Voter Card Aadhaar Link West Bengal 2023: ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার খুব সহজ উপায় দেখে নিন

Voter Card Aadhaar Link West Bengal: আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্কিং-এর উপর ভিত্তি করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নির্বাচন কমিশনের প্রস্তাবিত একটি প্রস্তাব বিবেচনা করার পরে, এই প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। যেখানে নির্বাচনী সংস্কারের উদ্দেশ্যে আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড লিঙ্ক করার অনুমতি দেওয়া হয়েছিল। এর আগে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক হয়েছিল।

ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা কি প্রয়োজনীয়?

আমরা আপনাকে বলে রাখি যে 2015 সাল থেকে নির্বাচন কমিশনের দাবি ছিল আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করা উচিত। Voter Card Aadhaar Link করার জন্য নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনী আইন সংশোধন এবং প্রমাণীকরনের কাজ চালু করেছিল। এতে বলা হয়েছে যে আধার লিঙ্কিং করলে এক ব্যক্তির নামে একাধিক ভোটার আইডি কার্ড বাদ হয়ে যাবে। যাইহোক, সেই সময়ে এটি কার্যকর হয়নি কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে কল্যাণমূলক প্রকল্পগুলি পাওয়ার জন্য আধার ব্যবহার ঐচ্ছিক হবে। নির্বাচন কমিশন তখন তাদের প্রস্তাব সংশোধন করে এবং বলে যে লিঙ্কিং ঐচ্ছিক হবে। সংসদে বিল পাস হলেও বিধানটি ঐচ্ছিক থাকবে।

ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করলে কী সুবিধা হবে?

প্রায়শই দেখা গেছে, কোনো ব্যক্তির নাম এক শহরের ভোটার তালিকায় থাকলেও কাজের সুবাদে দীর্ঘদিন অন্য শহরে বসবাস করলে ওই ব্যক্তি ওই শহরে আবার একটি ভোটার আইডি কার্ড বানিয়ে নেয়। এমতাবস্থায় তার দুই জায়গায় ভোটার তালিকায় নাম হলেও এখন আধার যুক্ত হওয়ার ফলে একজন ভোটারের নাম শুধুমাত্র একটি জায়গার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। তবে ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। অর্থাৎ, আপনি আপনার ইচ্ছানুযায়ী Voter Card Aadhaar Link লিঙ্ক করতে পারেন।

এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড সংশোধন করে নিন

Voter Card Aadhaar Link করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার 3 টি উপায়

অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে, মোবাইল থেকে SMS এর মাধ্যমে এবং নিকটবর্তী কোনো CSC সেবা কেন্দ্রে গিয়ে।

জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন কিভাবে? জেনে নিন সম্পূর্ন পদ্ধতি

ওয়েবসাইটের মাধ্যমে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক কিভাবে করে?

Voter Card Aadhaar Link করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে –

১) সবার প্রথমে আপনাকে voterportal.eci.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর যদি আপনি আগে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন, আর যদি না থাকে তাহলে আপনাকে Create an Account বিকল্পে ক্লিক করতে হবে।

৩) Create an Account: এরপর আপনাকে এখানে অ্যাকাউন্ট বানাতে হবে। এটা বানানো খুব সহজ। এখানে আপনি আপনার ইমেইল আইডি অথবা মোবাইল নাম্বার লিখে Send OTP করুন। OTP ভেরিফাই করুন এবং আপনার পাসওয়ার্ড তৈরি করুন।

মনে রাখবেন- পাসওয়ার্ড তৈরি করার সময়, মনে রাখবেন যে প্রথম অক্ষরটি বড় আকারের হবে, যার সাথে আপনাকে কিছু সংখ্যা এবং বিশেষ অক্ষর যোগ করে কমপক্ষে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। যেমন- Infonet@123

৪) Account বানানোর পর আপনাকে Login করতে হবে। আপনার তৈরি করা পাসওয়ার্ড লিখে আপনাকে Login করতে হবে। লগইন করার পর আপনাকে Feed Your Aadhaar Number বিকল্পে ক্লিক করতে হবে।

৫) এখন আপনাকে আপনার আধার কার্ডের নাম্বার, ভোটার আইডি কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, ইমেইল আইডি লিখে Submit বিকল্পে ক্লিক করতে হবে। এইভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন।

মনে রাখবেন: আধার লিঙ্ক করতে, আপনার আধারের সাথে লিঙ্ক থাকা একই মোবাইল নম্বর ব্যবহার করুন। অন্যথায় এই প্রক্রিয়া সম্পন্ন হবে না। ধন্যবাদ।

SMS এর মাধ্যমে ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি

প্রথম পদ্ধতিতে, আমরা ওয়েবসাইটের মাধ্যমে Voter Card Aadhaar Link করার উপায় বলেছিলাম। এখন দ্বিতীয় উপায়ে, আমরা আপনাকে বলবো মোবাইলের SMS এর মাধ্যমে Voter Card Aadhaar Link করার উপায়।

  • প্রথমে আপনাকে মোবাইলের Message বক্সে যেতে হবে।
  • এখন মেসেজ লিখুন <EPIC NUMBER অথবা Voter ID Card Number> <SPACE> <Aadhaar Number> অর্থাৎ (এপিক নাম্বার বা আপনার ভোটার আইডি কার্ড নাম্বার লিখুন, তারপর একটি স্পেস দিন, এখন আপনার আধার নাম্বার লিখুন)
  • এরপর আপনাকে 166 বা 51959 নাম্বারে মেসেজ পাঠাতে হবে।
  • মেসেজ পাঠানো হলেই আপনার ভোটার এবং আধার লিঙ্ক হয়ে যাবে।

Voter Card Aadhaar Link করার অন্য একটি সহজ উপায়

আপনি যদি নিজে অনলাইনের মাধ্যমে আধার এবং ভোটার লিঙ্ক করতে পারছেন না, তবে আপনি আপনার নিকটবর্তী অনলাইন সেবা কেন্দ্রে গিয়ে এটি সহজেই করতে পারেন। এর জন্য আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আধারের সঙ্গে লিঙ্কড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনার সঙ্গে রাখুন।

Swasthya Sathi Card: স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন করুন, জেনে নিন বিস্তারিত পদ্ধতি।

FAQ’s of Voter Card Aadhaar Link

আধার এবং ভোটার লিঙ্ক করা কি বাধ্যতামূলক?

এখন এটি বাধ্যতামূলক নয়। বিধান অনুযায়ী স্বেচ্ছায় রাখা হয়েছে।

Aadhaar Card Voter ID Card Link করতে কি কোনো চার্জ লাগছে?

নিজে করলে কোন প্রকার চার্জ লাগবে না। কিন্তু আপনি যদি সেবা কেন্দ্রে গিয়ে লিঙ্ক করেন তবেই আপনাকে তাদের ফি দিতে হবে।

কিভাবে আধার এবং ভোটার লিঙ্ক করবেন?

ভোটার কার্ড লিঙ্ক করতে 2টি পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথম উপায়ে, আপনি অফিসিয়াল ওয়েবসাইট voterportal.eci.gov.in-এ গিয়ে লিঙ্ক করতে পারেন, দ্বিতীয় উপায়ে আপনি SMS এর মাধ্যমে এটি করতে পারেন।

কিভাবে মোবাইলের SMS এর মাধ্যমে আধার ভোটার লিঙ্ক করবেন?

মোবাইলে SMS এর মাধ্যমে আধার এবং ভোটার লিঙ্ক করতে, আপনাকে <EPIC NUMBER অথবা Voter ID Card Number> <SPACE> <Aadhaar Number> লিখে 166 বা 51959 পাঠাতে হবে।

ডাউনলোড করুন নিজের ডিজিটাল ভোটার কার্ড। জেনে নিন পদ্ধতি

আরও পড়ুন

Click here

অনলাইনে ভোটার কার্ড সংশোধন কিভাবে করবেন ? জেনে নিন

নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন করুন মোবাইল দিয়ে, নতুন পদ্ধতি দেখে নিন

প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করুন নাহলে পরে খুব সমস্যায় পড়তে পারেন

মাত্র 5 মিনিটে বিনামূল্যে প্যান কার্ড কিভাবে বানাবেন

Aadhaar Card Correction Online : এখন বাড়িতে বসে আধার কার্ড সংশোধন করুন। আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই।

স্টেট ব্যাঙ্ক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অনলাইনে কিভাবে খুলে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin