PM Awas Yojana New List 2022-2023 : প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশিত হলো, আপনার নাম রয়েছে কিনা এইভাবে চেক করুন

PM Awas Yojana New List 2022-2023: খাদ্য, বস্ত্র ছাড়াও মানুষের অন্যতম মৌলিক চাহিদা হল বাসস্থান। কিন্তু সারা ভারতে অনেক মানুষ তাদের আর্থিক দুর্দশার কারণে, খাদ্য ও বস্ত্রের জোগান করতে পারলেও, কিন্তু একটি সুরক্ষিত বাসস্থান অর্থাৎ পাকা বাড়ির নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারেন না। যার কারণে ঝড়, বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে মানুষকে নানান সমস্যায় পড়তে হয়। ভারতের সাধারণ মানুষের জন্য সুরক্ষিত বাসস্থান অর্থাৎ পাকা বাড়ির নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেন্দ্রীয় সরকার দ্বারা প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) কার্যকর করা হয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গ সহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, মেঘালয়, মনিপুর, ওড়িশা, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড,পাঞ্জাব, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পণ্ডিচেরি, দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, লাদাখ, অরুণাচল প্রদেশ, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, গোয়া, তামিনাড়ু এই রাজ্যগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় রয়েছে। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে পাকা বাড়ি তৈরির জন্য কারা অনুদান পাবেন তার তালিকা প্রকাশ করা হয়েছে। তারপর থেকেই কীভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা পরীক্ষা করবেন তা নিয়ে জনসাধারণ অনেক সমস্যায় পড়েছেন। তাই আজকে আমরা এই আর্টিক্যালে আপনাদের সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি যে, কিভাবে আপনারা বাড়িতে বসে কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে পাকা বাড়ি তৈরির জন্য টাকা পাবেন কিনা তা দেখতে পারবেন (PM Awas Yojana New List)।

Good News: এইমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গেল | Krishak Bandhu Payment Released Today

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কার্যকরী প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পটির অনুদান প্রদানের ক্ষেত্রে সুবিধার জন্য প্রকল্পটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, যথা –

(ক) প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ (PMAY-G)
(খ) প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহর (PMAY-U)

PM Kisan eKYC Last Date New Update: এগিয়ে আসছে E-KYC করার শেষ দিন, আপনি বাড়িতে বসেই এই কাজটি সম্পন্ন করতে পারবেন

(ক) প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ (PMAY-G) এর তালিকা চেক করার প্রক্রিয়া

আপনি বাড়িতে বসে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (PMAY-G) এর লিস্ট চেক করতে পারবেন। তালিকা চেক করার প্রক্রিয়া নিম্নলিখিত –

১) আপনাকে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (PMAY-G) এর অফিসিয়াল ওয়েবসাইটে pmayg.nic.in যেতে হবে।
২) এরপর হোম পেজে থাকা Menu অপশনে ক্লিক করলেই আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন, তার মধ্যে থেকে “Awaassoft* অপশনটিতে ক্লিক করতে হবে।
৩) এরপর আপনার সামনে আবার অনেকগুলি অপশন আসবে, তার মধ্যে থেকে “Report” অপশনটিতে ক্লিক করতে হবে।
৪) এরপরআপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। এই নতুন পেজটির Social Audit Reports সেকশনে “Beneficiary details for verification” অপশনে ক্লিক করতে হবে।
৫) এরপর আপনাকে Selection Filters সেকশনে থাকা লিস্ট থেকে আপনার রাজ্য, জেলা গ্রাম, ব্লকের নাম সিলেক্ট করতে হবে।
৬) এরপর আপনি যে বছরের তালিকা দেখতে চাইছেন সেটি সিলেক্ট করতে হবে।
৭) এরপর স্কিমের অপশনগুলির মধ্যে “Pradhan Mantri Awas Yojana Gramin” সিলেক্ট করতে হবে।
৮) সর্বশেষে সঠিকভাবে ক্যাপচা কোড পূরণ করে “Submit” অপশনে ক্লিক করলেই, আপনি আপনার এলাকায় কারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনুদান পাওয়ার ক্ষেত্রে নির্বাচিত হয়েছেন তাদের নামের তালিকা দেখতে পাবেন।

(খ) প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহর (PMAY-U) এর তালিকা চেক করার প্রক্রিয়া

গ্রামের মতোই প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহর এর তালিকা আপনারা বাড়িতে বসেই কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করলেই দেখতে পাবেন। পদ্ধতিগুলি নিম্নলিখিত –

১) প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর এর অফিসিয়াল ওয়েবসাইট pmaymis.gov.in যেতে হবে।
২) এরপর হোম পেজে থাকা Menu অপশনে ক্লিক করলেই আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন, তার মধ্যে থেকে “Search Beneficiary” অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর আপনার সামনে একটি নতুন পেজ আসবে। পেজটিতে আপনার আধার নাম্বারটি সঠিকভাবে লিখতে হবে।
৪) সর্বশেষ “Submit” অপশনটি ক্লিক করলেই আপনি অনুদান পেতে নির্বাচিত হয়েছেন কিনা তা জানতে পারবেন।

Ration Card Aadhaar Link: পশ্চিমবঙ্গের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন বিনামুল্যে, জেনে নিন এই সহজ পদ্ধতি

আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) অধীনে পাকা বাড়ি নির্মাণের জন্য অনুদানের জন্য আবেদন করেন, তাহলে আপনি এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করে আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে কিনা তাও পরীক্ষা করতে পারেন। যদি আপনার নামও প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্বাচিত হয় তবে আপনিও এই স্কিমের অধীনে পাকা বাড়ি নির্মাণের জন্য দেওয়া অনুদানটি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনটি কিস্তিতে পাবেন।

এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি যুক্ত হতে পারেন।

আরও পড়ুন

PM Kisan Yojana 13th Installment Release Date 2022: পি.এম কিষাণ যোজনার আওতায় 13তম কিস্তি বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin