College Admission 2023: এবার থেকে কলেজে ভর্তি-প্রক্রিয়া চলবে একটাই পোর্টালের মাধ্যমে! নতুন নিয়ম, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা জেনে নিন

এবার স্নাতক স্তরে ভর্তির জন্য বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পোর্টালে আলাদাভাবে আবেদনের দিন শেষ হতে চলেছে। এবার একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি (College Admission) হতে পারবেন পড়ুয়ারা। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে। এই বিষয়ে নির্দেশিকা জারি করলো রাজ্য উচ্চশিক্ষা দফতর।

উচ্চমাধ্যমিকের পর বিভিন্ন কলেজের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারতেন পড়ুয়ারা। এরপর মেধা তালিকা প্রকাশ হলে নিজের পছন্দের কলেজে ভর্তি হতেন উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা। তবে এবার থেকে ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির জন্য একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

সূত্রের খবর, কেন্দ্রীয় ভাবে তৈরি করা হবে মেধা তালিকা। সেই মেধা তালিকার ভিত্তি করে কলেজ বাছাইয়ের সুযোগ পাবেন পড়ুয়ারা। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা মেধা তালিকা প্রস্তুত করা হবে। সেই মেধা তালিকার ভিত্তি করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিকে বেছেও নিতে পারবেন পড়ুয়ারা। এছাড়াও পড়ুয়াদের আবেদন ফি একবারই জমা দিতে হবে, একাধিকবার নয়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে বড় ঘোষণা করলো পর্ষদ ও সংসদ

রাজ্য সরকার জানিয়েছে, কলেজে ভর্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে নেওয়া হয়েছে। বিকাশ ভবন সূত্রে খবর, ছাত্র ইউনিয়নগুলি পড়ুয়াদের থেকে অতিরিক্ত টাকার বিনিময়ে কলেজে স্নাতক স্তরে ভর্তির ব্যবস্থা চালাচ্ছিল বহুদিন ধরেই। এছাড়া ভর্তির জন্য প্রতিটি কলেজের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হত এবং আবেদন ফি দিতে। শুধু তাই নয়, কলেজভেদে ভর্তির আবেদনের সময়সীমা আলাদা হওয়ায় সমস্যায় পড়তে হতো পড়ুয়াদের। তাই এই সমস্ত সমস্যার সমাধানের লক্ষ্যে এবার নয়া ব্যবস্থা নিয়েছে উচ্চশিক্ষা দফতর।

মাধ্যমিকে ৬০% নাম্বার পেলেই ২৪,০০০ টাকা দেবে রাজ্য সরকার, ফটাফট আবেদন পদ্ধতি জেনে নিন

InfoNetBangla Telegram Channel
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment

JoinJoin