Aadhar Mobile Number Update Online Link: যদি আপনার আধার কার্ডে আপনার মোবাইল নম্বর লিঙ্ক না থাকে। তবে এখন আপনার জন্য সুখবর হল যে, ইন্ডিয়া পোস্ট অফিস Aadhar Mobile Number Update Online Link -এর পরিষেবা শুরু করেছে। যার সম্পূর্ণ তথ্য আমরা এই আর্টিক্যালে আপনাকে বিস্তারিত তথ্য প্রদান করবো।
Aadhar Mobile Number Update Online Link পরিষেবার অধীনে, পোস্টম্যান আপনার ঠিকানায় আসবে এবং আপনার বর্তমান মোবাইল নম্বরটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করবে। যার জন্য আপনাকে তাদের মোট 50 টাকা ফি দিতে হবে।
এই আর্টিক্যালের শেষে আমরা আপনাকে Quick Links প্রদান করেছি, যাতে আপনারা খুব সহজে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারেন এবং এর সম্পূর্ন সুবিধা পেতে পারেন।
আধারের কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা জানবেন কীভাবে?
Aadhar Mobile Number Update Online Link – Overview
✅ আপডেট কেন্দ্র | ইন্ডিয়া পোস্ট অফিস |
✅ আর্টিক্যালের নাম | Aadhar Mobile Number Update Online Link |
✅ আর্টিক্যালের ধরন | Latest Update |
✅ আপডেট মাধ্যম | Online |
✅ চার্জেস | ₹ 50 Per Update |
✅ Official Website | Click Here |
Aadhar Mobile Number Update Online Link
যে সমস্ত আধার কার্ড হোল্ডার তার আধার কার্ডের সাথে বর্তমান মোবাইল নম্বর এবং ইমেইল আইডি লিঙ্ক করতে চান, তাদের এই স্টেপগুলো ফলো করতে হবে, যা নিম্নরূপ –
- Aadhar Mobile Number Update Online Link করার জন্য আপনাকে প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট এর হোম পেজে আসতে হবে, যা নিম্নরূপ হবে –

- হোম পেজে আসার পর আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে,
- এরপর Service Request অপশনে ক্লিক করে Non-IPPB Customers অপশনে ক্লিক করতে হবে,
- এরপর DOORSTEP BANKING অপশনে ক্লিক করতে হবে,
- ক্লিক করার ডোরস্টেপ ব্যাঙ্কিং দ্বারা প্রদান করা পরিষেবার বিবরণ দেখতে পাবেন। তালিকাটি খুলবে যা এইরকম হবে –
- এখানে আপনাকে AADHAAR – MOBILE UPDATE অপশনে ক্লিক করতে হবে,
- ক্লিক করার পর আপনার আবেদন ফর্ম খুলে আসবে, যা নিম্নরূপ হবে –

- এখন আপনাকে এই আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং এর পর আপনাকে Submit অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনি সার্ভিস রিকোয়েস্ট নম্বর পাবেন, এই নম্বরটি সুরক্ষিত রাখতে হবে।
- এরপর পোস্টম্যান আপনার ঠিকানায় আসবে এবং আপনার বর্তমান মোবাইল নম্বরটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করবে। যার জন্য আপনাকে তাদের মোট 50 টাকা ফি দিতে হবে।
উপরের সমস্ত স্টেপস ফলো করে আপনারা সমস্ত আধার কার্ড হোল্ডার নিজে নিজের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং ইমেইল আইডি লিঙ্ক করতে পারবেন।
অথবা, আপনি সরাসরি আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর ও ইমেইল আইডি লিঙ্ক করাতে পারবেন।
Important Links
Official Website | Click Here |
Join Our Telegram Channel | Join Now |
Direct Link of Registration | Click Here |
PAN Aadhaar Link: প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করুন নাহলে পরে খুব সমস্যায় পড়তে পারেন
প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?