LIC Policy আছে আপনার? এই কাজ না করলে এক টাকাও পাবেন না, সব টাকা জলে

LIC Policy – ভবিষ্যত জীবনের জন্য আমরা আমাদের রোজগার থেকে কিছু অর্থ ব্যাঙ্ক বা পোস্ট অফিসে বা বীমা (LIC Policy) জমা করে থাকি। আপনারা সকলেই জানেন যে, কোনো ব্যাঙ্কিং কাজে প্যান কার্ডের প্রয়োজন হয়। ইতিমধ্যেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ে নির্ধারিত সময়সীমা জানানো হয়েছে। এবার রাষ্ট্রীয় বীমা সংস্থা অর্থাৎ LIC -র পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে LIC Policy -র সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। নাহলে পরে খুব সমস্যায় পড়তে পারেন।

আপনাকে বলে রাখি আপনি যদি এখনও পর্যন্ত আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন –

👉 PAN Aadhaar Link মিনিটের মধ্যে হয়ে যাবে, আজই জেনে নিন অনলাইন প্রসেস 2023

👉 প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

LIC Policy প্যান কার্ড লিঙ্ক কত দিনের মধ্যে করতে হবে?

সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে LIC পক্ষ থেকে জানানো হয়েছে যে, চলতি বছরের 31 মার্চের মধ্যে এলএইসি পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে মোবাইল দিয়ে খুব সহজে করতে পারবেন। নিচের পদ্ধতির মাধ্যমে আপনি আপনার পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন –

আগে জানতে হবে প্যান কার্ড লিঙ্ক আছে কিনা?

১) প্রথমে আপনাকে LIC এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট – https://linkpan.licindia.in/UIDSeedingWebApp/getPolicyPANStatus
২) এরপর আপনার পলিসি নম্বর লিখতে হবে।
৩) এরপর আপনার প্যান কার্ডের নম্বর, জন্ম তারিখ, ক্যাপচা লিখে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
৪) ক্লিক করার পর দেখতে পাবেন আপনার পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক আছে কিনা। যদি না থাকে তাহলে Click Here to register your PAN with us অপশনে ক্লিক করতে হবে অথবা নিচের স্টেপ ফলো করতে পারেন –

এখন বাড়িতে বসে প্যান কার্ড সংশোধন করতে পারবেন, মাত্র কয়েকটি স্টেপ অনুসরণ করে

LIC PAN লিঙ্ক করার পদ্ধতি –

১) প্রথমে আপনাকে LIC এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট লিঙ্ক – https://linkpan.licindia.in/UIDSeedingWebApp/home
২) এরপর আপনার প্যান কার্ডের তথ্য অনুযায়ী জন্ম তারিখ, পুরো নাম লিখতে হবে।
৩) এরপর ইমেইল আইডি, প্যান নম্বর, মোবাইল নম্বর, পলিসি নম্বর লিখতে হবে।
৪) এরপর ক্যাপচা কোড লিখে Send OTP অপশনে ক্লিক করতে হবে।
৫) সবশেষে আপনার মোবাইলে আসা OTP লিখে সাবমিট করলে আপনার পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হয়ে যাবে।

এই নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের InfoNet Bangla ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

আরও পড়ুন 👇👇

👉 রাজ্যে Webel -এ 583 টি শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

👉 Aadhaar Card Update – আধার নিয়ে উঠে এলো নতুন বড়ো আপডেট

👉 নতুন ভোটার লিস্ট ২০২৩ প্রকাশিত হলো, ডাউনলোড করুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin