Trade License: পশ্চিমবঙ্গ ট্রেড লাইসেন্স অনলাইন আবেদন শুরু হলো, জেনে নিন সম্পুর্ণ আবেদন প্রক্রিয়া

Trade License Apply Online West Bengal: নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের ওয়েবসাইটের এই প্রতিবেদনে স্বাগতম। আপনার যদি কোনো দোকান থাকে, সেটা হতে পারে সাইবার ক্যাফের ব্যবসা হতে পারে অন্য কোনো ব্যবসা, তাহলে কিন্তু আপনার দোকানের অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে।

যদি আপনার কাছে ট্রেড লাইসেন্স না থাকে তবে অনেক সমস্যা হতে পারে। এবং এই ট্রেড লাইসেন্স থাকলে কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা পেতে পারেন। যেমন আপনি আপনার দোকানের জন্য লোন নিতে চান তবে ট্রেড লাইসেন্স দেখিয়ে লোন নিতে পারবেন।

এছাড়াও কিন্তু আপনার দোকানের নামে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চান তবে ট্রেড লাইসেন্স দিয়ে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়াও অনেক সুযোগ সুবিধা রয়েছে তাই যাদের দোকান রয়েছে তাদের একটি ট্রেড লাইসেন্স থাকা আবশ্যক।

আমরা এই প্রতিবেদনে বলবো যে, কিভাবে মাত্র 5 মিনিটের মধ্যে অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স আবেদন করে তা প্রিন্ট করবেন এবং এর বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেতে পারেন।

চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কিভাবে অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স আবেদন করবেন এবং ট্রেড লাইসেন্স এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে…

মাত্র 10 মিনিটে বানিয়ে নিন নতুন PAN CARD, জেনে নিন কিভাবে ?

ট্রেড লাইসেন্সের জন্য অনলাইন আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

Trade License Apply Online West Bengal করতে যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন হবে, তা নিচে উল্লেখ করা হয়েছে –

কিভাবে ট্রেড লাইসেন্সের জন্য অনলাইন আবেদন করবেন?

Trade License Apply Online West Bengal: ট্রেড লাইসেন্সের জন্য অনলাইন আবেদন করতে নিচের স্টেপগুলো ফলো করুন –

১) প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে,

(মোবাইলের মাধ্যমে যারা আবেদন করছেন অবশ্যই Desktop Mode ON করে নেবেন)

২) এরপর এখানে Trade N.O.C. অপশনে ক্লিক করুন,

৩) ক্লিক করার পর এর আবেদন ফর্ম খুলে আসবে,

৪) এরপর DETAILS OF PROPOSED TRADE সেকশনে আপনার দোকানের নাম, টাইপ, দোকানের ঠিকানার বিবরণ লিখুন,

৫) এরপর APPLICANT DETAILS সেকশনে আবেদনকারীর নাম, বাবার নাম, Identity Proof, Identity Card Number, Type of Ownership, Category, মোবাইল নম্বর লিখুন,

৬) এরপর ADDRESS OF APPLICANT সেকশনে আপনার উপরে দেওয়া ঠিকানা যদি একই হয় তবে SAME AS ABOVE এ টিক করুন, আর যদি আলাদা হয়ে থাকে তবে নীচে আপনার ঠিকানার বিবরণ লিখুন,

৭) এরপর ORGANIZATION DETAILS সেকশনে সঠিক তথ্য লিখুন যেমন দোকানে কতজন কর্মী রয়েছে, Last Year এ কত টাকা ইনভেস্ট করেছেন এবং Last Year -এ কত টাকা লাভ করেছেন, Category Fees সিলেক্ট করুন, যদি Note Paying Professional Tax সিলেক্ট করেন তবে 150 টাকা ফি দিতে হবে, এটি 3 বছরের জন্য।

৮) এরপর DOCUMENTS UPLOAD সেকশনে ID PROOF আপলোড করুন যেটা উপরে সিলেক্ট করেছেন এবং LAND RECORDS আপলোড করুন,

৯) এরপর নীচে ✔️ ঠিক চিহ্ন দেবেন,

১০) সবশেষে SUBMIT বোতামে ক্লিক করুন,

১১) এরপর আপনি Acknowledgement Number পাবেন এটি ডাউনলোড করে রাখুন,

১২) এরপর Payment অপশনে ক্লিক করে 150 টাকা পেমেন্ট সম্পন্ন করুন,

১৩) এরপর আপনি ট্রেড লাইসেন্স ডাউনলোড করতে পারবেন,

১৪) কোনো কারণে যদি পেমেন্ট করতে গিয়ে Failed হয়ে যায়, তাহলে আপনি Trade N.O.C. Status অপশনে ক্লিক করুন এবং Acknowledgement Number লিখে পুনরায় পেমেন্ট সম্পন্ন করুন।

১৫) পেমেন্ট করার পর ট্রেড লাইসেন্স ডাউনলোড করুন।

কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করবেন?

GST রেজিস্ট্রেশনের অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এই ভাবে করুন রেজিস্ট্রেশন

Important Links of Trade License Apply Online West Bengal

Official WebsiteClick Here
Join Our Telegram ChannelJoin Now

FAQ of Trade License Apply Online West Bengal

How can I get trade license in West Bengal?

1 First of all visit official website2. Click on TRADE N.O.C. option3. Details Of Proposed Trade4. Applicant Details5. Address of Applicant5. Organization Details6. Upload Documents7. Submit8. And Pay Fees9. Download Your Trade License

Can I get trade Licence online?

Yes, you can get online trade license, for that you need to read our article from start to finish.

How many documents required for trade license in West Bengal?

Aadhaar Card / Voter Card / Job Card / Ration Card / Passport / PAN Card / Driving License (Any One), Land records, Applicant’s active mobile number.

Who issues trade license in West Bengal?

The licensing department of the West Bengal Municipal Corporation Act grants the Trade License or Certificate of Enlistment.

How long does it take to get trade license in West Bengal?

Now you can get your trade license in just 5 minutes.

বাড়িতে বসে ফ্রিতে APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে রুপান্তর করুন অনলাইনে

Passport Apply Online 2023 : ঘরে বসে অনলাইনে তৈরি করুন নিজের পাসপোর্ট, জানুন সম্পূর্ন প্রক্রিয়া
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment

JoinJoin