কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করবেন? | Voter Card Aadhaar Card and Mobile Number Link Process 2023

Voter Card Aadhaar Card and Mobile Number Link Process 2023: নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের ওয়েবসাইটের এই আর্টিক্যালে স্বাগতম। তো বন্ধুরা আপনাদের একটি নতুন পদ্ধতি বলবো, এই নতুন পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর খুব সহজেই লিঙ্ক করতে পারবেন। এবং লিঙ্ক করার পর 7 থেকে 10 দিনের মধ্যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে।

ভোটার কার্ডের জন্য আবেদন করার নতুন পদ্ধতি সম্পর্কে জেনে নিন।

অনেকেই ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর এবং মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত লিঙ্ক হয়নি, তবে চিন্তার কোনো কারণ নেই আমরা এই আর্টিক্যালে বলবো যে খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর লিঙ্ক করবেন।

সম্পূর্ন পদ্ধতি জানতে আপনাকে আমাদের এই আর্টিক্যালটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়তে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি এই সহজ পদ্ধতি –

এই আর্টিক্যালের শেষে আমরা আপনাকে Quick Links লিঙ্ক প্রদান করেছি যাতে আপনারা খুব সহজেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করতে পারেন।

Read Also: ঘরে বসে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করুন

Voter Card Aadhaar Card and Mobile Number Link Process 2023

Voter Card Aadhaar Card and Mobile Number Link Process 2023 ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর লিঙ্ক করার স্টেপগুলো নীচে দেওয়া হলো –

Step 1:- Aadhar Card Link with Voter Card

  1. সবার প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট -এর হোম পেজে আসতে হবে,
Voter Card Aadhaar Card and Mobile Number Link Process 2023
  1. হোম পেজে আসার পর আপনাকে এখানে আইডি ও পাসওয়ার্ড দিয়ে Login করতে হবে, আর যদি নতুন হয়ে থাকেন তবে Create an account -এ ক্লিক করে আইডি ও পাসওয়ার্ড বানিয়ে লগইন করতে হবে,
  2. এরপর এর Dashboard টি ওপেন হয়ে যাবে,
  3. এখানে দেখতে পাবেন অনেকগুলি অপশন রয়েছে,
  4. এই অপশনগুলির মধ্যে আপনাকে Aadhaar Linkage অপশনে ক্লিক করতে হবে,
  5. ক্লিক করার পর নতুন একটি পেজ খুলে আসবে, এখানে Let’s Start বোতামে ক্লিক করতে হবে,
  6. পরবর্তী পেজে আপনাকে Yes, I have Voter ID Number অপশনে ক্লিক করতে হবে,
  7. এরপর ভোটার কার্ডের নম্বর লিখে Fetch Details অপশনে ক্লিক করতে হবে,
  8. এরপর ভোটার কার্ড সার্চ হবার পর Proceed বোতামে ক্লিক করতে হবে,
  9. Proceed বোতামে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য দেখতে পাবেন,
  10. এরপর Save & Continue বোতামে ক্লিক করতে হবে,
  11. এরপর নতুন একটি পেজ খুলে আসবে,
  12. এখানে আপনাকে পুনরায় মোবাইল নম্বর লিখে Send OTP অপশনে ক্লিক করলে আপনার মোবাইল OTP যাবে,
  13. সেই OTP খালিঘরে লিখে Verify বোতামে ক্লিক করতে হবে,
  14. এরপর দেখতে পাবেন আপনার মোবাইল নম্বর ভেরিফাই হয়ে যাবে,
  15. ভেরিফাই হওয়ার পরে Yes, I have Aadhaar Number অপশনে ঠিক চিহ্ন করে খালিঘরে আধার নম্বর লিখে Save & Continue বোতামে ক্লিক করতে হবে,
  16. ক্লিক করার পর General Declaration পেজ খুলে আসবে,
  17. এই পেজে দেখতে পাবেন আপনার নাম এবং আবেদনের তারিখ রয়েছে এবং Enter Place এর জায়গায় আপনার Place এর নাম লিখতে হবে,
  18. এরপর Save & Continue বোতামে ক্লিক করতে হবে,
  19. ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি পুরো প্রিভিউটা দেখতে পাবেন, যদি কোনো ভুল ভাল থাকে তবে Edit Form অপশনে ক্লিক করে ঠিক করতে হবে, আর যদি সঠিক থাকে তবে আপনাকে Submit বোতামে ক্লিক করতে হবে,
  20. সাবমিট বোতামে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটি Reference ID পাবেন, এটি নোট করে রাখুন পরে স্ট্যাটাস চেক করতে কাজে লাগবে।
  21. এরপর মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আপনাকে Home অপশনে ক্লিক করতে হবে এবং আপনি এর হোম পেজে চলে আসবেন।

Aadhar Card Online Correction 2023: আর আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই, এখন বাড়িতে বসে মোবাইল দিয়ে আধার কার্ড সংশোধন করতে পারবেন

Step 2:- Mobile Number Link with Voter Card

প্রথম স্টেপে আপনাদের বলেছি যে, কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড নম্বর লিঙ্ক করবেন।

আর এই দ্বিতীয় স্টেপে বলবো কিভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করবেন। চলুন জেনে নেওয়া যাক –

  1. ☝️Home পেজে আসতে হবে বা এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে,
Voter Card Aadhaar Card and Mobile Number Link Process 2023
  1. এরপর Correction in Voter ID অপশনে ক্লিক করতে হবে, 
  2. এরপর Let’s Start বোতামে ক্লিক করতে হবে,
  3. এরপর Yes i have Voter ID Number অপশনে ক্লিক করে ভোটার কার্ড নম্বর লিখে Fetch Details অপশনে ক্লিক করতে হবে,
  4. এরপর একটি নতুন পেজ খুলে আসবে,
  5. এখানে আপনাকে Correction of Entires in Existing Electoral Roll অপশনে ক্লিক করতে হবে,
  6. এরপর Save & Continue বোতামে ক্লিক করতে হবে,
  7. এরপর Mobile NO Correction অপশন সিলেক্ট করে Save & continue বোতামে ক্লিক করতে হবে,
  8. পুনরায় আপনার মোবাইল নম্বর লিখে Send OTP অপশনে ক্লিক করতে হবে,
  9. এরপর আপনার মোবাইল একটি OTP যাবে, OTP টি সঠিকভাবে লিখে ভেরিফাই করতে হবে,
  10. এরপর আপনি মোবাইল নম্বর যোগ করতে চান তাই আপনাকে Mobile NO Correction অপশন সিলেক্ট করে Save & continue বোতামে ক্লিক করতে হবে,
  11. এরপর Yes i have Aadhaar number অপশনে ক্লিক করে আপনার আধার নম্বর লিখুন,
  12. এরপর নীচে আপনার রেজিষ্টার মোবাইল নম্বরটি শো হবে, রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে।
  13. এরপর Save & Continue বোতামে ক্লিক করতে হবে,
  14. এরপর আপনার নাম এবং place লিখে Save & Continue বোতামে ক্লিক করতে হবে,
  15. ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি পুরো প্রিভিউটা দেখতে পাবেন,
  16. এরপর আপনাকে Submit অপশনে ক্লিক করতে হবে,
  17. সাবমিট করার পর আপনি একটি Reference ID পাবেন, এটি নোট করে রাখতে হবে।
  18. পরে এটি স্ট্যাটাস চেক করতে কাজে লাগবে।

Voter ID Card Online Correction: এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড সংশোধন করে নিন

আর আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই, এখন বাড়িতে বসে মোবাইল দিয়ে আধার কার্ড সংশোধন করতে পারবেন

Voter Card Application Status Check

  • Voter Card Application Status Check করার জন্য আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে,
  • এরপর আপনাকে Track Application Status অপশনে ক্লিক করতে হবে,
  • এরপর আপনাকে আপনার রাজ্য সিলেক্ট করে Referance Number লিখে Track Status অপশনে ক্লিক করতে হবে,
  • যদি Approved দেখায় তবে বুঝবেন আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর লিঙ্ক সফলভাবে হয়ে গেছে।

Important Links

Official WebsiteClick Here
Join Our Telegram ChannelClick Here

PAN Aadhaar Link মিনিটের মধ্যে হয়ে যাবে, আজই জেনে নিন অনলাইন প্রসেস

PAN Card Reprint Order – মাত্র 50 টাকায় আপনার প্যান কার্ড পুনরায় প্রিন্ট অর্ডার করুন, পোর্টাল জারি করেছে

PVC Aadhar Card: বাড়িতে বসে আপনি নিজেই অর্ডার করুন, জানুন এই সহজ পদ্ধতি

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin