এগিয়ে আসছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ঘোষণার দিন! জানিয়ে দিলো শিক্ষা সংসদ

১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সারা রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩। এই পরীক্ষা শেষ হওয়ার পর এখন রেজাল্টের অপেক্ষায় রয়েছেন পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ফল প্রকাশের সম্ভাবনার কথা জানানো হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।

উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখবেন কিভাবে?

১) পরীক্ষার্থীদের wbchse.nic.in , wbresults.nic.in , www.exametc.com ও www.indiaresults.com এই ওয়েবসাইটগুলির মাধ্যমে নিজেদের পরীক্ষার ফলাফল দেখতে পাবেন।

২) এছাড়াও পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর দিয়ে মোবাইল অ্যাপ ও এসএমএস -এর মাধ্যমে নিজেদের রেজাল্ট জানতে পারবেন।

উচ্চ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, বেতন কত জানেন?

সংসদ সূত্রের খবর, অন্যান্য বারের তুলনায় এবারে দ্রুত সম্পন্ন হচ্ছে উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া। শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন, এবারে অনেকটাই কম সময়ে উত্তরপত্র মূল্যায়ন করতে পারছেন তাঁরা। যার ফলে ইতিমধ্যেই সংসদে জমা পড়া শুরু হয়েছে মূল্যায়ন হওয়া উত্তরপত্রের নম্বর। এর আগে সংসদের সভাপতি জানিয়েছিলেন, মে মাসের শেষে বা জুন মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (WB Higher Secondary Exam Result 2023)। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি এখনও। তাই রেজাল্ট সম্পর্কিত পরবর্তী আপডেটের অপেক্ষায় রয়েছেন পরীক্ষার্থীরা।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin