Aadhaar Card New Rules: বিরাট বড়ো খবর, আধার সংস্থা UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) দ্বারা আধার কার্ড সংক্রান্ত একটি নতুন আপডেট জারি করা হয়েছে। যার অধীনে যদি আপনার কোনও ডকুমেন্টের বৈধতা শেষ হয়ে যায়, তবে আপনাকে তার জায়গায় একটি নতুন বৈধ ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। আপনার আধার কার্ডের তথ্য আরও শক্তিশালী ও নিখুঁত রাখার জন্য আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে। Aadhaar Card Document Update করার জন্য আপনাকে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে।
আপনাকে বলে রাখি, আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার জন্য আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বার প্রস্তুত রাখতে হবে, কারণ আধার পোর্টালে লগইন করতে লিঙ্ক থাকা OTP যাচাইকরণ করতে হবে। এই জন্য আধার লিঙ্ক মোবাইল নাম্বার প্রস্তুত রাখতে হবে।
আর্টিক্যালের শেষে, আমরা আপনাকে Quick Link -এর সুবিধা প্রদান করব, যাতে আপনি এটির সম্পূর্ণ সুবিধা নিতে পারেন।
Aadhar Card Update Document in Bengali – Overview
Name of the Authority | Unique Identification Authority of India (UIDAI) |
Name of Article | Aadhaar Card Update Document Process in Bengali (Aadhaar Card New Rules) |
Type of Article | Latest Update |
New Rules? | All Aadhaar card holders have to upload new documents as per the new rules |
Process Mode | Online |
Charges | ₹25 |
Requirments | Aadhaar Number, Aadhaar Linked Mobile Number for OTP Verification |
Official Website | Click Here |
Aadhar Card Update Document করার প্রক্রিয়া:
সকল আধার কার্ড ধারক যারা নিজের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট (Aadhar Card Document Update) করতে চান তাহলে আপনাকে এই পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে, যা নিম্নরূপ –
(1) সবার প্রথমে আপনাকে My Aadhaar ওয়েবসাইটে আসতে হবে, এরপর Login অপশনে ক্লিক করে পোর্টালটি লগইন করতে হবে।
(2) এরপর আপনার নিজের আধার নাম্বার ও নীচে দেওয়া ক্যাপচা কোডটি হুবুহু লিখে Send OTP -তে ক্লিক করতে হবে। যেমনটি আপনি নীচের ছবিতে দেখতে পাচ্ছেন –

(3) আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারে একটি OTP আসবে, সেটি লিখে Login -এ ক্লিক করলে পোর্টালটি লগইন হয়ে যাবে।
(4) এরপর Service সেকশনের একেবারে শেষপ্রান্তে “Document Update” অপশনে ক্লিক করে Next -এ ক্লিক করতে হবে।
(5) আবার Next অপশনে ক্লিক করতে হবে। এরপর একটু নীচের দিকে স্ক্রল করে “I verify that above details are correct” লেখাটিতে টিক করে দিতে হবে।
(6) এরপরে নীচের দিকে Please Upload Proof of Identity (POI) -লেখাটির নীচে Select Valid Supporting Document Type অপশনে গিয়ে আপনি যেই ডকুমেন্টটি আপলোড করতে চান সেটি সিলেক্ট করতে হবে।
(7) এরপরে View Details & Upload Document -এ ক্লিক করে স্ক্যান ডকুমেন্টটি আপলোড করতে হবে।
(8) একইভাবে Please Upload Proof of Address (POA) লেখাটির নীচে Select Valid Supporting Document Type অপশনে গিয়ে একটি ডকুমেন্টস সিলেক্ট করে ডকুমেন্টটি আপলোড করতে হবে।
(9) এরপরে নীচে থাকা I hereby give my consent… এরকম লেখাটিতে টিক দিয়ে Next অপশনে ক্লিক করতে হবে।
(10) এরপর আপনাকে অনলাইনের মাধ্যমে 25 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে আপনি Acknowledgement Slip দেখতে পাবেন, আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন।
এই পদক্ষেপগুলো অনুসরণ করে আধার কার্ড ডকুমেন্ট আপডেট প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আপনি চাইলে একই ওয়েবসাইটে (My Aadhaar) গিয়ে লগইন করে নীচে Requests -এ গিয়ে স্ট্যাটাস চেকও করতে পারেন।
New Aadhaar Card for Children : শিশুদের জন্য আধার কার্ড বানান এই সহজ পদ্ধতিতে
UIDAI -এর পক্ষ থেকে সকলকে এই ডকুমেন্টস আপডেট করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই ডকুমেন্টস আপডেট প্রক্রিয়াটি এখনও বাধ্যতামূলক হয়নি। আপনি চাইলে ডকুমেন্টস আপডেট নাও করতে পারেন। তবে নিজের আধার আরও নিখুঁত এবং সুরক্ষিত করে রাখার জন্য এই কাজটি করে রাখাই ভালো।
আমরা আশা করছি যে, আপনি আমাদের এই আর্টিক্যালটি খুব পছন্দ করেছেন। ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি Google News -এ ফলো করুন এবং আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।
Birth Certificate Online Apply: জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন কিভাবে? জেনে নিন সম্পূর্ন পদ্ধতি
Aadhaar Card New Rules- Quick Links
Official Website | Click Here |
Join Our Telegram Channel | Click Here |
FAQ of Aadhaar Card Document Update in Bengali
Q1: আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে কত টাকা চার্জ লাগবে?
Ans: আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে 25 টাকা চার্জ লাগবে।
Q2: আধার কার্ড ডকুমেন্ট আপডেট নিজের মোবাইল দিয়ে করতে পারবো?
Ans: হ্যাঁ, আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে পারবেন।
Q3: আধার কার্ড ডকুমেন্ট আপডেট করা বাধ্যতামূলক?
Ans: UIDAI সকলকে এই ডকুমেন্টস আপডেট করার বিষয়ে পরামর্শ দিয়েছে। তবে এই ডকুমেন্টস আপডেট প্রক্রিয়াটি এখনও পর্যন্ত বাধ্যতামূলক হয়নি। আপনি চাইলে ডকুমেন্টস আপডেট নাও করতে পারেন। আপডেট করাটাই ভালো কারন এতে আধার আরও নিখুঁত এবং সুরক্ষিত থাকবে।
Aadhaar Card for Children: শিশুদের জন্য আধার কার্ড বানান এই সহজ পদ্ধতিতে