Voter ID Card Online Correction 2023: এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড সংশোধন করে নিন

ভোটার আইডি কার্ড অনলাইন সংশোধন : আজকের দিনে, সমস্ত ভারতীয় নাগরিক একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে ভোটার আইডি কার্ড ব্যবহার করে থাকেন। ভোটার আইডির মাধ্যমে, ব্যক্তিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এবং নাগরিকদের জন্য ভোটার আইডি কার্ড একটি প্রয়োজনীয় নথি যা ভারতীয় নাগরিক হওয়ার পরিচয় প্রমাণ করে। পরিচয়পত্রের আওতায় নাগরিকরা সহজেই তাদের অধিকার পেতে পারেন। ভোটার কার্ড সংক্রান্ত কাজের সুবিধা নিতে সবার আগে আমাদের ভোটার কার্ডে কোনো ধরনের ভুল যেন না থাকে। কখনো কখনো ভোটার কার্ড আবেদন করার সময় অনেক তথ্য ভুল প্রদান করা হয়ে যায়, যার কারণে অনেক ব্যাক্তিকে সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন নাম, জন্ম তারিখ, ঠিকানা ভুল হয়ে যায়। তাই এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে নির্বাচন কমিশন ভোটারদের জন্য Voter Id Card Online Correction সুবিধা প্রদান করেছে। আজ আমি আমার মাধ্যমে ভোটার আইডি কার্ড সংশোধন সম্পর্কে তথ্য উপস্থাপন করব, এর জন্য আপনাকে নিবন্ধের শুরু থেকে শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়তে হবে।

ভোটার কার্ডের জন্য আবেদন করার নতুন পদ্ধতি সম্পর্কে জেনে নিন।

বিষয় সূচী ~

Voter ID Card Online Correction in West Bengal

আজ আমি আপনাকে ভোটার আইডি কার্ড অনলাইনে সংশোধন করার বিষয়ে তথ্য প্রদান করব। ভোটার আইডি কার্ডে অনলাইন সংশোধন করতে, সুবিধাভোগীকে প্রথমে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, তবে অনলাইন সংশোধনের সুবিধা সেই ব্যক্তিই নিতে পারবেন যার নাম ইতিমধ্যে ভোটার তালিকায় রয়েছে। ভোটার তালিকায় নাম না থাকার কারণে ভোক্তা অনলাইনে ভোটার কার্ড সংশোধন করতে পারে না। অনলাইন ভোটার আইডি কার্ড সংশোধন খুব সহজেই করা যেতে পারে এবং অফলাইনেও ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারবেন। ভোটার আইডি কার্ড ভারতের প্রতিটি নাগরিকের একটি মৌলিক অধিকার। উন্নয়নে অবদান রাখতে দেশের প্রতিটি নাগরিককে ভোট দিতে হবে। আপনি অনলাইনেও ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন।

ভোটার কার্ডের কোনো প্রকার কোনো ভুল থাকলে এখন নাগরিকরা ঘরে বসেই তা সংশোধন করতে পারবেন, এটি একটি বিশেষ ধরনের সুবিধা যা নাগরিকদের প্রদান করা হয়েছে। এখন অনলাইনের মাধ্যমে কোনো অফিসে না গিয়ে অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারবেন। এছাড়া আপনি চাইলে অফলাইনে ভোটার কার্ড সংশোধন করতে পারবেন। এই নিবন্ধে অনলাইন এবং অফলাইন মাধ্যমের প্রক্রিয়া দেওয়া হয়েছে।

Good News: এইমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গেল

এই দিনের মধ্যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করলে নিষ্ক্রিয় হবে প্যান কার্ড, জানুন ছাড় কাদের?

Voter ID Card Online Correction in West Bengal – Overview

Articleভোটার আইডি কার্ড অনলাইন সংশোধন (Voter ID Card Online Correction 2023)
Portalজাতীয় ভোটার পরিষেবা পোর্টাল
সুবিধাভোগীভারতের সকল নাগরিক
ভোটার আইডি কার্ড সংশোধন করার মাধ্যমঅনলাইন
উদ্দেশ্যদেশের নাগরিকদের ভোটার কার্ড সম্পর্কিত সকল পরিষেবা প্রদান করা
অফিসিয়াল ওয়েবসাইটwww.nvsp.in
FORM – 8 DownloadBengali Form

English Form

প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

ভোটার আইডি কার্ডের সুবিধা

  • 18 বছর বয়সী সমস্ত নাগরিক ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং সমস্ত সুবিধার সুবিধা পেতে পারেন।
  • পরিচয়পত্র হিসেবে ভোটার আইডি কার্ড ব্যবহার করতে পারবেন।
  • ভোটার কার্ডের মাধ্যমে একজন ব্যক্তি তার ভোট প্রয়োগ করতে পারবেন।
  • ভোটার আইডি কার্ড যে কোনো নথি (Document) তৈরি করতে ব্যবহার করতে পারবেন।
  • নাগরিকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে তাদের ভোটার আইডি কার্ড ব্যবহার করতে পারবেন।
  • কেন্দ্র বা রাজ্য সরকারের সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা ভোটার কার্ডের অধীনে পাওয়া যাবে।
  • সুবিধাভোগী নাগরিক পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, গ্যাস সংযোগ নেওয়ার জন্য বৈধ নথি হিসেবে ভোটার আইডি কার্ড ব্যবহার করতে পারেন।

অনলাইনে ভোটার আইডি কার্ডের কি কি সংশোধন করতে পারবেন?

  • Name
  • Age/Date of Birth
  • Gender
  • Photograph
  • Name of reletive
  • Type of relation
  • Address
  • Voter ID in New Format

Voter ID Card Online Correction in Bengali

ভোটার আইডি কার্ড অনলাইন সংশোধন করার জন্য, আমাদের দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন –

Step 1: সবার প্রথমে আপনাকে নেশানাল ভোটারস সার্ভিস পোর্টাল NVSP এর অফিসিয়াল ওয়েবসাইট www.nvsp.in এ যেতে হবে। এরপর Voter Portal বিকল্প দেখতে পাবেন এই বিকল্পে ক্লিক করতে হবে। এরপর https://voterportal.eci.gov.in/ -এ redirect হয়ে যাবেন। আপনি চাইলে এই পোর্টালে সরাসরি যেতে পারেন।

Step 2: পোর্টালে আপনি আপনার নাম, ভোটার আইডি নাম্বার, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিষ্টার করুন। যদি আগে থেকে রেজিষ্টার করা থাকে তাহলে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

Voter ID Card Online Correction 2023

Step 3: এরপর পোর্টালের ড্যাশবোর্ড খুলে যাবে। এরপর আপনাকে “Correction in Voter ID” বিকল্পে ক্লিক করতে হবে।

Step 4: এরপর আপনাকে “Let’s Start” বিকল্পে ক্লিক করতে হবে।

Step 5: এরপর আপনার কাছে যদি ভোটার আইডি নাম্বার না থাকে তাহলে “No, I don’t have Voter ID Number” আর যদি ভোটার আইডি নাম্বার থাকে তাহলে “Yes, I have Voter ID Number ” বিকল্পে ক্লিক করতে হবে।

Step 6: যদি আপনার ভোটার আইডি নাম্বার থাকে তাহলে ভোটার আইডি নাম্বার লিখুন আর যদি না থাকে তাহলে Search করে নিন।

Step 7: ভোটার আইডি নাম্বার লেখার পর Fetch Details বিকল্পে ক্লিক করে Proceed করুন।এরপর আপনার ভোটার আইডি কার্ডের বর্তমান তথ্য দেখতে পাবেন, এখন আপনাকে Save and Continue বিকল্পে ক্লিক করতে হবে।

Step 8: এরপর মোবাইল নাম্বার লিখে OTP দিয়ে Verify করতে হবে। এরপর একটি নতুন পেজ খুলে আসবে যা নিম্নরূপ হবে –

Step 9: এরপর আপনি অনেকগুলি বিকল্প দেখতে পাবেন, আপনি ভোটার কার্ড সংশোধন করতে চান তাই আপনাকে Correction of Entries in Existing Electoral Roll বিকল্পে ক্লিক করতে হবে।

Step 10: এরপর Save & Continue বোতামে ক্লিক করতে হবে।

Step 11: এরপর একটি নতুন পেজ খুলে আসবে, যা নিম্নরূপ হবে –

Step 12: এখানে, আপনি কোন তথ্যটি সংশোধন করতে চান তা সিলেক্ট করুন। (মনে রাখবেন – আপনি একসঙ্গে 3 টির বেশি তথ্য সংশোধন করতে পারবেন না, যদি আপনার 3 টির অধিক তথ্য সংশোধন করতে চান তাহলে আপনাকে আবার একবার আবেদন করতে হবে।)

Step 13: এরপর আপনাকে আপনার নতুন তথ্য সঠিকভাবে লিখে পুরন করতে হবে।

Step 14: এরপর আপনাকে Document আপলোড করতে হবে। আপনি এখানে যে নতুন তথ্যটি লিখেছেন, এই তথ্যটি যে ডকুমেন্টে রয়েছে সেই ডকুমেন্টের ছবি আপলোড করতে হবে।

Step 15: এরপর আপনাকে Save and Continue বিকল্পে ক্লিক করতে হবে।

Step 16: এরপর আপনার সামনে “Form-8” খুলে আসবে, আপনি যে নতুন তথ্যগুলি পুরন করেছেন এই ফর্মে পুরন হয়ে আসবে, আপনার দেওয়া তথ্য cofirm করুন, যদি ভুল তথ্য পুরন করা হয়ে থাকে তাহলে Edit Form বিকল্পে ক্লিক করে ঠিক করে নিন।

Step 17: এরপর আপনাকে “Submit” বিকল্পে ক্লিক করতে হবে। সাবমিট করার পর Congratulations মেসেজ দেখতে পাবেন এবং একটি Referance id পাবেন, এটি আপনাকে নোট করে রাখতে হবে। পরে Application Status Check করতে এই Referance id -র প্রয়োজন হবে। এই পর্যন্ত আপনার সংশোধন করার আবেদন করা সম্পন্ন হয়েছে, আপনাকে আর কিছু করার প্রয়োজন নেই, আপনাকে 10 থেকে 15 দিন অপেক্ষা করতে হবে সংশোধন হওয়ার জন্য।

আপনার ভোটার আইডি কার্ড সংশোধন হওয়ার পর আপনি রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

পড়তে পারেন: কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করবেন?

Voter ID Card Online Correction Process Video

Voter ID Card Online Correction Process in Bengali

নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন করুন মোবাইল দিয়ে, নতুন পদ্ধতি দেখে নিন

Voter ID Card Offline Correction in Bengali

ভোটার আইডি কার্ড অফলাইনে সংশোধন করার জন্য আপনাকে একটি ফর্ম পূরণ করে বুথ লেবেল অফিসার (BLO) -র কাছে জমা করতে হবে, ভোটার কার্ড সংশোধন করার জন্য অফলাইন প্রক্রিয়া নীচে দেওয়া হয়েছে।

  • ভোটার আইডি কার্ড অফলাইন সংশোধন করার “Form 8” ডাউনলোড করতে হবে। ফর্ম ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন Download Form
  • এখন ফর্মটিকে প্রিন্ট করে নিতে হবে, এরপর আবেদনকারীকে ফর্মটিতে চাওয়া তথ্য পুরন করতে হবে।
  • আবেদনকারীকে ভাগ (ক) এবং ভাগ (খ) -তে নিজের নাম লিখতে হবে, যেমনটি আবেদনকারীর পরিচয়পত্রে রয়েছে।
  • জন্ম তারিখ বা ঠিকানা সংশোধন করার জন্য নথিগুলি সংযুক্ত করতে হবে যেমন জন্ম শংসাপত্র, স্কুল সার্টিফিকেট, আবেদনকারী যদি 10 তম বা 12 তম পর্যন্ত পড়াশোনা করে থাকে তবে তার মার্কশিটের স্ক্যান কপি। যদি কোনও ব্যক্তি 10 তম পর্যন্ত শিক্ষিত না হন তবে তিনি তার প্যান কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারেন।
  • এরপরে ফর্মের সাথে সমস্ত নথি সংযুক্ত করুন এবং এটি আপনার BLO বা ERO অফিসে জমা দিন।

ভোটার আইডি কার্ড আবেদনের স্ট্যাটাস চেক করবেন কিভাবে? (How to check Voter Card Correction Stetus in Bengali)

ভোটার আইডি কার্ড সংশোধন করার আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে নীচে দেওয়া প্রক্রিয়া অনুসরণ করতে হবে –

  • সবার প্রথমে আবেদনকারীকে NVSP এর অফিসিয়াল ওয়েবসাইট www.nvsp.in যেতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ খুলে যাবে।
  • এই হোম পেজে আপনাকে Track Application Status বিকল্পে ক্লিক করতে হবে।
  • এখন আপনাকে Referance id লিখতে হবে এবং Track Status বিকল্পে ক্লিক করতে হবে। যেমনটি নিচের ছবিতে দেখতে পাচ্ছেন ⤵️
Voter ID Card application status check
  • Track Status বিকল্পে ক্লিক করলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের তথ্য দেখতে পাবেন।

ভোটার আইডি কার্ড ডাউনলোড (Voter ID Card Download)

এটি হল একটি ডিজিটাল ভোটার কার্ড। এটি e-EPIC নামেও পরিচিত। এটি হল আপনার পরিচয়পত্রের ডিজিটাল কপি। এটিকে আপনি খুব সহজেই স্মার্টফোন বা কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন। চলুন ডাউনলোড করার প্রক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক, যার সাহায্যে আপনি আপনার ফোনে ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

  • সবার প্রথমে আপনাকে জাতীয় ভোটার পোর্টাল www.nvsp.in এ যেতে হবে।
  • যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে রেজিষ্টার করুন, আর যদি আগে থেকে রেজিষ্টার করা থাকে তাহলে লগইন করুন।
  • এখন আপনাকে e-EPIC বিকল্পে ক্লিক করতে হবে।
  • পরের স্টেপে EPIC Number বা ভোটার আইডি নাম্বার বা Referance Numbar লিখুন।
  • এরপর আপনার রেজিষ্টার মোবাইল নাম্বারে একটি OTP আসবে।
  • OTP ভেরিফাই করে ডাউনলোড e-EPIC বিকল্পে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার স্মার্টফোনে e-EPIC Download হয়ে যাবে
  • এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি খুব সহজে আপনার ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
InfoNetBangla Google News

ভোটার তালিকা পিডিএফ কিভাবে ডাউনলোড করে? (How to Download Voter List PDF in Bengali)

ভোটার তালিকার পিডিএফ ডাউনলোড করার জন্য নীচে দেওয়া স্টেপগুলো অনুসরণ করুন –

  • সবার প্রথমে আপনাকে ন্যাশানাল ভোটারস সার্ভিস পোর্টাল NVSP এর অফিসিয়াল ওয়েবসাইট www.nvsp.in এ যেতে হবে।
  • এরপর আপনাকে Download Electoral Roll PDF বিকল্পে ক্লিক করতে হবে।
  • এরপর রাজ্য (State) নির্বাচন করে “Go” বিকল্পে ক্লিক করতে হবে।
Voter list download process in Bengali
  • এরপর রাজ্যের ওয়েবপেজে Redirect হয়ে যাবেন।
  • এরপর আপনাকে Electoral Roll PDF Download বিকল্পে ক্লিক করতে হবে।
  • ক্লিক করলেই PDF ফাইলটি আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে।

Aadhar Card Update Online Correction 2023: আর আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই, এখন বাড়িতে বসে মোবাইল দিয়ে আধার কার্ড সংশোধন করতে পারবেন

PVC Aadhar Card: বাড়িতে বসে আপনি নিজেই অর্ডার করুন, জানুন এই সহজ পদ্ধতি

ভোটার হেল্পলাইন নাম্বার

ভোটার কার্ড সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পেতে, নাগরিকরা নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন।

Toll Free Number: 1800111950

Address: Nirvachan Sadan, Ashoka Road,New Delhi 110001EPABX: 23052205-10, 23052212 – 18,23052146, 23052148, 23052150

Email: complaints@eci.gov.in

Faxline: 23052219, 23052162/63/19/45

Voter Card Correction WebsiteClick Here
Join Our Telegram ChannelJoin Now
Voter Card Apply Status CheckClick Here

FAQ’s of Voter ID Card Online Correction in Bengali

ভোটার আইডি কার্ডে অনলাইন সংশোধনের সুবিধা কী?

ভোটার আইডি কার্ড অনলাইন সংশোধনের সুবিধা হলো দেশের নাগরিক ঘরে বসেই অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেরা নিজেদের ভোটার কার্ডের ভুল সংশোধন করতে পারবেন।

ভোটার আইডি কার্ড অনলাইন সংশোধনের জন্য নির্বাচন কমিশন কোন ওয়েবসাইট প্রকাশ করেছে?

ভোটার আইডি কার্ড অনলাইন সংশোধনের জন্য নির্বাচন কমিশন www.nvsp.in -এর ওয়েবসাইট জারি করেছে।

ভোটার আইডি কার্ড অনলাইন সংশোধনের জন্য কোন ফর্ম ব্যবহার করা হয়?

ভোটার আইডি কার্ড অনলাইন সংশোধনের জন্য 8 নম্বর ফর্ম (Form 8) ব্যবহার করা হয়।

কোন নাগরিক অনলাইনে ভোটার কার্ড সংশোধন করতে পারবেন না?

ভোটার কার্ড অনলাইন সংশোধন করার যোগ্য নন ওই ব্যাক্তি, যার নাম অনলাইনে ভোটার তালিকায় নিবন্ধিত নেই।

ভোটার আইডি কার্ড আবেদনের স্থিতি কিভাবে চেক করতে হয়?

আবেদনের স্থিতি পরীক্ষা করতে আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ট্র্যাক করার বিকল্পটি নির্বাচন করে স্থিতি চেক করতে পারবেন।

ভোটার আইডি কার্ড কেন প্রয়োজন?

ভোটার আইডি কার্ড হল সেই ব্যক্তির জন্য প্রয়োজনীয় বৈধ নথি, যা ভারত সরকার দ্বারা জারি করা হয়, যার মাধ্যমে ব্যক্তির পরিচয় যাচাই করা যায় এবং তিনি স্বেচ্ছায় একটি রাজনৈতিক দল নির্বাচন করতে ভোটার কার্ড ব্যবহার করতে পারেন এবং আপনি আপনার ভোট প্রয়োগ করতে পারেন।

জাতীয় ভোটার পোর্টালের অধীনে নাগরিকরা কী কী সুবিধা পেতে পারেন?

জাতীয় ভোটার পোর্টালের আওতায় নাগরিকরা এখন ঘরে বসে অনলাইনে ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় সুবিধা পেতে পারেন। ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদন, ভোটার কার্ড সংক্রান্ত অনলাইন স্ট্যাটাস চেক, ভোটার আইডি কার্ড সংক্রান্ত অনলাইন সংশোধনের সব সুবিধা এখন ঘরে বসেই তা সম্পন্ন করা যাবে।

ভোটার কার্ড ছাড়া কি একজন নাগরিক ভোট দিতে পারবেন?

না, ভোটার কার্ড ছাড়া একজন নাগরিক তার ভোট দিতে পারবেন না, ভোটার তালিকায় সুবিধাভোগী ব্যক্তির নাম নিবন্ধিত হলেই তিনি তার ভোট প্রয়োগের যোগ্য হতে পারবেন।

Voter Card Aadhaar Link West Bengal 2023 – ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার খুব সহজ উপায় দেখে নিন

প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করুন নাহলে পরে খুব সমস্যায় পড়তে পারেন

মোবাইল দিয়ে অনলাইনে আধার কার্ড সংশোধন করার প্রক্রিয়া

স্টেট ব্যাঙ্ক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অনলাইনে কিভাবে খুলে

কিভাবে মাত্র 5 মিনিটে বিনামূল্যে প্যান কার্ড বানাবেন 2023

Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

YONO SBI Registration 2023 : ঘরে বসে এইভাবে চালু করুন নিজের ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

1 thought on “Voter ID Card Online Correction 2023: এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড সংশোধন করে নিন”

Leave a Comment

JoinJoin