Caste Certificate Online Apply: নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের এই প্রতিবেদনে সুস্বাগতম। আজকে আমরা এই প্রতিবেদনে আলোচনা করব যে, জাতিগত শংসাপত্র অনলাইন কিভাবে আবেদন করবেন (Caste Certificate Online Apply 2023)। আপনি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে খুব সহজেই SC/ST/OBC সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। এছাড়া কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে তা আমরা নিচে উল্লেখ করেছি ….
Caste Certificate Online Apply করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
- নামের প্রমাণপত্র জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড/স্কুলের শংসাপত্র/আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড/প্যান কার্ড ইত্যাদি,
- ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড ইত্যাদি,
- বংশের কারো সার্টিফিকেট থাকলে তার জেরক্সের সাথে সেই সার্টিফিকেট দাতার আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড ইত্যাদি,
- ইনকাম সার্টিফিকেট,
- পরিচয় পত্রের প্রমাণ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স/ব্যাংকের পাসবই ইত্যাদি,
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ৩ কপি ফটো,
- বংশের সার্টিফিকেট না থাকলে কোর্টের মেজিস্ট্রেট এপিড ওপিড লাগবে,
- বংশের সার্টিফিকেট না থাকলে আপনার কাস্ট অনুয়ায়ী ২ জনের সেই কাস্টের সার্টিফিকেট জেরক্স ও তাদের আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ডের জেরক্স লাগবে,
- ২ জন ব্যাক্তির নাম দিতে হবে, লোকাল রেফারেন্স হিসাবে ফর্ম ফিলাপের সময় ও তাদের আধার কার্ড/ভোটার কার্ডের জেরক্স লাগবে,
- বংশের সার্টিফিকেট না থাকলে পঞ্চনামা সার্টিফিকেটে ৫ জন সরকারি সিল প্রাপ্ত ব্যাক্তির সিগনেচার ও সিল লাগবে পঞ্চনামায়।
EWS সার্টিফিকেটের সুবিধা, যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ যাবতীয় তথ্য জেনে নিন
Step By Step Process of Caste Certificate Online Apply WB
- সবার প্রথমে আপনাকে কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে, (ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া আছে)
- এরপর Apply For SC/ST/OBC অপশনে ক্লিক করুন,
- এরপর পরবর্তী পেজটি খুলে আসবে সেখানে অনলাইন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন,
- করুন সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর নিচে Save & Continue বোতামে ক্লিক করুন,
- ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ খুলে আসবে,
- এখানে আপনার বাবা-মা কি করে এবং বাৎসরিক আয় কত টাকা তা উল্লেখ করে Submit বোতামে ক্লিক করুন (এটি শুধুমাত্র OBC -দের জন্য),
- এরপর পরবর্তী পেজটি খুলে আসবে সেখানে আপনার ফটো আপলোড করার পাশাপাশি বয়সের প্রমাণ, বাসস্থানের প্রমাণ ইত্যাদি ইত্যাদি ডকুমেন্টস নাম্বার লিখুন।
- এরপর নিচে বাবা কিংবা মা অথবা নিজের ভোটার কার্ড নাম্বার লিখে Submit অপশনে ক্লিক করুন,
- Submit অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার Acknowledement Slip/Application Slip চলে আসবে তার ডাউনলোড করে প্রিন্ট করবে নিতে হবে এবং যেখানে যেখানে সিগনেচার করার জায়গা রয়েছে সেখানে সেখানে সিগনেচার করতে হবে।
- এরপর আবেদনপত্রের সঙ্গে আপনার ডকুমেন্ট গুলি একসাথে করার পর আপনার নিকটবর্তী B.D.O/S.D.O. অফিসে জমা করতে হবে।
Caste Certificate Online Apply Status Check
- Caste Certificate Online Apply Status Check করার জন্য সবার প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে,
- এরপর Application Check অপশনে ক্লিক করুন,
- ক্লিক করার পর অনলাইনে আবেদনের সময় আপনি যে Application নাম্বারটি পেয়েছিলেন সেটি এখানে লিখে Search অপশনে ক্লিক করুন,
- ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন।
Important Links
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস | Click Here |
আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন | Click Here |
Trade License: পশ্চিমবঙ্গ ট্রেড লাইসেন্স অনলাইন আবেদন শুরু হলো, জেনে নিন সম্পুর্ণ আবেদন প্রক্রিয়া
আধার কার্ডের ঠিকানা পরিবর্তন কোনো ডকুমেন্টস ছাড়াই
👉 LIC Policy আছে আপনার? এই কাজ না করলে এক টাকাও পাবেন না, সব টাকা জলে
👉 গরমের ছুটি আরও বাড়ানো হলো! রাজ্যের স্কুল কবে খুলবে? জানালেন মুখ্যমন্ত্রী
👉 আপনার আধার কার্ড ১০ বছর আগে বানানো হয়েছে? তাহলে এই কাজ করতে হবে
👉 Aadhaar Card Update – আধার নিয়ে উঠে এলো নতুন বড়ো আপডেট, জানলে অবাক হবেন!