Passport Apply Online 2023 : ঘরে বসে অনলাইনে তৈরি করুন নিজের পাসপোর্ট, জানুন সম্পূর্ন প্রক্রিয়া

Passport Apply Online 2023: আপনি যদি পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাহলে আমাদের এই আর্টিক্যালটি আপনারা সকলের জন্য খুব সহায়ক এবং উপকারী হতে পারে কারণ আমরা এই আর্টিক্যালে Passport Apply Online 2023 বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে বলেছি।

আমরা আপনাকে বলে রাখি যে, Passport Apply Online 2023 করার জন্য আপনারা সকল আবেদনকারীদের কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে। যার তালিকা আমরা আপনাকে প্রদান করবো যাতে আপনারা সবাই নিজে নিজের নতুন পাসপোর্ট তৈরি করতে পারেন।

চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক —

Passport Apply Online 2023 – Overview 

পোর্টালের নামপাসপোর্ট সেবা (Passport Seva)
আর্টিক্যালের নামPassport Apply Online 2023
আর্টিক্যালের ধরন Latest Update
কারা আবেদন করতে পারবেন?ভারতের সকল আবেদনকারী
আবেদনের মাধ্যমঅনলাইন
প্রয়োজনীয় বয়স সীমা?18 বছর
আবেদন ফি?প্রযোজ্য অনুযায়ী
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

Read More

WB Birth Certificate Online Apply 2023 : কিভাবে মোবাইল দিয়ে অনলাইনে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন?

পাসপোর্ট আবেদন অনলাইন 2023 – কোন কোন যোগ্যতার প্রয়োজন হবে?

আমাদের সমস্ত আবেদনকারী যারা পাসপোর্ট এর জন্য অনলাইন আবেদন করতে চান তাদের কিছু যোগ্যতা পূরণ করতে হবে, যা নিম্নরূপ –

  • সকল আবেদনকারী, ভারতীয় হতে হবে,
  • আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর বয়স হতে হবে,
  • আবেদনকারী পুলিশ ভেরিফিকেশন হতে হবে,

উপরের সমস্ত যোগ্যতা পূরণ করে আপনারা সবাই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

Passport Apply Online 2023 – কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে?

নিজে নিজের পাসপোর্ট অনলাইন আবেদন করার জন্য কিছু ডকুমেন্ট পূরণ করতে হবে, যা নিম্নরূপ –

উপরের সমস্ত ডকুমেন্ট পূরণ করে আপনারা সবাই সহজেই নিজে নিজের পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন।

How to Apply for Passport Apply Online 2023?

আপনারা সবাই নিজে নিজের পাসপোর্ট আদেবান করার জন্য কিছু স্টেপস ফলো করতে হবে, যা নিম্নরূপ –

স্টেপ 1 – Please Register Your Self On Portal

  • Passport Apply Online 2023 করার জন্য সবার প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট এর হোম পেজে আসতে হবে –
Passport Apply Online 2023
  • হোম পেজে আসার পর আপনাকে New User Registration অপশনে ক্লিক করতে হবে,
  • ক্লিক করার পর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম খুলে আসবে, যা এইরকমের হবে –
Passport Apply Online 2023
  • এখন আপনাকে সাবধানে এই রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে এবং
  • শেষে সাবমিট অপশনে ক্লিক করতে হবে, যার পরে আপনি লগইন আইডি এবং পাসওয়ার্ড পাবেন , যা সুরক্ষিত রাখুন।

স্টেপ 2 – Login and Apply Online

  • সফলভাবে পোর্টালে লগইন করতে হবে,
  • পোর্টাল লগইন করার পর এর Dashboard খুলে আসবে,
  • এখানে আপনাকে “Apply for Background Verification for GEP” অপশনে ক্লিক করতে হবে,
  • ক্লিক করার পর আবেদন ফর্ম খুলে আসবে, যা আপনাকে সাবধানে পূরণ করতে হবে,
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে,
  • সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করার পর আপনাকে “Pay and Schedule Appointment” অপশনে ক্লিক করতে হবে,
  • ক্লিক করার পর Online Payment করতে হবে, 
  • সফলভাবে পেমেন্ট করার পর আপনাকে “Print Appointment Receipt” অপশনে ক্লিক করে Receipt ডাউনলোড করে নিতে হবে,
  • সবশেষে, আপনাকে আপনার নিকটবর্তী Passport Seva Kendra (PSK) / Regional Passport Office (RPO) এ যেতে হবে এবং পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পূর্ন করতে হবে।

এইভাবে আপনারা সবাই খুব সহজে নিজে নিজের নতুন পাসপোর্ট অনলাইন আবেদন করতে পারবেন এবং এর সম্পূর্ন সুবিধা পেতে পারেন।

Swasthya Sathi Card: স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন করুন, জেনে নিন বিস্তারিত পদ্ধতি।

Important Links

Official WebsiteClick Here
Join Our Telegram ChannelJoin Now

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin