Aadhar Card Download Without Mobile Number: মোবাইল নম্বর ছাড়া আধার কার্ড ডাউনলোড করার নতুন উপায় জেনে নিন

Aadhar Card Download Without Mobile Number: নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের ওয়েবসাইটের এই প্রতিবেদনে স্বাগতম। আজকের দিনে আধার কার্ড ছাড়া যেকোন কাজ করা অসম্ভব হয়ে ওঠে, যেমন নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, প্যান কার্ড তৈরি করা, স্কুল কলেজে ভর্তি হতে ইত্যাদি। এছাড়াও পরিচয়পত্র হিসেবে আধার কার্ড ব্যবহৃত হয়।

অনেক সময় অনেকের আধার কার্ড হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে এমন পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন আসে যে নতুন করে আধার কার্ড কোথা থেকে পাবেন। তাই চিন্তার কোনো কারণ নেই আমরা এই প্রতিবেদনে বিস্তারিত বলবো যে মোবাইল নম্বর ছাড়া আধার কার্ড পাবেন কিভাবে? (Aadhar Card Download Without Mobile Number) 

Swasthya Sathi Card: স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন করুন, জেনে নিন বিস্তারিত পদ্ধতি।

Aadhar Card Download Without Mobile Number

Aadhar Card Download Without Mobile Number মোবাইল নম্বর ছাড়া আধার কার্ড ডাউনলোড করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন –

  1. সবার প্রথমে আধারের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ uidai.gov.in -এ ভিজিট করুন,
  2. হোম পেজে আসার পর Get Aadhaar সেকশনের মধ্যে Download Aadhaar অপশন পাবেন, সেটিতে ক্লিক করুন,
  3. ক্লিক করার পর নতুন একটি পেজ খুলে আসবে,
  4. এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন, এর মধ্যে Order Aadhaar PVC Card অপশনে ক্লিক করুন,
  5. এরপর এখানে আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি এবং ক্যাপচা কোড লিখুন,
  6. এরপর আপনি মোবাইল নম্বর ছাড়া আধার কার্ড পেতে চান তাই আপনাকে My mobile number is not registered অপশনে ক্লিক করুন, 

  1. এরপর আপনার মোবাইল নম্বর লিখে Send OTP অপশনে ক্লিক করুন,
  2. এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে, 
  3. এরপর আপনি এখানে যে মোবাইল নম্বরটি লিখেছেন সেই মোবাইল নম্বরে OTP আসবে, সেই OTP লিখে Term and Conditions এ টিক চিহ্ন দিয়ে Submit বোতামে ক্লিক করুন,
  4. এরপর আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে, Make Payment বোতামে ক্লিক করুন,
  5. এরপর আপনার পছন্দের Payment মেথড সিলেক্ট করে 50 টাকা পেমেন্ট করুন,
  6. পেমেন্ট করার পর আপনি Slip পাবেন এটি ডাউনলোড করে রাখুন, পরে স্লিপে থাকা SRN Number দিয়ে PVC Aadhar Card Order Status Check করতে কাজে আসবে,
  7. 10 থেকে 15 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে PVC Aadhar Card পৌঁছে যাবে।

PVC Aadhar Card Order Status Check

PVC Aadhar Card Order Status Check করার জন্য আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে –

  • প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in আসতে হবে,
  • এরপর Get Aadhaar সেকশনের মধ্যে থাকা Check Aadhaar PVC Card Status অপশনে ক্লিক করুন,
  • এরপর আবার Check Aadhaar PVC Card Order Status অপশনে ক্লিক করুন,
  • এরপর SRN Number এবং ক্যাপচা কোড লিখে Submit অপশনে ক্লিক করুন,
  • ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার PVC Aadhar Card কোন পরিস্থিতিতে রয়েছে।

PM Kisan New Registration 2023: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অনলাইন আবেদন পরিবর্তন দেখুন

[PDF] আবাস প্লাস ফাইনাল লিস্ট ২০২৩, এই দ্বিতীয় লিস্টে নাম রয়েছে কিনা দেখুন

Important Links

Official WebsiteClick Here
Join Our Telegram ChannelJoin Now
Direct LinkClick Here

FAQ of Aadhar Card Download Without Mobile Number

Q 1. How to get duplicate Aadhaar card online without mobile number?

1. First of all visit the home page of Aadhaar official website uidai.gov.in ,
2. Click on “Order Aadhaar PVC Card” option.
3. Again click on Order Aadhaar PVC Card option, Enter your 12 digit Aadhaar Number (UID) or 28 digits Enrollment ID.
4. Click on check box “If you do not have a registered mobile number, please check in the box”. Please enter Non-Registered / Alternate Mobile Number. Click on “Send OTP”
5. Click on the check box against “Terms and Conditions”. (Note: Click on hyper link to see details).
6. Click on “Submit” Button to complete OTP verification.
7. Then you have to pay 50 rupees, click on Make Payment button.
8. Then select your preferred payment method and pay Rs. 50. 
9. After making the payment you will get the slip, download it, later it will be useful to check the PVC Aadhar Card Order Status with the SRN Number on the slip.
10. PVC Aadhar Card will reach your home through post within 10 to 15 days.

Q 2. What should I do if I lost my Aadhar card?

Ans. In case you have lost your Aadhaar Card hard copy, you can apply for a new Aadhaar PVC card online on the UIDAI website. The complete process of ‘how to order PVC Aadhar Card’ is given above.

Q 3. How many days does it take to get lost Aadhar card?

Ans. You can get your duplicate Aadhaar card within 15 working days after successfully placing your reprint request with complete payment. This period excludes the day of keeping the request. The complete process of ‘how to order PVC Aadhar Card’ is given above.

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin