New Year Free Ration List: বিনামূল্যে আরও ১ বছর রেশন পাবেন ৮০ কোটিরও বেশি মানুষ, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Updated on:
New Year Free Ration List

নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের আজকের এই প্রতিবেদনে স্বাগতম। নতুন বছরে আপনাদের জন্য খুশির খবর। কেন্দ্র সরকারের তরফ থেকে আরও এক বছরের জন্য ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিল। 2023 সাল নতুন বছরে আপনারা কোন ক্যাটাগরি রেশন কার্ডে কত পরিমাণ চাল, আটা, গম, অন্যান্য খাদ্য সামগ্রী পাবেন। তাই কোন কার্ডে সেই সুবিধাগুলো পাবেন এবং কত পরিমাণ অতিরিক্ত বরাদ্দগুলি পাবেন সেই নিয়ে আমরা এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করেছি। 

- Advertisement -

New Year Free Ration List: কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA)-এর আওতায় এই বিনামূল্যে রেশন দেওয়া হবে। এর জন্য প্রায় 2 লক্ষ কোটি টাকা খরচ হবে। কেন্দ্রীয় সরকারই এই খরচ বহন করবে।

এই দিনের মধ্যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করলে নিষ্ক্রিয় হবে প্যান কার্ড, জানুন ছাড় কাদের?

- Advertisement -
West Bengal School Guidelines: আর ফাঁকিবাজি নয়, নতুন বছরের শুরুতে কড়া নিয়ম চালু হচ্ছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে

AAY রেশন কার্ডের ক্ষেত্রে

যদি আপনার কাছে অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ড থাকে তাহলে নিম্নলিখিত খাদ্য সামগ্রী বিনামূল্যে পাবেন –

খাদ্য সামগ্রীপরিমাণ
চাল21 কেজি পরিবার পিছু
পুষ্টিযুক্ত আটা
অথবা
গম
13 কেজি 300 গ্রাম পরিবার পিছু


14 কেজি পরিবার পিছু
খাদ্য সামগ্রীপরিমাণদর
চিনি1 কেজি পরিবার পিছু 13.50 টাকা/কেজি

অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ড উপভোক্তাদের ক্ষেত্রে বিনামূল্যে অতিরিক্ত বরাদ্দ (PMGKAY) পাবেন –

খাদ্য সামগ্রীপরিমাণ
চাল3 কেজি 750 গ্রাম মাথাপিছু
গম1 কেজি 250 গ্রাম মাথাপিছু

SPHH রেশন কার্ডের ক্ষেত্রে

যদি আপনার কাছে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশন কার্ড থাকে তাহলে নিম্নলিখিত খাদ্য সামগ্রী বিনামূল্যে পাবেন –

খাদ্য সামগ্রীপরিমাণ
চাল3 কেজি মাথাপিছু
পুষ্টিযুক্ত আটা
অথবা
গম
1 কেজি 900 গ্রাম মাথাপিছু


2 কেজি মাথাপিছু

বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশন কার্ড উপভোক্তাদের ক্ষেত্রে বিনামূল্যে অতিরিক্ত বরাদ্দ (PMGKAY) পাবেন –

খাদ্য সামগ্রীপরিমাণ
চাল3 কেজি 750 গ্রাম মাথাপিছু
গম1 কেজি 250 গ্রাম মাথাপিছু

PHH রেশন কার্ডের ক্ষেত্রে

যদি আপনার কাছে অগ্রাধিকার প্রাপ্ত (PHH) রেশন কার্ড থাকে তাহলে নিম্নলিখিত খাদ্য সামগ্রী বিনামূল্যে পাবেন –

খাদ্য সামগ্রীপরিমাণ
চাল3 কেজি মাথাপিছু
পুষ্টিযুক্ত আটা
অথবা
গম
1 কেজি 900 গ্রাম মাথাপিছু


2 কেজি মাথাপিছু

অগ্রাধিকার প্রাপ্ত (PHH) রেশন কার্ড উপভোক্তাদের ক্ষেত্রে বিনামূল্যে অতিরিক্ত বরাদ্দ (PMGKAY) পাবেন –

খাদ্য সামগ্রীপরিমাণ
চাল3 কেজি 750 গ্রাম মাথাপিছু
গম1 কেজি 250 গ্রাম মাথাপিছু

RKSY-1 রেশন কার্ডের ক্ষেত্রে

যদি আপনার কাছে RKSY-1 রেশন কার্ড থাকে তাহলে নিম্নলিখিত খাদ্য সামগ্রী বিনামূল্যে পাবেন –

খাদ্য সামগ্রীপরিমাণ
চাল2 কেজি মাথাপিছু
পুষ্টিযুক্ত আটা
অথবা
গম*
2 কেজি 850 গ্রাম মাথাপিছু


3 কেজি মাথাপিছু

*গম অপর্যাপ্ত থাকলে সমান পরিমাণ চাল পাবেন। অর্থাৎ মাথাপিছু মোট 5 কেজি খাদ্য সামগ্রী পাবেন।

RKSY-2 রেশন কার্ডের ক্ষেত্রে

যদি আপনার কাছে RKSY-2 রেশন কার্ড থাকে তাহলে নিম্নলিখিত খাদ্য সামগ্রী বিনামূল্যে পাবেন –

খাদ্য সামগ্রীপরিমাণ
চাল1 কেজি মাথাপিছু
গম*1 কেজি 850 গ্রাম মাথাপিছু

*গম অপর্যাপ্ত থাকলে সমান পরিমাণ চাল পাবেন। অর্থাৎ মাথাপিছু মোট 2 কেজি খাদ্য সামগ্রী পাবেন।

Good News: এইমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গেল

PM Kisan New Registration 2023: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অনলাইন আবেদন পরিবর্তন দেখুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush