২০২৩ সালের এপ্রিল মাসে মোট ১৫ দিন দেশের ব্যাংকগুলি ছুটি থাকবে। ১ লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ ২০২৩-২৪ শুরু হবার আগে ইতিমধ্যেই ছুটির লিস্ট প্রকাশ করে এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সুতরাং হিসেব অনুযায়ী এপ্রিল মাসে মাত্র ১৫ দিনে দেশের সাধারন মানুষদের নিজেদের সমস্ত ব্যাঙ্কিং কাজ মেটাতে হবে। এক্ষেত্রে Bank Holidays in April 2023 -এর তারিখগুলি জানা থাকলে গ্রাহকদের ব্যাঙ্কিং কাজের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না।
যদি আপনাকে এপ্রিল মাসে টাকা তোলা বা জমা দেওয়া, চেক জমা দেওয়া, পাশবুক বা চেক বুকের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, তাহলে আপনাকে ব্যাঙ্ক ছুটির লিস্ট দেখার পরেই বাড়ি থেকে বের হওয়া উচিত। চলুন তাহলে ব্যাংক ছুটির লিস্ট দেখে নেওয়া যাক।
রাজ্যের বেকার যুবক-যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন, এখনই আবেদন করুন
Bank Holidays in April 2023
১ এপ্রিল | ব্যাংকগুলোর বার্ষিক ক্লোজিং হবে। এদিন আইজল, শিলং, সিমলা ও চন্ডিপুর বাদে সারা দেশে ব্যাঙ্ক সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। |
২ এপ্রিল | রবিবারের জন্য স্বাভাবিকভাবেই সারা দেশে ব্যাঙ্কগুলি ছুটি থাকবে। |
৪ এপ্রিল | এদিন মহাবীর জয়ন্তী। আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, চণ্ডীগড়, ভোপাল, কানপুর, জয়পুর, কলকাতা, মুম্বাই, নাগপুর, লখনউ, নয়াদিল্লি, রায়পুর এবং রাঁচিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। |
৫ এপ্রিল | বাবু জগজীবন রামের জন্মবার্ষিকী। তাই হায়দ্রাবাদের ব্যাঙ্ক বন্ধ থাকবে। |
৭ এপ্রিল | এদিন গুড ফ্রাইডে। তাই আহমেদাবাদ, আগরতলা, জয়পুর, গুয়াহাটি, জম্মু, শ্রীনগর এবং সিমলা বাদে সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। |
৮ এপ্রিল | এদিন মাসের দ্বিতীয় শনিবার, তাই দেশের ব্যাঙ্কগুলি ছুটি থাকবে। |
৯ এপ্রিল | রবিবার হওয়ার কারণে স্বাভাবিকভাবে দেশের সমস্ত ব্যাঙ্ক ছুটি থাকবে। |
১৪ এপ্রিল | বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী। তাই আইজল, রায়পুর, ভোপাল, নয়াদিল্লি, শিলং এবং সিমলা বাদে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। |
১৫ এপ্রিল | বিষু / বোহাগ বিহু / হিমাচল দিবস / বাংলা নববর্ষ দিবস তাই দেশের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। |
১৬ এপ্রিল | এদিন রবিবার, তাই সারা দেশের ব্যাঙ্কগুলি ছুটি থাকবে। |
১৮ এপ্রিল | এইদিন শব-ই-কদর, তাই জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্কগুলি ছুটি থাকবে। |
২১ এপ্রিল | ঈদ-উল-ফিতর ব্যাঙ্কগুলি ছুটি থাকবে। |
২২ এপ্রিল | মাসের চতুর্থ শনিবার এবং ঈদ সারা দেশের ব্যাঙ্কগুলি ছুটি থাকবে। |
২৩ এপ্রিল | রবিবার হওয়ার কারণে স্বাভাবিকভাবে সারা দেশের ব্যাঙ্কগুলি ছুটি থাকবে। |
৩০ এপ্রিল | এদিন রবিবার, তাই স্বাভাবিকভাবে সারা দেশের ব্যাঙ্কগুলি ছুটি থাকবে। |
তবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, ১ লা এপ্রিল থেকে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও ছুটির দিনে মোবাইল ব্যাঙ্কিং, নেটব্যাঙ্কিংয়ের মতো অনলাইন সুবিধার মাধ্যমে নিজেদের ব্যাঙ্কিং সমস্ত কাজ করতে পারবেন। এর পাশাপাশি UPI এবং ATM পরিষেবা ব্যবহার করা যাবে এই Bank Holidays in April 2023 -তে।
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 Free Ration Items List – এপ্রিল মাসে কোন রেশন কার্ডে কত পরিমাণ ফ্রি রেশন পাবেন, লিস্ট দেখে নিন
👉 Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন
👉 EWS সার্টিফিকেটের সুবিধা, যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ যাবতীয় তথ্য জেনে নিন