Aadhaar Card Update: আপনার আধার কার্ড ১০ বছর আগে বানানো হয়েছে? তাহলে এই কাজ না করলে কার্ড বাতিল হয়ে যাবে।

বর্তমানে ভারতীয় নাগরিকদের পরিচয়ের গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে আধার কার্ড। যদি আপনার আধার কার্ড 10 বছরের বেশি পুরনো হয়ে থাকে এবং 10 বছরের মধ্যে কোনো তথ্যের আপডেট করেননি, তাহলে আপনাকে আপনার আধার কার্ড আপডেট করতে হবে।

আধার কার্ড আপডেট করার জন্য আপনি আপনার মোবাইল ফোন দিয়ে অনলাইনের মাধ্যমে আপডেট করতে পারেন অথবা আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে আপডেট করতে পারেন। আমরা এই প্রতিবেদনে বাড়িতে বসে মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে আধার কার্ড আপডেট কিভাবে করবেন তার সম্পূর্ন পদ্ধতি বলেছি।

ATM Card নিয়ে যেতে ভুলে গেছেন? এইভাবে ATM কার্ড ছাড়া মোবাইল দিয়ে টাকা তুলুন

Aadhaar Card Update কিভাবে করবেন?

সকল আধার কার্ডধারীদের নিজে নিজের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে, তার নিচের স্টেপগুলো ফলো করতে হবে –

  • Aadhaar Card Update করার জন্য আপনাকে প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in এর হোম পেজে যেতে হবে।
  • হোম পেজে যাওয়ার পর Login অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার আধার নম্বর লিখে পোর্টালে লগইন করতে হবে।
  • এরপর আপনাকে Document Update অপশনে ক্লিক করতে হবে।
  • ক্লিক করার পর নতুন একটি পেজ খুলে আসবে।
  • Next অপশনে ক্লিক করে আবার Next অপশনে করতে হবে।
  • এরপর I verify that the above details are correct এ টিক করে Next অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর Supporting Document সিলেক্ট করে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর 25 টাকা পেমেন্ট করে সাবমিট করতে হবে।
  • এরপর Acknowledgement Slip পাবেন এটি সুরক্ষিত রাখতে হবে।

আমাদের এই প্রতিবেদনটি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার  করুন, আরো এই ধরনের আপডেট পেতে আমাদের ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।

👉 প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

👉 ছোট ফোন দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন, মাত্র এক মিনিটের কাজ

👉 Voter Aadhaar Link: ৩১ মার্চের মধ্যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডও লিঙ্ক করতে হবে, কিভাবে করবেন? ক্লিক করে জেনে নিন

👉 Trade License: পশ্চিমবঙ্গ ট্রেড লাইসেন্স অনলাইন আবেদন শুরু হলো, জেনে নিন সম্পুর্ণ আবেদন প্রক্রিয়া

👉এখন বাড়িতে বসে আধার কার্ড সংশোধন করুন। আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই।

আধার কার্ডে জন্ম তারিখ আপডেট করার লিমিট পেরিয়ে গেছে? মাত্র 24 ঘণ্টায় আপডেট হবে DOB

PAN Card Big Update – আপনার প্যান কার্ড আছে? তবে আজই সেরে নিন এই কাজ! নইলে দিতে হবে 10,000 টাকা জরিমানা।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin