Driving Licence Download Online West Bengal 2023: ড্রাইভিং লাইসেন্স হারানো যেমন সাধারণ ব্যাপার, ঠিক তেমনই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করাও খুব সহজ ও সরল হয়ে উঠেছে। আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পারবেন এজন্যই আমরা আপনাকে এই আর্টিক্যালে বিস্তারিতভাবে বলব যে, Driving Licence Download Online West Bengal সম্পর্কে। আসুন তাহলে জেনে নেওয়া যাক ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার পদ্ধতি।
আপনাকে বলে রাখি যে, Driving Licence Download করার জন্য আপনার কাছে ড্রাইভিং লাইসেন্সের নম্বর বা ড্রাইভিং লাইসেন্সের কোনো প্রমাণ যার সাহায্যে আপনি ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পারবেন।
এই আর্টিক্যালের শেষে আমরা আপনাকে Quick Links প্রদান করেছি যাতে আপনি সহজে ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পারেন এবং এর সম্পূর্ন সুবিধা পেতে পারেন।
ঘরে বসে অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করবেন কিভাবে? – Driving Licence Download Online West Bengal 2023
ড্রাইভিং লাইসেন্স অনলাইন ডাউনলোড করার জন্য আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে –
- Driving Licence Download করার জন্য সবার প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে,

- হোম পেজে আসার পর আপনাকে Drivers / Learners License অপশনে ক্লিক করতে হবে,
- ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে, এখানে আপনাকে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে,
- রাজ্য সিলেক্ট করার পর আপনার রাজ্যের অফিসিয়াল পেজ খুলে আসবে, যা এইরকম হবে –

- আপনি যদি কম্পিউটার থেকে প্রসেসটি করে থাকেন তাহলে Others ট্যাবের মধ্যে Search Related Applications অপশনে ক্লিক করতে হবে, আর যদি মোবাইল থেকে করেন Licence-Menu তে ক্লিক করে Others এ ক্লিক করে Search Related Applications অপশনে ক্লিক করতে হবে।
- ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে, যা এই রকমের হবে –

- এখন এখানে আপনার কাছে চাওয়া সমস্ত তথ্য পূরণ Submit অপশনে ক্লিক করতে হবে,
- ক্লিক করার পর আপনার ড্রাইভিং লাইসেন্সের তথ্য দেখতে পাবেন, যা এই রকমের হবে –

- এখন আপনাকে পেজের নীচে Download Your DL অপশনে ক্লিক করতে হবে,
- ক্লিক করার পর আপনার ড্রাইভিং লাইসেন্স খুলে আসবে,

- সবশেষে, এখন আপনি খুব সহজে আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করতে পারেন।
উপরের সমস্ত স্টেপ ফলো করে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুন:- নতুন কিংবা পুরনো সমস্ত ভোটার কার্ড ডাউনলোড হচ্ছে অনলাইনে, এইভাবে করুন ডাউনলোড
Quick Links
Official Website | Click Here |
Join Our Telegram Channel | Join Now |
Voter ID Card Online Correction: এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বিনামূল্যে ভোটার কার্ড সংশোধন করে নিন