SBI Home Loan: আপনার স্বপ্নের বাড়ি কিনতে চান? SBI দিচ্ছে কম সুদের হারে হোম লোন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার সমস্ত গ্রাহকদের প্রথম অগ্রাধিকার হিসাবে সর্বনিম্ন সুদের হারে SBI Home Loan প্রদান করে। আমরা আপনাকে এই প্রতিবেদনে বলবো SBI Home Loan আবেদনের ক্ষেত্রে যোগ্যতা আবশ্যিক যোগ্যতা কি, ডকুমেন্টস কি কি লাগবে এবং কিভাবে আবেদন করবেন।

SBI Home Loan থেকে কি কি সুবিধা মিলবে?

  • SBI Home Loan এর সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়টি হলো, ভারতীয় স্টেট ব্যাঙ্ক দ্বারা আপনাকে বিভিন্ন ধরনের হোম লোন প্রদান করা হয়ে থাকে। এই রকমের বিকল্প প্রদান করা হয় যা নিম্নরূপ – Regular Home Loan, Balance Transfer Home Loan, SBI Flex Pay Home Loan, NRI Home Loan এবং Privilage Home Loan ইত্যাদি।
  • ভারতীয় স্টেট ব্যাঙ্ক আপনাকে হোম লোনের উপর সবচেয়ে কম সুদ অর্থাৎ ৬.৬৫% সুদ নিয়ে থাকে।
  • আপনি সরাসরি ব্যাঙ্কে গিয়ে এবং অনলাইনের মাধ্যমে হোম লোনের জন্য আবেদন জানাতে পারবেন।

অনলাইনে মাত্র কয়েক মিনিটে খুলে নিন SBI জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট

SBI হোম লোন পাওয়ার যোগ্যতা

  • SBI হোম লোন পেতে হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তে হতে হবে,
  • আপনার বয়স নূন্যতম ১৮ বছর হতে হবে,
  • পাশাপাশি Credit Score ভালো হতে হবে।

SBI হোম লোন পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আবেদনকারীর আধার কার্ড,
  • প্যান কার্ড,
  • আয় প্রমাণপত্র,
  • ঠিকানা প্রমাণপত্র,
  • ব্যাংক অ্যাকাউন্টের পাশবুক

পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

SBI হোম লোনের জন্য কিভাবে আবেদন করবেন?

  • SBI Home Loan Apply করার জন্য আপনাকে প্রথমে নিজের ব্যাঙ্কে যেতে হবে,
  • এরপর আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে,
  • এরপর আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে,
  • আবেদন ফর্ম পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ব-সাক্ষর করে আবেদন ফর্মের সাথে যুক্ত করে দিতে হবে,
  • সবশেষে, আপনার নিজের ব্যাঙ্কে গিয়ে আবেদন ফর্মটি জমা করতে হবে।

এছাড়া আপনি YONO SBI অ্যাপের মাধ্যমে অনলাইনে হোম লোনের জন্য আবেদন করতে পারবেন।

Fi Bank Account Opening – ফেডারেল ব্যাঙ্কে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলুন, ফ্রি ATM কার্ড পাবেন

Aadhaar Card Correction Online: এখন বাড়িতে বসে আধার কার্ড সংশোধন করুন। আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin