Ration Card Aadhaar Link : পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক এবং মোবাইল নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে। এই প্রক্রিয়াটি Ration E-KYC নামেও পরিচিত। এই প্রক্রিয়াটি অনলাইন এবং অফলাইন উভয়ই করা যেতে পারে।
আমরা এই আর্টিক্যালে আলোচনা করেছি যে, আপনি কীভাবে অনলাইনে রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন। তাহলে চলুন বিস্তারিত পদ্ধতি জেনে নেওয়া যাক…
এছাড়া এর পাশাপাশি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক আছে কিনা আপনি দেখে নিতে পারেন।
প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?
Ration Card Correction – রেশন কার্ডের ভুল সংশোধন করুন মাত্র কয়েক মিনিটে, জেনে বিস্তারিত পদ্ধতি।
রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করতে প্রয়োজনীয় ডকুমেন্টস
১) আধার কার্ডের নাম্বার
২) মোবাইল নাম্বার
৩) রেশন কার্ডের নাম্বার এবং ক্যাটাগরি
প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশিত হলো, আপনার নাম রয়েছে কিনা এইভাবে চেক করুন
রেশন কার্ড সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করার পদ্ধতি
আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক ( Ration Card Aadhaar Link ) এবং মোবাইল নম্বর লিঙ্ক করতে, নীচে দেওয়া স্টেপগুলি অনুসরণ করতে হবে –
১) প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in এ যেতে হবে,
২) এরপর RATION CARD অপশনে ক্লিক করতে হবে,
৩) ক্লিক করার পর অনেকগুলি অপশন দেখতে পাবেন, এখানে নিচের দিকে থাকা Link Aadhaar and Mobile No. with Ration Card অপশনে ক্লিক করতে হবে,

৪) এরপর আপনার রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করে আপনার রেশন কার্ডের নাম্বার লিখে Search অপশনে ক্লিক করতে হবে,
৫) এরপর আপনার রেশন কার্ড ডিটেলস স্ক্রিনে দেখতে পাবেন,
৬) এরপর আপনাকে দেখতে হবে আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর আগে থেকে লিঙ্ক আছে কিনা। যদি না থাকে তবে নিচের স্টেপগুলো ফলো করতে হবে,
৭) এরপর নীচে দুটি অপশন দেখতে পাবেন, একটি হলো Link aadhaar and mobile number আর একটি হলো Update only mobile number, আপনি যদি আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করতে চান তবে আপনাকে প্রথম অপশনটি সিলেক্ট করতে হবে, আর যদি শুধুমাত্র মোবাইল নম্বর লিঙ্ক করতে চান তবে দ্বিতীয় অপশন সিলেক্ট করতে হবে,
৮) এরপর আধার নাম্বার লিখে Send OTP অপশনে ক্লিক করতে হবে,
৯) এরপর আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারে একটি OTP আসবে, সেই OTP টি নির্দিষ্ট জায়গায় লিখে Submit অপশনে ক্লিক করতে হবে,
১০) আপনার সামনে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস দেখতে পাবেন,
১১) এরপর Verify and Submit অপশনে ক্লিক করতে হবে,
১২) এরপর আপনাকে জিজ্ঞাসা করা হবে “Do You want to update your mobile number?”, যদি আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চান তাহলে Yes করে নতুন মোবাইল নাম্বারটি লিখে করে Send OTP অপশনে ক্লিক করতে হবে,
১৩) এরপর আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে সেটি সঠিক স্থানে লিখে Verify and Submit অপশনে ক্লিক করতে হবে,
১৪) এরপর আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে অর্থাৎ আপনার রেশন কার্ড e-KYC সফলভাবে সম্পন্ন হবে।
উপরের সমস্ত স্টেপস ফলো করে আপনি খুব সহজেই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন। পশ্চিমবঙ্গে অনলাইনে আপনার রেশন ই-কেওয়াইসি সম্পন্ন করার এটিই হল সবচেয়ে সহজ পদ্ধতি।
এই ধরনের আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি Google News -এ ফলো করুন এবং আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
PAN Aadhaar Link: প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করুন নাহলে পরে খুব সমস্যায় পড়তে পারেন
[2023] নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন করুন মোবাইল দিয়ে, নতুন পদ্ধতি দেখে নিন
New PAN Card Online Apply: মাত্র 10 মিনিটে বানিয়ে নিন নতুন PAN CARD, জেনে নিন কিভাবে ?
Aadhaar Card Photo Update: আধার কার্ডে পুরোনো ছবি পছন্দ হচ্ছে না, বদলান এই সহজ উপায়ে
Swasthya Sathi Card: স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন করুন, জেনে নিন বিস্তারিত পদ্ধতি।