ Aadhaar Card Correction Online করার জন্য আপনি যে ধরনের সংশোধন করবেন সেই অনুযায়ী আপনাকে নথিটি (Supported Document) সিলেক্ট করতে হবে এবং ওই Supported Document আপলোডও করতে হবে।

➡️ আপনার দ্বারা আপলোড করা ডকুমেন্টের ভিত্তিতে আপনার আধার কার্ড সংশোধনের অনুরোধ প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন: কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করবেন?

PAN Aadhaar Link মিনিটের মধ্যে হয়ে যাবে, আজই জেনে নিন অনলাইন প্রসেস

এই নতুন পোর্টালের সুবিধা

➡️ UIDAI দ্বারা শুরু করা এই নতুন পোর্টাল থেকে আধার কার্ডধারীরাধারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন।

➡️ আধার কার্ডধারীদের আধার কার্ডের কোনো প্রকার সংশোধনের জন্য আর ব্যাঙ্ক এবং আধার সেবা কেন্দ্রে যেতে হবে না।

➡️ আধার সংশোধনের জন্য দীর্ঘ লাইন বা অ্যাপয়েন্টমেন্টের মতো সময় নেওয়া প্রক্রিয়াতে তাদের আর সময় নষ্ট করতে হবে না।

➡️ আধার কার্ড ধারীদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার্ড থাকলে এই পরিস্থিতিতে এই নতুন পোর্টালে গিয়ে নিজের Aadhar Card Update অর্থাৎ Correction -এর জন্য অনুরোধ করতে পারেন।

প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

Aadhaar Card Correction Online করবেন কিভাবে?

আধার কার্ডের Name, Date of Birth, Gender, Address, Language Online Correction করার জন্য আপনাকে UIDAI দ্বারা চালু করা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। Aadhar Self Service Update Portal -এ গিয়ে আপনি আধার কার্ড সমন্ধিত আপডেট বা সংশোধন করতে পারেন। এর জন্য নিম্নলিখিত প্রক্রিয়া মনোযোগ সহকারে পড়ুন ⤵️

Step By Step Process of Aadhar Card Correction Online 2023

  1. সবার প্রথমে আপনাকে Aadhaar Card Correction Online পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে https://myaadhaar.uidai.gov.in/ আসতে হবে,
  2. Aadhaar Card Correction Online পোর্টালে আসার পর আপনার সামনে Login Page খুলে আসবে, যা নিম্নরূপ হবে 👇👇
Aadhaar Card Correction Online
  1. এরপর এখানে Login অপশনে ক্লিক করুন,
  2. Login অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে। যা নিম্নরূপ হবে 👇👇
Aadhar Card Update Online Correction 2023
  1. এরপর এখানে আপনার আধার কার্ডের নাম্বার লিখুন এবং ক্যাপচা কোড লিখে Send OTP অপশনে ক্লিক করুন,
  2. এরপর আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি OTP পাঠানো হবে সেই OTP লিখে Login বোতামে ক্লিক করুন,
  3. Login অপশনে ঠিক করার পর Aadhar Self Service Update Portal হোম পেজ খুলে আসবে, যা নিম্নরূপ হবে,
Aadhaar Card Correction Online 2023
  1. এরপর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন, এর মধ্যে Online Update Services অপশনে ক্লিক করুন,
  2. এরপর এখানে আবার 3 টি অপশনে আসবে, (যেমন Update Aadhaar Online, Head Of Family (HOF) based Address Update এবং Language Only Update)
  3. এখানে Update Aadhaar Online অপশনে ক্লিক করুন,
  4. এরপর Proceed To Update Aadhaar অপশনে ক্লিক করুন,
  5. এরপর আপনাদের সামনে একটি চারকোনা বক্সের মতো চলে আসবে যার মধ্যে Name, Date of Birth, Gender এবং Address অপশনগুলো দেখতে পাবেন, যা নিম্নরূপ হবে –
Aadhar Card Correction Name, Dob, address
  1. যে সমস্ত তথ্য আপনি সংশোধন করতে চান সেগুলি সিলেক্ট করুন এবং Proceed To Update Aadhaar অপশনে ক্লিক করুন,
  2. এখন আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে এখানে যে তথ্যটি ঠিক করতে চান, সেই সব সঠিক তথ্যটি লিখুন এবং এই Supporting document সিলেক্ট করে সেই ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করুন,
  3. এরপর আপনাকে এর জন্য মাত্র 50 টাকা পেমেন্ট করতে বলা হবে এবং আপনার পছন্দ মত পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্টটি সম্পন্ন করুন,
  4. পেমেন্ট করার পর আপনি একটি Acknowledgement Slip পাবেন, সেটি ডাউনলোড করে করুন বা Acknowledgement Number কোথাও নোট করে রাখুন, কারণ পারে এই নম্বর দিয়ে আধার আপডেট স্ট্যাটাস চেক করতে পারবেন।

উপরের সমস্ত স্টেপগুলি ফলো করে আপনি আপনার Aadhaar Card Correction Online করতে পারবেন। যেমন আধার কার্ডের নাম, জন্ম তারিখ, ঠিকানা সঙ্গে বাবার নাম  অথবা স্বামীর নামও সংশোধন করতে পারবেন।

আধার কার্ডের স্ট্যাটাস চেক করুন 2 টি পদ্ধতিতে

আপনার আধার কার্ডটি সংশোধন সম্পন্ন হয়েছে কিনা 2 টি পদ্ধতির মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন।

প্রথম পদ্ধতি :-

  • প্রথম পদ্ধতিতে আপনাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in এ আসতে হবে,
  • এরপর Update Aadhaar সেকশনের মধ্যে থাকা Check Aadhaar Update Status অপশনে ক্লিক করুন,
  • এরপর Acknowledgement Slip -এ SRN নম্বর এবং ক্যাপচা কোড লিখে Submit বোতামে ক্লিক করুন,
Aadhar Card Update Status Check
  • Sumbit বোতামে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার আধার কার্ড আপডেট প্রসেস Pending আছে নাকি Complete হয়েছে নাকি Reject হয়েছে।

দ্বিতীয় পদ্ধতি :-

  • দ্বিতীয় পদ্ধতিটি হলো প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ -এ গিয়ে পোর্টালে Login করতে হবে,
  • এরপর নীচে Request সেকশনে দেখতে পাবেন আপনার আধার কার্ড আপডেট স্ট্যাটাস।

[Video] Aadhaar Card Correction Online 2023

এই ভিডিওতে আপনাকে Aadhaar Card Correction এর জন্য কিভাবে নতুন অপশন প্রয়োগ করতে হয় এবং Aadhaar Card Correction অনলাইনে কিভাবে করবেন এর সম্পূর্ন প্রক্রিয়া এই ভিডিওতে বলা হয়েছে।

Important links

Official WebsiteClick Here
Direct Link To Aadhaar Card Correction Online PageClick Here
Download Supported Documents ListDownload
Join Our Telegram ChannelJoin Now

FAQ’s of Aadhaar Card Correction Online 2023

Q1. অনলাইনে আধার কার্ডের কি কি সংশোধন করা যেতে পারে?

এই পোর্টালের সাহায্যে আধার কার্ডের Name, Date of Birth, Gender, Address সংশোধন করতে পারেন।

Q2. আধার সেল্ফ সার্ভিস আপডেট পোর্টালের লিঙ্ক কি?

https://myaadhaar.uidai.gov.in/

Q3. আধার কার্ড অনলাইন সংশোধন প্রক্রিয়ার সংক্ষিপ্ত কি?

সবার প্রথমে আপনাকে আধার আপডেট পোর্টালে যেতে হবে ওখানে যাওয়ার পর আপনাকে লগইন অপশনে ক্লিক করতে হবে এরপর আধার নাম্বার ও ক্যাপচা কোড লিখে এবং ওটিপি লিখে লগইন করতে হবে এরপর আপনি যেটি সংশোধন করতে চান সেটি নির্বাচন করতে হবে, এরপর আপনাকে সঠিক তথ্য লিখে এবং সম্বন্ধিত ডকুমেন্ট (Related Document) নির্বাচিত করে ডকুমেন্টটি আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড হবার পর আপনাকে পেমেন্ট করতে হবে এবং এরপর আপনার আধার কার্ড সংশোধন হয়ে যাবে।

Q4. অনলাইন আধার কার্ড সংশোধনের জন্য আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা কি বাধ্যতামূলক?

“হ্যাঁ”, নিজের আধার কার্ড অনলাইন সংশোধন করতে চান তাহলে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আপনি আধার সেবা কেন্দ্র বা আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপডেট করতে হবে।

Q5. Online এ আধার কার্ড আপডেট করার জন্য কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে?

যদি আপনি অনলাইন পোর্টাল থেকে আধার কার্ড সংশোধনের জন্য আপনাকে Supported Document আপলোড করতে হয়। আপনি উপরে দেওয়া Supported Valid Document List Download করতে পারেন এবং যে ডকুমেন্টটি আপনার কাছে রয়েছে, ওই ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে।

যদি আপনার এই আর্টিকেলটি ভালো লাগে এবং তথ্যপূর্ণ মনে হয় তাহলে Like এবং আপনার বন্ধুদের Share করুন। ধন্যবাদ🙏

আরও পড়ুন:

আধার কার্ডে পুরোনো ছবি পছন্দ হচ্ছে না, বদলান এই সহজ উপায়ে

শিশুদের জন্য আধার কার্ড বানান এই সহজ পদ্ধতিতে

অন্য কেউ আপনার আধার কার্ড ব্যবহার করছে না তো, এক্ষুনি চেক করুন

পশ্চিমবঙ্গের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন বিনামুল্যে, জেনে নিন এই সহজ পদ্ধতি

PAN Aadhaar Link মিনিটের মধ্যে হয়ে যাবে, আজই জেনে নিন অনলাইন প্রসেস 2023

[2023] নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন করুন মোবাইল দিয়ে, নতুন পদ্ধতি দেখে নিন

ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার খুব সহজ উপায় দেখে নিন

এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড সংশোধন করে নিন

মাত্র 10 মিনিটে বানিয়ে নিন নতুন PAN CARD, জেনে নিন কিভাবে ?

এখন বাড়িতে বসে প্যান কার্ড সংশোধন করতে পারবেন, মাত্র কয়েকটি স্টেপ অনুসরণ করে

মাত্র 50 টাকায় আপনার প্যান কার্ড পুনরায় প্রিন্ট অর্ডার করুন, পোর্টাল জারি করেছে

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশিত হলো, আপনার নাম রয়েছে কিনা এইভাবে চেক করুন

ই-শ্রম কার্ড রেজিস্ট্রেশন এবং গুরুত্বপূর্ণ সুবিধাগুলি এখানে দেখুন

কতবার বদলাতে পারবেন আধার কার্ডের তথ্য। জেনে নিন বিস্তারিত

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin