Electric Scooter: ইলেকট্রিক স্কুটার কিনবেন বলে ভাবছেন? তার আগেই দেখে নিন সুবিধা ও অসুবিধাগুলি, তারপর সিদ্ধান্ত নিন

Published on:
Know the advantages and disadvantages of electric scooters

Electric Scooter: ইদানিং ইলেকট্রিক স্কুটারের চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। অনেকেই তাদের বাজেটের মধ্যে ইলেকট্রিক স্কুটার কিনতে পছন্দ করছেন। আপনি যদি ভবিষ্যতে ইলেকট্রিক স্কুটার কেনার কথা চিন্তা করে থাকেন, তাহলে আপনাকে জেনে নিতে হবে ইলেকট্রিক স্কুটারের সুবিধা ও অসুবিধাগুলি। আজকের প্রতিবেদনে আমরা ইলেকট্রিক স্কুটারের সুবিধা, অসুবিধা গুলিকেই তুলে ধরব। আসুন পড়ে নেওয়া যাক।

- Advertisement -

যারা ইলেকট্রিক স্কুটার কিনবেন বলে মনস্থির করেছেন, তাদের জানা উচিত একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটারের দাম প্রায় এক লক্ষ টাকা। অতএব এত টাকা খরচ করে যখন আপনি ইলেকট্রিক স্কুটার কিনবেনই। তখন তার গুনাগুন জেনে নেওয়া উচিত। তাছাড়া, এই স্কুটার কেনার পর কোন সমস্যা হলে কি করবেন, ইলেকট্রিক স্কুটারে কি ধরনের সমস্যা হতে পারে, সে বিষয়েও একটা স্পষ্ট ধারণা রাখতে হবে আপনাকে।

১) ইলেকট্রিক স্কুটারের সুবিধা

যেহেতু দিনের পর দিন ইলেকট্রিক স্কুটারের চাহিদা বাড়ছে, তাই মানতেই হবে যে ইলেকট্রিক স্কুটারের কিছু গুনাগুন/সুবিধা রয়েছে। পেট্রোল চালিত স্কুটারের চাইতে এই স্কুটারে আপনি আরো বেশ কিছু সুবিধা পেতে পারেন। যেমন-

- Advertisement -

i) অত্যাধিক আওয়াজ থেকে মুক্তি: ইলেকট্রিক স্কুটার যেহেতু ব্যাটারিতে চলে তাই পেট্রোল চালিত স্কুটারের চাইতে অনেকটাই কম আওয়াজ হয়। ইলেকট্রিক স্কুটারের মোটরটি ব্যাটারিতে চলে। তাই যারা খুব বেশি আওয়াজ পছন্দ করেন না, শব্দহীন যানবাহন পছন্দ করেন তাদের জন্য এই স্কুটার একটি ভালো চয়েস হতে পারে।

- Advertisement -

ii) পরিবেশের ক্ষতি করে না: পেট্রোল চালিত স্কুটার থেকে নির্গত ধোঁয়া, ধূলো, পরিবেশের ক্ষতি করে। কিন্তু ইলেকট্রিক স্কুটার যেহেতু ব্যাটারিতে চলে, তাই এটি মোটেও পরিবেশের ক্ষতি করে না।

iii) খরচ কম: দিন দিন পেট্রোলের দাম মাত্রা তিরিক্ত হারে বাড়ছে। তাই পেট্রোল চালিত স্কুটারের খরচ ও অত্যাধিক হারে বাড়ছে। সেখান থেকে দেখতে গেলে ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটারের খরচ তুলনামূলকভাবে অনেকটাই কম হয়।

আরও পড়ুন – Earn Money From PhonePe: ঘরে বসে আয় করুন হাজার হাজার টাকা! কীভাবে করবেন? জেনে নিন

২) ইলেকট্রিক স্কুটারের অসুবিধা

ইলেকট্রিক স্কুটারের সুবিধা যেমন রয়েছে, তেমন বেশ কিছু অসুবিধাও রয়েছে। সেগুলি জেনে নিতে হবে।

i) বেশি দূরত্বে ভ্রমণ: আপনার যদি রেগুলার বেশি দূরত্বে ভ্রমণ করার থাকে, তাহলে ইলেকট্রিক স্কুটার সেভাবেই উপযুক্ত নয়। সে ক্ষেত্রে আপনি পেট্রোল চালিত স্কুটারের কথা ভাবতে পারেন।

ii) চার্জের সুবিধা: ইলেকট্রিক স্কুটারে নিয়মিত চার্জ দিতে হয়। ইলেকট্রিক স্কুটার চার্জ নিতে মোটামুটি সাত থেকে আট ঘন্টা সময় লাগে। চার্জ না দিলে ইলেকট্রিক স্কুটারের মোটর ভাল থাকবে না। তবে এখন বহু বৈদ্যুতিক স্কুটারে ব্যাটারি বদলের সুবিধা থাকছে। চার্জিং স্টেশনে গিয়ে আপনি ব্যাটারি বদল করে আসতে পারবেন।
iii) ইলেকট্রিক স্কুটারের যত্ন নিতে হবে: যারা ভাবছেন ইলেকট্রিক স্কুটার কিনবেন, তারা জেনে নিন স্কুটার কেনার পর তার যত্ন নিতে হবে। তা না হলে কিন্তু স্কুটার নষ্ট হয়ে যেতে পারে।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm Utpal, a Content Writer at InfoNet Bangla with 5+ years of experience. I'm also a skilled web developer, combining writing and coding skills to create engaging content and functional websites. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush