PAN Card Correction Online 2023: এখন বাড়িতে বসে প্যান কার্ড সংশোধন করতে পারবেন, মাত্র কয়েকটি স্টেপ অনুসরণ করে

PAN Card Correction Online: আজকাল বেশিরভাগ ব্যাক্তির কাছে প্যান কার্ড রয়েছে এবং বর্তমান ডকুমেন্ট হিসেবে বানান (Spelling) ঠিক করার প্রয়োজন হয় এবং সময়ের সাথে সাথে আপনার ছবি ও সাক্ষর আপডেট করার প্রয়োজন পড়ে, তাই আপনাকে আজকের এই পোস্টে বলতে যাচ্ছি যে কিভাবে প্যান কার্ডে নাম, ছবি, জন্ম তারিখ, সাক্ষর, বাবা/স্বামী, ঠিকানা ও বিয়ের পরে পদবি পরিবর্তন বা সংশোধন (PAN Card Correction or Update Online from NSDL or UTI) করা হয়।

NSDL (National Securities Depository Limited) এবং UTI থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনি প্যান কার্ড সংশোধন (PAN Card Correction) করতে পারেন। এর জন্য আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। আবেদন প্রক্রিয়া সম্পূর্ন হওয়ার পর আপনার প্যান কার্ড প্রিন্ট হয়ে আপনার ঠিকানায় NSDL বা UTI এর দ্বারা পাঠিয়ে দেওয়া হবে। এর আগের পোস্টে বলা হয়েছে অনলাইনে প্যান কার্ড বানাবেন কিভাবে?

PAN Card Correction Online 2023

যদি আপনার আধার কার্ডে সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে আধার কার্ড অনুসারে আপনি আপনার প্যান কার্ড সংশোধন করতে পারবেন, এর জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যাতে আধার প্রমাণীকরণের জন্য UIDAI থেকে OTP আসে, আপনি তা দিতে পারেন। মনে রাখবেন যখনই আপনি প্যান কার্ড সংশোধনের জন্য আবেদন করবেন তখনই আপনার কাছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার থাকতে হবে।

Voter ID Card Online Correction: এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড সংশোধন করে নিন

অনলাইন প্যান কার্ড সংশোধনের জন্য প্রয়োজনীয় নথি (Documents required for PAN Card Correction)

আপনি যখনই প্যান কার্ডে সংশোধন বা পরিবর্তন করতে যাবেন, সেই সময় আপনাকে পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর, আধার কার্ড এবং পুরোনো প্যান কার্ড এই সমস্যার স্ক্যান কপি রাখতে হবে (যদিও এগুলি না থাকে তাহলে কোনো সমস্যা নেই)।

  • পাসপোর্ট সাইজ ছবির স্ক্যান কপির আকার 3.5×2.5cm এর 200 DPI হতে হবে এবং সাইজ 50kb এর থেকে বেশি যেন না হয় এবং JPG ফরম্যাটে যেন হয়।
  • সাক্ষরের স্ক্যান কপির আকার 2×4.5cm এর 200 DPI হতে হবে এবং সাইজ 50kb এর বেশি না হয় এবং JPG ফরম্যাটে যেন হয়।
  • আধার কার্ড এবং পুরোনো প্যান কার্ডের স্ক্যান কপির সাইজ 300kb এর থেকে বেশি যেন না হয় এবং PDF ফরম্যাটে হতে হবে।

অনলাইনে প্যান কার্ড সংশোধন কিভাবে করে (How to Correction PAN Card Online in Bengali)

উপরে উল্লিখিত সমস্ত নথির স্ক্যান কপি প্রস্তুত হয়ে গেলে, তারপরে আপনি NSDL বা UTI-এর ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন, আমি আপনাকে এখানে NSDL-এর ওয়েবসাইট থেকে কীভাবে আবেদন করতে হবে তা বলব। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল –

  1. প্রথমে আপনাকে NSDL ওয়েবসাইটের এই লিঙ্কে ক্লিক করে যেতে হবে https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html
PAN Card Correction Online
  1. NSDL এর ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে Application Type* নির্বাচন করতে হবে, যেখানে আপনাকে Changes or Correction in existing PAN Data / Reprint of PAN Card (No changes in existing PAN Data) এই বিকল্পটি নির্বাচন করতে হবে।
  2. এরপর কোনো ব্যক্তি হয় তাহলে Category* তে Individual নির্বাচন করতে হবে।
  3. এরপর আপনাকে আপনার নাম, জন্ম তারিখ, ইমেইল আইডি, মোবাইল নাম্বার এবং পুরোনো প্যান কার্ডের নাম্বার লিখে Submit করতে হবে।
  4. এরপরে আপনি একটি টোকেন নাম্বার পাবেন, এটিকে যত্ন সহকারে কোথাও লিখে বা কপি করে রাখতে হবে কারণ ফর্মটি পূরণ করার সময় যদি কোনও সমস্যা হয় তবে আপনি এমন একটি টোকেন নাম্বার দিয়ে আবার লগইন করতে পারেন যাতে পুরো প্রসেস আবার প্রথম থেকে না করতে হয়।
PAN Card Correction Online
  1. এরপর Continue with PAN Application Form বিকল্পে করার পর একটি ফর্ম খুলে আসবে, যেখানে সমস্ত তথ্য পূরণ করতে হবে।
  1. ফর্ম খোলার পর আপনি তিনটি বিকল্প দেখতে পাবেন 1. Submit Digitally Through e-KYC & e-Sign (Paperless), 2. Submit Scanned Images Through e-Sign এবং 3. Forward Application Documents Physically এই তিনটি বিকল্পের অর্থ নীচে দেওয়া হলো –
1. Submit Digitally Through e-KYC & e-Sign (Paperless) : এই বিকল্পের মাধ্যমে সমস্ত ডেটা স্বয়ংক্রিয়ভাবে আপনার আধার কার্ড থেকে ফটো এবং ঠিকানা নিয়ে নেবে, আপনার PAN কার্ডে স্বাক্ষরের পরিবর্তে সাদা ঘর থাকবে। এই প্রক্রিয়ার সাথে, আপনাকে কোথাও কোনো নথি পাঠাতে হবে না।

2. Submit Scanned Images Through e-Sign : এই বিকল্পে আপনাকে স্ক্যান করা ছবি, স্বাক্ষর আপলোড করতে হবে এবং কোথাও কোনো নথি পাঠাতে হবে না।

3. Forward Application Documents Physically: এই বিকল্প নির্বাচন করার পরে আপনাকে সমস্ত তথ্য লিখার পর ফর্ম প্রিন্ট করে নিতে হবে। ফর্ম প্রিন্ট করার পর ছবি অ্যাটাচ করতে হবে এবং সাক্ষর করতে হবে। এরপর আপনাকে ফর্মসহ সাপোর্টিং ডকুমেন্ট ইনকাম ট্যাক্স ডিপার্মেন্টের ঠিকানায় পাঠাতে হবে।
PAN Card Correction Online
  1. এর মধ্যে থেকে আপনাকে দ্বিতীয় বিকল্প Submit Scanned Images Through e-Sign নির্বাচন করতে হবে। ⬆️
  2. এরপর যদি আপনি ফিজিক্যাল প্যান কার্ড পেতে চান তাহলে YES করতে হবে (Whether Physical PAN Card is Required? – Yes)
  3. এরপর আপনাকে আপনার আধার কার্ডের শেষ 4 সংখ্যার নাম্বার লিখতে হবে।
  4. এরপর আপনাকে আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম লিখতে হবে (Name as per Aadhaar – Only for individual)
  5. এরপর Goods & Service Tax Number (GST) ঐচ্ছিক, থাকলে লিখুন নাহলে না।
PAN Card Correction Online
  1. ফর্মে সঠিকভাবে তথ্য পূরণ করতে হবে। একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে তথ্য আপডেট বা সংশোধন করতে চান, সেই বিকল্পের শুরুতে চেক বক্সে টিক দিতে ভুলবেন না এবং আপনার আধার কার্ড অনুযায়ী সমস্ত তথ্য লিখুন। আপনি যদি আধার থেকে ভিন্ন নাম, জন্ম তারিখ দেন, তাহলে আপনার আবেদন সম্পূর্ণ হবে না। এই জন্য আপনি আধার কার্ড অনুযায়ী লিখুন।
  2. এরপরে বাবার নাম ও মায়ের নাম লিখুন।
  3. এরপর আপনার PAN কার্ডে বাবার নাম বা মায়ের নাম প্রিন্ট করতে চান, তা নির্বাচন করুন। এরপর Next বিকল্পে ক্লিক করুন।
  4. এরপর পরের পেজে ঠিকানা লিখতে হবে এবং ইমেল আইডি, মোবাইল নাম্বার লিখতে হবে।
  5. এরপর Next বিকল্পে ক্লিক করতে হবে।
  6. এরপর আপনি ডকুমেন্ট আপলোড করার পেজে চলে আসবেন, এখানে আপনাকে Online PAN Card Correction করার জন্য কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, যেখানে আপনাকে Proof of Identity সেকশনে আসতে হবে। আপনি ফর্মটি যে তথ্য অনুযায়ী পুরন করেছেন সেই Proof আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি আধার কার্ড অনুযায়ী ফর্ম পূরণ করেছেন তাহলে Aadhaar Card সিলেক্ট করুন।
  7. এরপর Proof of PAN এ Copy of PAN বিকল্প নির্বাচন করুন।
  8. এরপর Declaration এ আপনার নাম লিখুন।
  9. এরপর আপনাকে Himself সিলেক্ট করে আপনার Place লিখুন।
  10. এরপর আপনাকে ছবি, সাক্ষর এবং প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে। এরপর Submit বিকল্পে ক্লিক করতে হবে।
  11. এরপর আপনাকে আপনার আধার কার্ডের প্রথম 8 সংখ্যার নাম্বার লিখে ফর্মটি ভালো করে চেক করে নিন। এরপর Proceed বিকল্পে ক্লিক করুন।
  12. এই পেজে আপনাকে ফি (Fee) এর পেমেন্ট করতে হবে।
  13. ফি জমা দেওয়ার পরে, আধারকে প্রমাণীকরণ করতে হবে, তারপরে NSDL-কেও আধার প্রমাণীকরণ করতে হবে। এরপর আপনাকে Submit বিকল্পে ক্লিক করতে হবে।
  14. Submit করলেই আপনার সংশোধনের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ন হবে।
  15. অবশেষে আপনি সব ফর্ম পূরণ পেয়ে যাবেন, এই ফর্মটি কোথাও পাঠানোর দরকার নেই। যে ফর্মটি দেওয়া হবে তাতে পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে আবেদনকারীর জন্ম তারিখ, DDMMYYYY এই ফরম্যাটে পাসওয়ার্ড থাকবে। যেমন – আপনার নাম যদি 25/02/1980 হয় তাহলে আপনার পাসওয়ার্ড হবে 25021980
PAN Card Correction Online
  1. এই PDF ফাইলের মধ্যে 15 সংখ্যার Acknowledgement Number থাকবে এটিকে কোথাও লিখে বা কপি করে রাখবেন, পরবর্তীতে প্যান কার্ড সংশোধনের জন্য আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।
  2. আপনার Online PAN Card Correction Process সফলভাবে সম্পন্ন হয়েছে, আপনাকে 15-20 দিনের মধ্যে সংশোধিত প্যান কার্ড আপনার পোস্ট অফিস ঠিকানায় পাঠানো হবে।

আরও পড়ুন: PAN Card: আপনি কি জানেন প্যান কার্ডে 10 টি নাম্বারের অর্থ কি? আপনি হয়তো জানেন না

PAN Card Correction Status Check

  1. PAN Card Correction Status Check করার জন্য আপনাকে প্রথমে NSDL এর এই ওয়েবসাইটে যেতে হবে – https://tin.tin.nsdl.com/pantan/StatusTrack.html
  2. এরপর আপনাকে Application Type নির্বাচন করতে হবে PAN – New/Change Request
  3. এরপর Acknowledgement Number লিখে Submit বিকল্পে ক্লিক করতে হবে।
  4. Submit বিকল্পে ক্লিক করলেই আপনি প্যান কার্ডের স্ট্যাটাস দেখতে পাবেন।

অনলাইনে প্যান কার্ড সংশোধন প্রক্রিয়ার ভিডিও

অনলাইনে প্যান কার্ড সংশোধন করার বিষয়ে অতিরিক্ত তথ্য জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন ⤵️

PAN Card Correction Online

Important Links

Direct Link to PAN Card CorrectionClick Here
Join Our Telegram ChannelClick Here

FAQs of PAN Card Correction Online

প্যান কার্ড কত দিনের মধ্যে পাঠানো হয়?

প্যান কার্ডের আবেদন প্রক্রিয়া করতে এবং প্রেরণ করতে 15-20 দিন সময় লাগে৷

প্যান কার্ড সংশোধন করতে কত টাকা ফি লাগবে?

প্যান কার্ড সংশোধন করতে আপনাকে 107 টাকা ফি জমা করতে হবে।

PAN এর পুরো নাম কি?

PAN এর পুরো নাম হল Permanent Account Number

এগুলোও পড়ুন –

📌 প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

📌 মাত্র 10 মিনিটে বানিয়ে নিন নতুন PAN CARD

📌 অনলাইনে মাত্র কয়েক মিনিটে খুলে নিন স্টেট ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট

📌 আপনার আধার কার্ড ১০ বছর আগে বানানো হয়েছে? তাহলে এই কাজ না করলে কার্ড বাতিল হয়ে যাবে।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin