আধার কার্ডে পুরোনো ছবি পছন্দ হচ্ছে না, বদলান এই সহজ উপায়ে | Aadhaar Card Photo Update

Aadhaar Card Photo Update: আধার কার্ড শুধুমাত্র আপনার পরিচয়পত্র নয়। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে স্কুল কলেজে ভর্তি ছাড়াও সরকারি প্রকল্পের সুবিধা নিতে কাজে লাগে এই কার্ড (Aadhaar Card)। সেই কারণে দেশের নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে এই কার্ড। আপনি যদি এই কার্ডে আপনার পুরনো ছবি পরিবর্তন (Aadhaar Card Photo Update) করতে চান তাহলে মেনে চলুন এই পদক্ষেপ।

Aadhaar Card: বদলাতে পারবেন আপনার ছবি

সময়ে সময়ে আধার কার্ডের নথি আপডেট করতে বলে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। আধার কার্ড ব্যবহারকারী ব্যাক্তিদের মোবাইল নাম্বার সহ ঠিকানা পরিবর্তন হলে তা আপডেট করতে বলে এই সংস্থা। সেক্ষেত্রে আধার কার্ডে যদি আপনার পুরোনো ছবি পছন্দ না হয়, তবে তা পরিবর্তন করতে পারবেন। মনে রাখবেন, আধার কার্ডে ছবি পরিবর্তন (Aadhaar Card Photo Update) করার জন্য কোনো অনলাইন প্রক্রিয়া নেই। এই ক্ষেত্রে আপনাকে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে প্রক্রিয়াটি সম্পূর্ন করতে হবে।

আধার কার্ডে নিজের ছবি কিভাবে পরিবর্তন করে / আপডেট করে

আপনি আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ড দেওয়া তথ্য আপডেট করতে পারেন। আধার কার্ডে নিজের ছবি পরিবর্তন (Aadhaar Card Photo Update) করার জন্য নীচে দেওয়া পদক্ষেপগুলো অনুসরণ করুন –

  1. Aadhaar Card Photo Update করার জন্য প্রথমে আপনাকে UIDAI ওয়েবসাইটের ask.uidai.gov.in এ যেতে হবে।
  2. এরপর আপনাকে Resident Type নির্বাচন করতে হবে INDIAN RESIDENT
  3. এরপর Login by বিকল্পে Mobile Number নির্বাচন করে নীচে আপনার মোবাইল নাম্বার লিখুন এবং Captcha লিখে Send OTP বিকল্পে ক্লিক করুন।
  4. আপনার মোবাইল নাম্বারে একটি OTP পাঠানো হয়েছে, ওই OTP লিখে Submit OTP & Proceed বিকল্পে ক্লিক করুন।
  5. Submit করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে, যেখানে Aadhaar Update বিকল্পে ক্লিক করুন।
  1. এরপর Document Based Update বিকল্পে ক্লিক করুন।
  2. এরপর আপনার নাম এবং আধার নাম্বার লিখতে হবে। এরপর Resident type – “INDIAN RESIDENT”
  3. এরপর আপনি আপনার ছবি পরিবর্তন করতে চান তাই Biometriscs বিকল্প চিহ্নিত করতে হবে, এছাড়া আপনি যদি আধার কার্ডে অন্যান্য তথ্য আপডেট করতে চান তা একই সঙ্গে নির্বাচন করুন। এরপর Proceed বিকল্পে ক্লিক করুন।
  4. এখানে আপনি আপনার নাম, আধার নাম্বার দেখতে পাবেন এবং এরপর আপনাকে Save & Proceed বিকল্পে ক্লিক করুন।
  5. এরপর Consent টিক চিহ্ন দিয়ে Proceed করুন এবং এরপর Book Appointment বিকল্পে ক্লিক করুন।

মোবাইল দিয়ে অনলাইনে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করুন

  1. এরপর আপনার রাজ্য, জেলা, পোস্ট অফিস ও গ্রাম সিলেক্ট করে Get Details বিকল্পে ক্লিক করে Book Appointment বিকল্পে ক্লিক করুন।
  2. এরপর আপনাকে Date, Time সিলেক্ট করতে হবে। যে তারিখে আপনি ছবি পরিবর্তন করতে যাবেন।
  3. এরপর 100 টাকা চার্জ চাইবে (আপনি এখানে pay করতে পারেন, নাহলে আধার কেন্দ্রে গিয়ে pay করতে পারেন।
  4. এরপর Aadhaar Update Form পাবেন, তা প্রিন্ট করে নিতে হবে।
  5. এরপর নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে এই ফর্মটি জমা দিন।
  6. সেখানে আধার কেন্দ্রের কর্মচারীরা আপনার বায়োমেট্রিক বিবরণ নেবে।
  7. আপনার ছবিও আধার কেন্দ্রের কর্মচারীরা তুলবেন।
  8. যদি পেমেন্ট না করে থাকেন, তাহলে আধার কেন্দ্রে পেমেন্ট করুন।
  9. এরপর আপনি আধার কেন্দ্র থেকে URN সহ একটি স্লিপ পাবেন।
  10. আপনার আধার কার্ডের ছবি পরিবর্তন (Aadhaar Card Photo Update) হয়েছে কিনা তা পরীক্ষা করতে এই URN নাম্বার ব্যবহার করতে পারেন।

আর আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই, এখন বাড়িতে বসে মোবাইল দিয়ে আধার কার্ড সংশোধন করতে পারবেন

আধার কার্ড আপডেটের স্থিতি পরীক্ষার প্রক্রিয়া

  1. প্রথমে আপনাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে uidai.gov.in
  2. এরপর “Check Aadhaar Update Status” বিকল্পে ক্লিক করুন।
  3. এরপর URN নাম্বার লিখুন এবং ক্যাপচা লিখে Submit করলেই আপনার আধার কার্ড আপডেটের স্থিতি দেখতে পাবেন।

মাত্র 50 টাকায় আপনার প্যান কার্ড পুনরায় প্রিন্ট অর্ডার করুন, পোর্টাল জারি করেছে

আপডেট করা আধার কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া

আপনার আধার কার্ড আপডেট হওয়ার পর আপনি এটিকে অনলাইনে ডাউনলোড করতে পারেন। আপনি নীচে দেওয়া পদক্ষেপগুলোর সাহায্যে আপডেট করা আধার কার্ড ডাউনলোড করতে পারেন।

  1. সবার প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে uidai.gov.in
  2. এরপর “Download Aadhaar” বিকল্পে ক্লিক করুন।
  3. এরপর আপনার সামনে নতুন পেজ খুলে আসবে, এখানে আপনার আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি বা ভার্চুয়াল আইডি লিখুন।
  4. ক্যাপচা লিখুন এবং Send OTP বিকল্পে ক্লিক করুন।
  5. আপনার রেজিষ্টার নাম্বারে OTP আসবে, এটি লিখুন।
  6. মাস্ক আধার কার্ড নিতে চাইলে চেক বক্সে ক্লিক করুন।
  7. এরপর “Verify & Download” বিকল্পে ক্লিক করে আপনার আধার কার্ডের PDF ডাউনলোড করুন।

সবশেষে, আমরা আশা করি আপনারা অবশ্যই আমাদের এই আর্টিক্যালটি পছন্দ করেছেন, যার জন্য আপনি আমাদের এই আর্টিক্যালটিতে লাইক, শেয়ার এবং মন্তব্য করবেন।

এই ধরনের আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি Google News -এ ফলো করুন এবং আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে

Important Links

UIDAI Official WebsiteClick here
Join Telegram ChannelClick here
Join WhatsApp GroupClick here
Home Page ↗️Click here

আরও পড়ুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin