কতবার বদলাতে পারবেন আধার কার্ডের তথ্য। জেনে নিন বিস্তারিত

দেশে প্রত্যেক নাগরিকের কাছে আধার কার্ড থাকা আবশ্যক। যদি আপনার আধার কার্ড না থাকে তবে সরকারি কোনো সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাই প্রত্যেক নাগরিকের কাছে আধার কার্ড থাকা আবশ্যক। এর পাশাপাশি আধার কার্ডের নিজের ব্যক্তিগত তথ্য সঠিক থাকাও আবশ্যক। এখন অনলাইনের মাধ্যমে আধার কার্ড সংশোধন করার পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন

কিন্তু আধার কার্ডে নাম, ঠিকানা, জন্ম তারিখ যতবার খুশি পরিবর্তন করতে পারবেন তা নয়, এর এক সীমা রয়েছে। অনলাইনের মাধ্যমে আধার কার্ড সংশোধন বা আপডেট (Aadhaar Card Update) করতে পারবেন, তার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। যদি লিঙ্ক না থাকে তবে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে লিঙ্ক করতে পারেন। এছাড়া বর্তমানে পোস্ট অফিসেও আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক হচ্ছে, আপনি চাইলে আপনার নিকটবর্তী পোস্ট অফিস এ যোগাযোগ করতে পারেন।

আপনি আপনার আধার কার্ডের ব্যাক্তিগত তথ্য কতবার আপডেট করতে পারবেন, তা নীচে আলোচনা করেছি।

Aadhaar-PAN Card-DL হারানো, ভাঙার ঝামেলা শেষ! Digilocker এ সেভ করে রাখুন সমস্ত ডকুমেন্টস

আধার কার্ডের তথ্য কতবার বদলাতে করতে পারবেন?

  • UIDAI এর অনুসারে আপনি আপনার আধার কার্ডে নাম শুধুমাত্র ২ বার বদলাতে পারবেন।
  • আপনি আপনার আধার কার্ডে জন্ম তারিখ (DOB) শুধুমাত্র ১ বারই পরিবর্তন করতে পারবেন। বিশেষ ক্ষেত্রে কিছু করা যেতে পারে।
  • আর আপনার ঠিকানা এবং “Care of” পরিবর্তন করার কোনো সীমা নেই। আপনি যতবার খুশি পরিবর্তন করতে পারবেন।

স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন করুন, জেনে নিন বিস্তারিত পদ্ধতি।

আধার কার্ডের তথ্য আপডেট করতে কত টাকা খরচ হবে?

  • আধার কার্ডে নাম, ঠিকানা, জন্ম তারিখ আপডেট করতে মাত্র ৫০ টাকা (GST সহ) খরচ হবে।
  • আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করতে ১০০ টাকা (GST সহ) খরচ হবে।
  • আধার কার্ড ডাউনলোড করতে কোনো চার্জ লাগে না।
  • PVC আধার কার্ড অর্ডার করতে ৫০ টাকা চার্জ লাগে। যদি PVC আধার কার্ড অর্ডার করতে চান তবে এখানে ক্লিক করুন

PAN Aadhaar Link মিনিটের মধ্যে হয়ে যাবে, আজই জেনে নিন অনলাইন প্রসেস

এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড সংশোধন করে নিন

📌 আধার কার্ডে পুরোনো ছবি পছন্দ হচ্ছে না, বদলান এই সহজ উপায়ে

📌 31 মার্চের মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করলে, এই 20 টি জরুরি কাজ করতে পারবেন না

📌 পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

📌 বাঁকুড়া জেলায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করুন এক্ষুনি

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin