Aadhaar Card Update – আধার নিয়ে উঠে এলো নতুন বড়ো আপডেট, জানলে অবাক হবেন!

আধার কার্ড (Aadhaar Card) হলো আমাদের সবার একটি গুরুত্বপূর্ন নথি। সরকারি প্রকল্প থেকে শুরু করে নতুন ব্যাঙ্ক একাউন্ট খুলতে এবং বিভিন্ন অফিসিয়াল কাজে আধার কার্ডের দরকার হয়ে থাকে। পাশাপাশি আপনার আধার কার্ডে তথ্য সঠিক থাকাও জরুরি। যদি আপনার আধারে তথ্যের ভুল থাকে তাহলে আপনাকে অনেক সমস্যার সম্মুখীনে পড়তে হতে পারে। তাই আপনাকে আপনার আধার কার্ড সংশোধন করার প্রয়োজন। কিন্তু আপনার আধার কার্ডের তথ্য যত খুশি বার সংশোধন বা আপডেট করতে পারবেন না। এরও একটা লিমিট রয়েছে। তাই আজকের এই প্রতিবেদন থেকে জানতে পারবেন যে আপনার আধার কার্ডের কোন তথ্য কতবার আপডেট বা সংশোধন করতে পারবেন এবং কিভাবে সংশোধন করবেন (Aadhaar Card Correction)।

আধার কার্ডে কোন তথ্য কতবার আপডেট করতে পারবেন জেনে নিন

১) নাম – আপনি আধার কার্ডে আপনার নাম শুধুমাত্র 2 বার সংশোধন করতে পারবেন।
২) জন্ম তারিখ – আপনি আধার কার্ডে আপনার জন্ম তারিখ শুধুমাত্র 1 বার সংশোধন করতে পারবেন।
৩) জেন্ডার – আপনার আধার কার্ডে জেন্ডার কেবলমাত্র 1 বার সংশোধন বা আপডেট করতে পারবেন।
৪) ঠিকানা ও বাবা / স্বামীর নাম – আপনি আপনার আধার কার্ডে ঠিকানা ও বাবা / স্বামীর নাম যতবার খুশি আপডেট করতে পারবেন।
৫) মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং ছবি আপডেট করার কোনো সীমা নেই অর্থাৎ আপনি যতখুশি বার আপডেট করতে পারবেন।

যদি আপনার আধার কার্ডে তথ্য সংশোধন বা আপডেট করার লিমিট পেরিয়ে গেছে, তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে উপায় জেনে নিন –

Aadhaar DOB Limit Cross Solution – আধার কার্ডে জন্ম তারিখ আপডেট করার লিমিট পেরিয়ে গেছে? মাত্র 24 ঘণ্টায় আপডেট হবে DOB

আপনি বাড়িতে বসে মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আপনার আধার কার্ডে নাম, জন্ম তারিখ, জেন্ডার, ঠিকানা এবং বাবা / স্বামীর নাম সংশোধন (Aadhaar Card Correction) করতে পারবেন। কিভাবে করবেন তা জানার জন্য নিচের স্টেপগুলো ফলো করতে হবে।

মাত্র 5 মিনিটে পেয়ে যান ফ্রিতে প্যান কার্ড, জেনে নিন আবেদন পদ্ধতি

Aadhaar Card সংশোধন করার অনলাইন সহজ পদ্ধতি

আপনি নিচের এই পদ্ধতির মাধ্যমে আধার কার্ডে নাম, জন্ম তারিখ, জেন্ডার, ঠিকানা এবং বাবা / স্বামীর নাম সংশোধন বা পরিবর্তন করতে পারবেন।

১) প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ এ যেতে হবে।
২) এরপর Login অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর আপনার 12 সংখ্যার আধার নম্বর লিখে OTP ভেরিফাই করে পোর্টালে Login করতে পারবেন।
৪) এরপর Name/Gender/Date of Birth & Address Update অপশনে ক্লিক করতে হবে।

৫) এরপর Online Update Services অপশনে ক্লিক করতে হবে।
৬) এরপর আপনি যেসমস্ত তথ্য সংশোধন করতে চান তা সিলেক্ট করে Proceed অপশনে ক্লিক করতে হবে।
৭) এরপর আপনার সঠিক তথ্য লিখে সাপোর্টিং ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
৮) এরপর আপডেট ফি পেমেন্ট করতে হবে।
৯) পেমেন্ট করার পর আপনি Acknowledgement Slip পাবেন, সেটি ডাউনলোড করে রাখতে হবে, ভবিষ্যতে আধার আপডেট স্ট্যাটাস চেক করতে এই স্লিপে থাকা SRN Number কাজে লাগবে।

এছাড়া আপনি যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর, ইমেইল আইডি, ছবি আপডেট করতে চান তাহলে আপনাকে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যোগাযোগ করতে হবে। আপনাকে বলে রাখি এখন পোস্ট অফিসের মাধ্যমে আধার কার্ডে মোবাইল নম্বর এবং ইমেইল আইডি আপডেট বা পরিবর্তন করা যাচ্ছে, আপনি চাইলে ওখান থেকেও আপডেট করতে পারেন।

এই নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন, সঙ্গে থাকুন এই ধরনের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Join Our WhatsApp GroupJoin Now
Join Our Telegram ChannelJoin Now

আরও পড়ুন 👇👇

👉 প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

👉 IDBI ব্যাঙ্কে 600 টি শূন্য পদে কর্মী নিয়োগ

👉 ব্যাঙ্ক অফ বরোদাতে কয়েকশো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

👉 PAN Card Big Update – আপনার প্যান কার্ড আছে? তবে আজই সেরে নিন এই কাজ! নইলে দিতে হবে 10,000 টাকা জরিমানা।

👉 WB Birth Certificate Online Apply 2023 : কিভাবে মোবাইল দিয়ে অনলাইনে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন?

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin