UPI Transaction Limit – আপনি কি জানেন? PhonePe, Google Pay, Paytm এর মাধ্যমে দিনে সর্বোচ্চ কত টাকা পাঠানো সম্ভব? জেনে নিন

UPI Transaction Limit: আমাদের দেশ ভারত ধীরে ধীরে ডিজিটালাইজেশনের দিকে এগোচ্ছে। সেই সাথে সাথে বিগত কয়েক বছরে UPI পেমেন্টের জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে। এখন অনেকেই পকেটে মানিব্যাগ না নিয়েই বাড়ির বাইরে বেরিয়ে পড়েন। চায়ের দোকান থেকে শুরু করে সবজির দোকান, শপিং মল, বলা যায় সর্বত্রই UPI অ্যাপের মাধ্যমে UPI QR কোড স্ক্যান করে পেমেন্ট করা সম্ভব। শুধুমাত্র স্মার্টফোনটাই সঙ্গে রাখতে হবে।

স্মার্টফোন দিয়ে QR কোড স্ক্যান করে ধামেলা ছাড়াই দ্রুত টাকা পাঠানো সম্ভব হচ্ছে PayTm, PhonePe, Google PayAmazon Pay -এর মতো UPI অ্যাপের মাধ্যেমে। তবে এই সমস্ত অ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর একটি নির্দিষ্ট উর্দ্ধসীমা (UPI Limit) রয়েছে, যা না জানার কারণে সাধারণ মানুষকে টাকা পাঠানোর সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

তবে এই সমস্ত অ্যাপগুলোর কর্তৃপক্ষের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী এমনটাই জানা গেছে যে, প্রতিটি অ্যাপের ক্ষেত্রে দৈনিক টাকা পাঠানোর একটি ভিন্ন উর্দ্ধসীমা রয়েছে। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক PayTm, PhonePe, Google PayAmazon Pay এই অ্যাপগুলি থেকে দৈনিক কত টাকা পর্যন্ত পাঠানো সম্ভব।

প্রত্যেক মোবাইল রিচার্জে ক্যাশব্যাক গ্যারেন্টি পাবেন, এই অ্যাপ থেকে করুন রিচার্জ।

১) PayTm App UPI Transaction Limit

PayTm -এর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে যে, পেটিএম অ্যাপের মাধ্যমে ১ দিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট বা ট্রান্সফার করা সম্ভব। এই অ্যাপের মাধ্যমে ১ ঘণ্টায় সর্বোচ্চ ৫ টি ট্রানজেকশন অর্থাৎ লেনদেন করা যাবে এবং ১ দিনে সর্বোচ্চ ২০ টি ট্রানজেকশন করা সম্ভব। পাশাপাশি আরও জানানো হয়েছে যে, ১ ঘণ্টায় সর্বাধিক ২০,০০০ টাকা ট্রানজেকশন করা যেতে পারে।

২) PhonePe App UPI Transaction Limit

পেটিএম অ্যাপের মতোই PhonePe অ্যাপের মাধ্যমে ১ দিনে সর্বাধিক ১ লক্ষ টাকা ট্রানজেকশন করা সম্ভব। এর পাশাপাশি ১ দিনে সর্বোচ্চ ১০ টি লেনদেন করা সম্ভব এই অ্যাপের মাধ্যমে। তবে প্রতি ঘণ্টায় লেনদেন করার নির্দিষ্ট কোনো সীমা নেই।

৩) Google Pay App UPI Transaction Limit

গুগল পে -এর মাধ্যমে ১ দিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা লেনদেন করা সম্ভব। পাশাপাশি ১ দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে। তবে এক্ষেত্রে প্রতি ঘণ্টায় লেনদেনের নির্দিষ্ট কোনো সীমা নেই।

ATM Card নিয়ে যেতে ভুলে গেছেন? এইভাবে ATM কার্ড ছাড়া মোবাইল দিয়ে টাকা তুলুন

৪) Amazon Pay App UPI Transaction Limit

আমাজন পে অ্যাপের মাধ্যমেও একদিন ১ লক্ষ টাকার লেনদেন করা সম্ভব। কিন্তু আপনি যদি এই অ্যাপের পেমেন্ট সার্ভিসে একজন নতুন গ্রাহক হন তাহলে প্রথম ২৪ ঘণ্টায় আপনার জন্য কড়া নিয়ম প্রযোজ্য হবে। তবে সেক্ষেত্রে প্রথম ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক ৫,০০০ টাকা পাঠাতে পারবেন।

প্রতিবেদনটি পছন্দ হলে বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের InfoNet Bangla ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

FAQs – UPI Transaction Limit

Q- What is the limit for UPI transaction per day?

Ans. You may reach a daily limit if: You try to send more than ₹1,00,000 in one day across all UPI apps.

Q- Can I increase UPI daily limit?

Ans. According to NPCI guidelines, a person can make a maximum payment of up to Rs 1 Lakh per day through UPI.

Q- Is there limit on UPI transaction?

Ans. As per the National Payments Corporation of India an individual can transfer up to Rs 1 lakh through UPI in a single day.

আরও পড়ুন 👇

👉 প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

👉 আপনার প্যান কার্ড আছে? তবে আজই সেরে নিন এই কাজ! নইলে দিতে হবে 10,000 টাকা জরিমানা।

👉 সমস্ত স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়ে গেছে, আপনি কবে টাকা পাবেন এই পদ্ধতিতে চেক করুন

👉 Aadhaar Card Update: আপনার আধার কার্ড ১০ বছর আগে বানানো হয়েছে? তাহলে এই কাজ না করলে কার্ড বাতিল হয়ে যাবে।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin