New Voter Card Apply Online 2023 : আপনার বয়স যদি 18 বছর বা তার বেশি হয়ে থাকে, আর যদি এখনও পর্যন্ত ভোটার কার্ড বানিয়ে না থাকেন, তাহলে চিন্তার কারণ নেই। আজকের এই আর্টিক্যাল থেকে আপনি জানতে পারবেন, আপনার নিজের ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদন কিভাবে করবেন?
নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন করতে 1 টাকাও খরচ হবে না। সম্পূর্ন বিনামূল্যে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসে নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। নীচে বিস্তারিত আলোচনা করা হলো –
How To Apply New Voter Card Online In West Bengal 2023
নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন ( New Voter Card Apply Online ) করার জন্য আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে –
১) প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে Voter Helpline App টি ডাউনলোড করে নিতে হবে।

২) এরপর Voter Helpline App টি খুলুন।
৩) Home Page-এর মধ্যে Voter Registration বিকল্পে ক্লিক করুন।
৪) এরপর New Voter Registration (Form 6) বিকল্পে ক্লিক করুন।
৫) এরপর Mobile Number দিয়ে Login করুন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে New User অপশনে ক্লিক করতে রেজিষ্টার করুন।
৬) পরবর্তী পেজে Let’s Start অপশনে ক্লিক করুন।
৭) এরপর Yes I am applying for the First Time বিকল্পে ক্লিক করে Next করুন।
৮) পরের স্টেপে রাজ্য, জেলা, বিধানসভা, আধার নাম্বার, জন্ম তারিখ ও জন্মের প্রমান হিসাবে একটি নথি (Document) আপলোড করে, Next বিকল্পে ক্লিক করুন।
৯) এরপর আবেদনকারীর নাম, ঠিকানা, ছবি আপলোড করুন এবং ঠিকানার একটি নথি আপলোড করুন।
১০) সবকিছু সঠিক থাকলে Submit করুন ও আপনার সামনে রেফারেন্স নাম্বার চলে আসবে। আপনি এটি কপি করে রাখতে পারেন, ভবিষ্যতে আবেদনের স্ট্যাটাস চেক করতে এটির প্রয়োজন হবে।
Voter Card Application Status Check
১) প্রথমে Voter Helpline App টি খুলুন।
২) Home Page-এ থাকা Explore এ ক্লিক করুন।
৩) এরপর Status of Application বিকল্পে ক্লিক করুন।
৪) এরপর Referance Numbar লিখে Track Status এ ক্লিক করলেই দেখতে পাবেন আপনার ভোটার কার্ড হয়েছে কিনা।
Important Links
Voter Helpline App | Download |
আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন | Click Here |
InfoNet Bangla HomePage | Click Here |
আরও পড়ুন
- এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড সংশোধন করে নিন
- ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার খুব সহজ উপায় দেখে নিন
- আধার কার্ডে পুরোনো ছবি পছন্দ হচ্ছে না, বদলান এই সহজ উপায়ে
- আপনার স্বাস্থ্য সাথী কার্ড অ্যাকটিভ রয়েছে তো? চেক করে নিন দুমিনিটে
- মাত্র 10 মিনিটে বানিয়ে নিন নতুন PAN CARD, জেনে নিন কিভাবে ?