EWS সার্টিফিকেটের সুবিধা, যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ যাবতীয় তথ্য জেনে নিন

West Bengal EWS Certificate: নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আজকের এই প্রতিবেদনে সুস্বাগতম। রাজ্যের জেনারেল বা আনরিজার্ভড (UR) শ্রেণীর মানুষদের মধ্যে যারা নিম্নবিত্ত, তাদের আর্থিকভাবে সহায়তা করার জন্য EWS বা Economically Weaker Section এর আওতায় কিছু সুবিধা প্রদান করা হয়। এই EWS কোটা পেলে সরকারি চাকরি থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাড় মেলে। EWS সার্টিফিকেট কি, EWS সার্টিফিকেটের সুবিধা, যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।

EWS পুরো নাম কি?

EWS এর পুরো নাম হলো Economically Weaker Section (EWS)। যার বাংলায় অর্থ হলো ‘অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ‘।

EWS Certificate কি?

EWS সার্টিফিকেট হলো জেনারেল জাতির সংরক্ষণের একটি শংসাপত্র। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা দুর্বল জেনারেল জাতিভুক্ত ছেলে মেয়েদের জন্য এই সার্টিফিকেট চালু করা হয়েছে। যেখানে এই শ্রেণীভুক্ত সরকারি চাকরি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে।

আরও পড়ুন – Trade License: ট্রেড লাইসেন্স অনলাইনে কিভাবে আবেদন করবেন জেনে নিন

EWS এর সুবিধা কি?

  • EWS এর আওতায় থাকা ছেলে মেয়েরা সরকারি চাকরি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ শতাংশ রিজার্ভেশন প্রদান করে।
  • EWS এর আওতায় থাকা আর্থিকভাবে দুর্বল ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা ও স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।

EWS সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা কি?

  • শুধুমাত্র সাধারণ শ্রেণীভুক্ত হতে হবে। SC, ST, OBC শ্রেণীর মানুষদের জন্য প্রযোজ্য নয়।
  • পরিবারের বাৎসরিক ৮ লক্ষ টাকার কম হতে হবে।
  • শহরে আবাসিক ফ্ল্যাট যদি থাকে তাহলে ১০০০ বর্গফুটের কম হতে হবে।
  • গ্রাম পঞ্চায়েত এলাকায় ২০০ বর্গফুটের কম হতে হবে।
  • পরিবারের ৫ একরের কম কৃষি জমি থাকতে হবে।

EWS সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবেন? (West Bengal EWS Certificate Apply)

  • EWS Certificate আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
  • প্রথমে EWS এর আবেদন ফর্মটি (ANNEXURE- A) ডাউনলোড করে A4 পেপারে প্রিন্ট আউট বের করে নিতে হবে।
  • এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
  • পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে হবে।
  • এরপর নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

👉 আবেদন করার ফর্ম ডাউনলোড করার নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

EWS সার্টিফিকেট আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

  • আবেদনপত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেট / অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেট / সাব ডিভিশনাল অফিসার (SDO) কাছে জমা করতে হবে।
  • কলকাতা পুরসভা এলাকার বাসিন্দারা DWO এর কাছে জমা করতে হবে।

EWS সার্টিফিকেট আবেদনের জন্য দরকারী ডকুমেন্টস

  • ভোটার কার্ড
  • প্যান কার্ড
  • বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • নিজের ও মাতা-পিতার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
  • জমি ও সম্পত্তির ডকুমেন্টস
  • স্ব-ঘোষণা পত্র

EWS সার্টিফিকেট পাওয়ার সময়কাল

সমস্ত নথিপত্র ঠিকঠাক থাকলে ১৫ থেকে ৩০ দিনের মধ্যেই EWS সার্টিফিকেট হাতে পাবেন।

EWS সার্টিফিকেট আবেদনপত্র ডাউনলোড করুন

📄 পশ্চিমবঙ্গ EWS Certificate আবেদন ফর্মDownload PDF
▶️ For More UpdateClick Here

✅ SC/ST/OBC Caste Certificate Online Apply করুন এই নতুন পদ্ধতিতে

আধার কার্ড হারিয়ে গেছে আপনার? চিন্তা নেই, হারিয়ে যাওয়া আধার কার্ড ও আধার নম্বর পাবেন, জেনে নিন কিভাবে

✅ Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

স্বাস্থ্য সাথী কার্ড আছে আপনার? কার্ডে কার কার নাম যুক্ত আছে এবং কত টাকা ব্যালেন্স আছে চেক করুন এইভাবে।

FAQ’s of EWS Certificate Apply in West Bengal 2023

EWS নথি কি ?

ভারতের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর নাগরিকদের সংরক্ষণ সুবিধা প্রদানের উদ্দেশ্যে EWS Certificate জারি করেছে ভারত সরকার।

EWS কত সালে চালু হয় ?

ভারত সরকার ২০১৯ সালে EWS কোটা চালু করেছে।

EWS Certificate করতে কি কি লাগে?

ভোটার কার্ড, প্যান কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, নিজের ও মাতা-পিতার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, জমি ও সম্পত্তির ডকুমেন্টস, পঞ্চায়েত অথবা পৌরসভা থেকে প্রাপ্ত ইনকাম সার্টিফিকেট, স্ব-ঘোষণা পত্র

কোন সম্প্রদায়টি ইডব্লিউএস এর অধীনে আসে ?

অ-সংরক্ষিত বিভাগের অন্তর্গত, যার বার্ষিক পারিবারিক আয় 8 লক্ষ টাকার কম এবং পারিবারিক কৃষি জমির পরিমাণ ৮ বিঘার কম তারাই EWS সার্টিফিকেট এর জন্য আবেআড়ং করতে পারবেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin