[2023] New Aadhaar Card for Children : শিশুদের জন্য আধার কার্ড বানান এই সহজ পদ্ধতিতে

Aadhaar Card for Children: ভারতে জাতীয় স্তরে ব্যক্তির পরিচয় হিসাবে যে পরিচয়পত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয় তা হলো আধার কার্ড। ভারতে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বেশি ব্যবহৃত হয়। এখন ছোট শিশুদের পরিচয়পত্র হিসাবে আধার কার্ড তৈরি করতে পারেন, এই আধার কার্ডকে বলা হয় “বাল্য আধার কার্ড (Aadhaar Card for Children)”।

UIDAI-এর অনুসারে 1 সালের অধিক বয়সের বাচ্চাদের জন্য আধার কার্ডের জন্য আবেদন করতে পারেন। 5 বছর বয়স পর্যন্ত শিশুদের আঙুলের ছাপ ঘন ঘন পরিবর্তন হতে থাকে। তাই 1 থেকে 5 বছরের বাচ্চাদের বায়োমেট্রিক বিবরণ ছাড়াই আধার কার্ড তৈরি করা হয়। বাল আধার কার্ড শুধুমাত্র পিতামাতার আধার কার্ডের ভিত্তিতে তৈরি করা হয়।

আসুন জেনে নেওয়া যাক, আপনি কিভাবে 5 বছর বয়সের কম শিশুদের আধার কার্ড তৈরি করতে পারবেন? 1 বছর থেকে 5 বছর বয়সের শিশুদের আধার কার্ড তৈরি করার প্রক্রিয়া এই আর্টিক্যালের মাধ্যমে বলতে যাচ্ছি, তাই এই আর্টিক্যালটি মনোযোগ সহকারে পড়ুন।

বাল্য আধার কার্ড কি? – Children Aadhaar Card

বাল্য আধার কার্ড (Aadhaar Card for Children) UIDAI-র দ্বারা 5 বছরের কম বয়সের শিশুদের জন্য আধার কার্ড। যেটির জন্য আবেদন করতে শিশুর বায়োমেট্রিক বিবরণ অর্থাৎ দশ আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ ইত্যাদি বিবরণ নেওয়া হয় না।

বাল্য আধার কার্ডের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে?

  1. শিশুর পরিচয়পত্র হিসেবে কাজ করবে।
  2. স্কুলে ভর্তি হতে আধার কার্ডের প্রয়োজন হয়।

বাল্য আধার কার্ড তৈরি করতে প্রয়োজনীয় ডকুমেন্টের বিবরণ-

  1. শিশুর জন্ম প্রমাণপত্র
  2. শিশুর পাসপোর্ট সাইজের ছবি
  3. জন্মের প্রমাণপত্র না থাকলে হাসপাতাল থেকে ডিসচার্জ স্লিপও ব্যবহার করতে পারেন।
  4. মা-বাবার আধার কার্ড (এর মধ্যে কোনো একজনের)
  5. মা-বাবার ঠিকানার প্রমাণপত্র

Birth Certificate Online Apply 2023: জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন কিভাবে? জেনে নিন সম্পূর্ন পদ্ধতি

বাল্য আধার কার্ড কিভাবে আবেদন করবেন?

বাল্য আধার কার্ড (Aadhaar Card for Children) তৈরি করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন –

Step 1 –

1. সবার প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে (uidai.gov.in)
2. এরপর এখানে UIDAI এর হোমপেজ খুলে যাবে।
3. এরপর “Book An Appointment” অপশনে ক্লিক করতে হবে।
4. এখানে আপনাকে Appointment Book করতে হবে।
5. এরপর আপনার নির্বাচিত তারিখে আপনার শিশুকে সঙ্গে নিয়ে আধার কেন্দ্রে যেতে হবে।

Step 2 –

  1. বাল্য আধার কার্ড তৈরি করার জন্য প্রথমে আপনাকে আধার কেন্দ্রে (Aadhaar Enrolment Center) -এ গিয়ে ফর্ম পূরণ করতে হবে।
  2. আধার কেন্দ্রে গিয়ে শিশুর জন্ম প্রমাণপত্র এবং মা-বাবা কোনো একজনের আধার নাম্বার (Aadhaar Number of Child Birth Certificate and Parent) প্রদান করুন।
  3. আধার কেন্দ্রে আপনার মোবাইল নাম্বার প্রদান করুন।
  4. আবেদনকারী শিশুর বয়স 5 বছরের কম হওয়ায় বায়োমেট্রিকের প্রয়োজন নেই।
  5. বাল্য আধার কার্ড তৈরি করার জন্য শুধুমাত্র শিশুর পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন।
  1. শিশুর আধার কার্ড মা বাবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হবে।
  2. আবেদন ফর্ম জমা (Form Submit) করার পর আপনি একটি রশিদ (Receipt) পাবেন।
  3. যখন শিশুটির আধার কার্ড রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশন সম্পূর্ন হবে, তখনই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি কনফার্ম এসএমএস (A Confirmation SMS) আসবে।
  4. এরপর 2 মাস অর্থাৎ 60 দিনের মধ্যে শিশুর আধার কার্ড অর্থাৎ বাল্য আধার কার্ড পেয়ে যাবেন।

Ration Card Aadhaar Link: পশ্চিমবঙ্গের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন বিনামুল্যে, জেনে নিন এই সহজ পদ্ধতি

বাল্য আধার কার্ড তৈরির স্ট্যাটাস চেক:

আপনি অনলাইনের মাধ্যমে আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনি বাল্য আধার কার্ডের (Aadhaar Card for Children) জন্য আবেদন করেছেন, আপনি দেখতে চান আধার কার্ড তৈরি হয়েছে কিনা। তা চেক করার জন্য আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে –

  1. প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন – এখানে ক্লিক করুন
  2. লিঙ্কে ক্লিক করার পর আধার স্ট্যাটাসের (Aadhaar Status) পেজ খুলে যাবে।
  3. এই পেজে আপনাকে এনরোলমেন্ট নাম্বার (Enter Enrollment Number) লিখতে হবে। যা আবেদন করার সময় পেয়েছিলেন।
  4. একই সঙ্গে আবেদনের তারিখ ও সময় লিখুন। যা রশিদ লেখা থাকবে
  5. নীচে দেওয়া ক্যাপচা কোড পূরণ করুন।
  6. এখন চেক স্ট্যাটাস বোতামে ক্লিক করুন।
  7. চেক স্ট্যাটাস বোতামে ক্লিক করতেই দেখতে পাবেন আপনার শিশুর বাল্য আধার কার্ড তৈরি হয়েছে কিনা।

Aadhaar Card Helpline Number

Toll-Free Number: 1947
email: help@uidai.gov.in

আমরা আশা করছি যে, আপনি আমাদের এই আর্টিক্যালটি খুব পছন্দ করেছেন। এই ধরনের আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি Google News -এ ফলো করুন এবং আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Read Also:

Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

PM Awas Yojana New List 2022-2023: প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশিত হলো, আপনার নাম রয়েছে কিনা এইভাবে চেক করুন

[2023] নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন করুন মোবাইল দিয়ে, নতুন পদ্ধতি দেখে নিন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin