আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক বা পরিবর্তন করবেন কিভাবে? জানুন সহজ উপায়

Updated on:
Mobile Number Change In Aadhaar Card

আজকের দিনে আমাদের গুরুত্বপূর্ন নথিগুলোর মধ্যে এক অন্যতম গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে নতুন সিম কার্ড কেনা, রেশন তোলা, কোনো পরীক্ষার বা কলেজ ও ইউনিভার্সিটির ফর্ম ফিলাপ করা বা কোনোও প্রকল্পের সুবিধা নিতে, সর্বত্র প্রয়োজন পড়ে আধার কার্ড। ২০০৯ সালে প্রথম চালু হওয়ার পর থেকে ভারতের নাগরিক হিসেবে প্রমাণপত্রের সবচেয়ে গুরুত্বপূর্ন হয়ে উঠেছে আধার কার্ড।

- Advertisement -

আজকাল প্রায় বেশিরভাগ কাজেই ব্যবহৃত হয় আধার কার্ড। অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় বা কোনো সরকারি প্রকল্পে রেজিস্ট্রেশন করার সময় আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে OTP আসে এবং সেই ওটিপি প্রয়োজন হয় বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে। এরজন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা আবশ্যক। 

কোনো কারণে মোবাইল নম্বর পরিবর্তন করতে হলে একইসাথে আধার কার্ডের সাথে নতুন মোবাইল নম্বর লিঙ্ক করা হয়ে পড়ে আবশ্যক। আবার অনেকসময় অনেকের আধার লিংকড মোবাইল নম্বর হারিয়ে বা বন্ধ হওয়ার ফলে খুব সমস্যায় পড়েন। বা যারা এখনও পর্যন্ত আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করেননি। তবে চিন্তার কোনো কারণ নেই। আজকের এই প্রতিবেদনে আমরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক বা পরিবর্তন করার সম্পূর্ন পদ্ধতি বিস্তারিত আলোচনা করেছি, তার জন্য আপনাকে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়তে হবে।

- Advertisement -

কিভাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক অথবা পরিবর্তন করার সহজ উপায়

Mobile Number Change in Aadhaar Card: আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে –

- Advertisement -

আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক অথবা পরিবর্তন করার জন্য সবার প্রথমে আপনাকে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে। এবং অফিসারদের বলতে হবে আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করে দেওয়ার জন্য। এরপর আপনাকে পরবর্তী প্রসেস বলবে তা সম্পন্ন করুন। এরপর আপনাকে মোবাইল নম্বর আপডেটের জন্য মাত্র ৫০ টাকা ফি দিতে হবে। এরপর আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক বা পরিবর্তন হয়ে যাবে।

এই প্রসেস ছাড়া আপনি আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush