Rule Change: মে মাসের শুরু থেকেই বদলে যাচ্ছে ব্যাঙ্ক, গ্যাসের দাম সহ একগুচ্ছ নিয়ম! জনসাধারণের পকেটে ছ্যাঁকা! জেনে নিন বিস্তারিত

Published on:
Rule Change from 1 May 2024

Rule Change from 1 May 2024: পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন অর্থবছর। নতুন অর্থবর্ষ পড়তেই সারা দেশে বেশ কিছু নিয়ম লাগু হয়েছিল। দেখতে দেখতে কেটে গেছে নতুন অর্থবর্ষের একটা মাস। এপ্রিল শেষ হয়ে মে মাস পড়তে চলেছে। সূত্রের খবর, মে মাসের শুরুতে বেশ কিছু নিয়মে বদল আসছেলাগু হচ্ছে নতুন কিছু নিয়ম। বিশেষ করে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু নিয়মে বদল ও জারি হতে চলেছে। প্রতিটি নিয়ম সরাসরি প্রভাব ফেলবে আমজনতার পকেটে। আসুন জেনে নেওয়া যাক মে মাসের শুরুতে কোন কোন নিয়ম বদলে যাচ্ছে, কোন নিয়মগুলি বজায় থাকছে।

- Advertisement -

১) গ্যাসের দামে বদল

সাধারণত প্রত্যেক মাসের শুরুতে তেল কোম্পানি গুলি বাণিজ্যিক ও গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারগুলির দামে হেরফের করে। তাই এলপিজি সিলিন্ডারের দামের হেরফের হয়। প্রতিমাসের মতো মে মাসের শুরুতেও এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে। মে মাসের ১ তারিখ নাগাদ গ্যাসের দামে পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে। এলপিজি সিলিন্ডারের দাম বাড়লে তা সরাসরি প্রভাব ফেলবে আমজনতার পকেটে। তবে, লোকসভা নির্বাচন চলায় আপাতত সিলিন্ডারের দাম বাড়বে না বলে বিশেষজ্ঞ মহলের মত।

২) ইয়েস ব্যাংকের নিয়মে পরিবর্তন

মে মাসের শুরুতে ইয়েস ব্যাঙ্কের নিয়মে পরিবর্তন হতে চলেছে। সম্প্রতি ব্যাংকের অফিসিয়াল সাইট মারফত জানা যাচ্ছে, বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্টের জন্য নূন্যতম গড় ব্যালেন্সে পরিবর্তন করা হচ্ছে। বর্তমানে ইয়েস ব্যাংকে যে নিয়ম চলছে সেখানে প্রো-ম্যাক্স সেভিংস অ্যাকাউন্টগুলির জন্য নূন্যতম গড় ব্যালেন্স রাখা হয়েছে ৫০,০০০ টাকা। এছাড়া, ‘প্রো প্লাস’, ‘ইয়েস রেসপেক্ট এসএ’ এবং ‘ইয়েস এসেন্স এসএ’ অ্যাকাউন্টের সর্বনিম্ন গড় ব্যালেন্সের সীমা হল ২৫,০০০ টাকা। এর মধ্যে অ্যাকাউন্ট প্রো-এর ক্ষেত্রে সর্বনিম্ন ব্যালেন্স রাখতে হবে ১০,০০০ টাকা। যেখানে সর্বোচ্চ চার্জ করা হবে ৭৫০ টাকা। 

- Advertisement -

আরও পড়ুন – Electric Scooter: ইলেকট্রিক স্কুটার কিনবেন বলে ভাবছেন? তার আগেই দেখে নিন সুবিধা ও অসুবিধাগুলি, তারপর সিদ্ধান্ত নিন

- Advertisement -

৩) HDFC ব্যাংকের এফডি স্কিম

দেশের প্রবীন নাগরিকদের জন্য এইচডিএফসি ব্যাংকের তরফে একটি বিশেষ এফডি স্কিম চালু করা হয়েছে। এই স্কিমটিতে প্রবীন নাগরিকেরা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত অর্থ জমা করতে পারেন। স্কিমের আওতায় ৫ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটে ৭.৭৫ শতাংশ সুদের হার দেওয়া হয়। স্কিমটির মেয়াদ থাকছে আগামী ১০ মে পর্যন্ত।

৪) ICICI ব্যাংকের নিয়মে পরিবর্তন

আইসিআইসিআই ব্যাংকের কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন হতে চলেছে মে মাসের শুরু থেকে। নয়া নিয়ম অনুসারে ডেবিট কার্ড গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হবে। শহরাঞ্চলের গ্রাহকদের দিতে হবে বার্ষিক ২০০ টাকা ও গ্রামীন অঞ্চলের গ্রাহকদের দিতে হবে বার্ষিক ৯৯ টাকা চার্জ। এই ব্যাংকের গ্রাহকদের ২৫ পৃষ্ঠার চেক বইয়ের ক্ষেত্রে কোন চার্জ দিতে হবে না। তবে চেক বই ২৫ পৃষ্ঠা পেরিয়ে গেলে সেক্ষেত্রে প্রত্যেক পৃষ্ঠার জন্য চার টাকা করে অতিরিক্ত চার্জ দিতে হবে।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm Saheb, a content writer in education and government schemes. I research, write, and edit articles on education and government schemes, presenting complex information clearly. I'm passionate about creating engaging, informative content that educates. In my free time, I read, travel, and spend time with loved ones. I'm always learning. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush