Fino Bank CSP Apply: ফিনো ব্যাঙ্কের CSP/BC নিয়ে নিজের ব্যবসা শুরু করুন, প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা আয় হবে

Fino Bank CSP Apply: নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই প্রতিবেদনে স্বাগতম। আজকের এই প্রতিবেদনে Fino Bank CSP Apply সম্পর্কে বিস্তারিত জানাবো। যদি আপনি ফিনো পেমেন্ট ব্যাঙ্ক সিএসপি নিতে চান তাহলে আপনাকে প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়তে হবে।

ফিনো পেমেন্ট ব্যাঙ্ক এমন একটি ব্যাঙ্ক যা ডিজিটাল ব্যাংকিং পরিষেবা প্রদান করে থাকে। যা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, টাকা লেনদেন করা, পাশবুক চেক করার মতো আরো অনেক সুবিধা প্রদান করে থাকে।

Fino Bank CSP খুলে আপনি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন, ব্যালেন্স চেক, টাকা লেনদেন এবং অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করতে পারবেন। তাহলে জেনে নেওয়া যাক কিভাবে Fino Bank CSP খুলবেন, এর বেনিফিট কি, সিএসপি খুলতে কি কি যোগ্যতা এবং কি কি ডকুমেন্টস লাগবে।

Fino Bank CSP Benefits

ফিনো পেমেন্ট ব্যাংক আমাদের দেশের বেকারদের ভালো চাকরির সুযোগ দেয়। শিক্ষিত যুবকরা তাদের গ্রামে এর একটি মিনি শাখা খুলে করে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকারও বেশি আয় করতে পারেন। এটি গ্রামে ব্যাঙ্কিং পরিষেবা প্রদানে খুবই সহায়তা করে এবং ব্যাঙ্কিংয়ের প্রয়োজনে লোকেদের শহরে যাওয়ার প্রয়োজন হয় না।

সিএসপি খুলে প্রতিটি লেনদেনে কমিশন পাওয়া যায়। ব্যাঙ্কিং ছাড়াও, বিল পেমেন্ট এবং অন্যান্য সুবিধাগুলিও CSP -তে পাওয়া যেতে পারে।

Fino Bank CSP খুলে কি কি পরিষেবা প্রদান করতে পারবেন?

ফিনো ব্যাঙ্ক সিএসপি খুলে আপনি গ্রাহকদের যেসমস্ত পরিষেবা প্রদান করতে পারবেন সেগুলি নিম্নলিখিত –

(১) আধারের মাধ্যমে টাকা তোলা (AEPS)।
(২) বিল পেমেন্ট।
(৩) মোবাইল এবং DTH রিচার্জ
(৪) ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসেস।
(৫) সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং।
(৬) ডোমেস্টিক মানি ট্রান্সফার।
(৭) হেলথ ইন্সুরেন্স।
(৮) ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার।
(৯) কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং।
(১০) ট্রাভেল বুকিং।
(১১) গাড়ি ইন্সুরেন্স।

Fino Bank CSP খোলার যোগ্যতা

(১) Fino Bank CSP Apply করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর।
(২) আবেদনকারীর কাছে একটি দোকান থাকতে হবে যার মাধ্যমে ফিনো ব্যাঙ্কের পরিষেবা প্রদান করতে পারবেন।
(৩) কম্পিউটার এবং ইন্টারনেটের সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

Fino Bank CSP খুলতে প্রয়োজনীয় ডকুমেন্টস

(১) মোবাইল নম্বর।
(২) ইমেইল আইডি।
(৩) পরিচয়পত্র হিসেবে আধার কার্ড/প্যান কার্ড/ভোটার কার্ড)ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
(৪) আবেদনকারীর ছবি।
(৫) ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড/বিদ্যুৎ বিল ইত্যাদি।

Fino Bank CSP Apply করবেন কিভাবে?

যদি আপনি ফিনো ব্যাঙ্ক সিএসপি বা বিসি নিতে চান তাহলে আপনাকে নিচের স্টেপগুলো ফলো আবেদন করতে হবে –

(১) প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে যেতে হবে। ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া হয়েছে।
(২) হোম পেজে থাকা MARCHANT অপশনে ক্লিক করে Merchant Registration অপশনে ক্লিক করতে হবে।
(৩) এরপর রেজিস্ট্রেশন ফর্ম খুলে আসবে। আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি, দোকানের নাম, দোকানের ঠিকানা, পিন কোড সঠিকভাবে লিখে Apply Now অপশনে ক্লিক করতে হবে।
(৪) এরপর Fino Bank -এর তরফ থেকে আপনার সঙ্গে শীঘ্রই যোগাযোগ করবে।
(৫) এরপর পরবর্তী প্রক্রিয়া এবং ডকুমেন্ট পাঠাতে হবে, যার পারে আপনার Fino Bank CSP খুলে যাবে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Official WebsiteVisit Now
More UpdatesVisit Now

FAQs

What is the full form of CSP?

Corporate Salary Package (CSP)

What documents required for Fino?

Documents Required to apply for Fino Payments Bank CSP: Aadhar Card, PAN CArd, Driving Licence etc.

What is KYC full name?

Know Your Customer (KYC)

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin