Yuvashree Prakalpa: রাজ্যের যুবক যুবতীদের 1500 টাকা করে দিচ্ছে সরকার। রইলো আবেদন পদ্ধতি।

Updated on:
Yuvashree Prakalpa

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নানান প্রকল্প রয়েছে, তার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa)। মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালে বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করেছিলেন। এই প্রকল্পের অধীনে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পটি বেকার ভাতা নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই প্রকল্পটি চালু হয়েছে। 

- Advertisement -

চলুন তাহলে জেনে নেওয়া যাক যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) -এ আবেদনের খুঁটিনাটি তথ্য।

যুবশ্রী প্রকল্পে আবেদনের শর্ত এবং যোগ্যতা?

  • প্রথমত এই প্রকল্পে আবেদনের জন্য পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • যুবশ্রী প্রকল্প বা Yuvashree Prakalpa -এ আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছর হতে হবে। ১ এপ্রিল অনুযায়ী বয়সের হিসাব করতে হবে।
  • Employment Bank -এ নাম নথিভুক্ত থাকতে হবে।
  • আবেদনকারীকে একজন বেকার যুবক/যুবতী হতে হবে।
  • নূন্যতম অষ্টম শ্রেণী পাস করতে হবে।

আরও পড়ুন – Jago Prakalpa: এই প্রকল্পে আবেদন করলে মহিলারা পাবেন 5 হাজার টাকা, কিভাবে পাবেন জেনে নিন।

- Advertisement -

যুবশ্রী প্রকল্পের উদ্যেশ্য কি?

যুবশ্রী প্রকল্প বা Yuvashree Prakalpa এর মূল উদ্যেশ্য হলো পশ্চিমবঙ্গে বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা।

- Advertisement -

যুবশ্রী প্রকল্পের সুবিধা

এই প্রকল্পের অধীনে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে বার্ষিক ১৮,০০০ টাকা আর্থিক সহায়তা করা হয়।

আধার কার্ডে জন্ম তারিখ আপডেট করার লিমিট পেরিয়ে গেছে? মাত্র 24 ঘণ্টায় আপডেট হবে DOB

যুবশ্রী প্রকল্পে আবেদন পদ্ধতি

যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) -এ আবেদন করার জন্য আপনাকে নিচের এই স্টেপগুলো ফলো করতে হবে –

  • সবার প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট www.employmentbankwb.gov.in -এ যেতে হবে,
  • এরপর Job Seeker অপশনে ক্লিক করতে হবে,
  • ক্লিক করার পর New Enrollment অপশনে ক্লিক করতে হবে,
  • এরপর সমস্ত শর্তাবলী ভালো করে পড়ে Accept & Continue অপশনে ক্লিক করতে হবে,
  • প্রয়োজনীয় তথ্য লিখে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে Submit অপশনে ক্লিক করতে হবে,
  • সাবমিট হওয়ার রেজিস্ট্রেশন নম্বর পাবেন, এটি সুরক্ষিত রাখতে হবে।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস

  • রেশন কার্ড / আধার কার্ড / ভোটার কার্ড / পাসপোর্ট
  • নিজের ছবি
  • CV / বায়ো-ডাটা
  • সমস্ত পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট
  • মোবাইল নম্বর এবং ইমেইল আইডি
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)

এই ধরনের নতুন আপডেট সবার আগে পেতে হলে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।

মানবিক প্রকল্পে দিচ্ছে প্রতি মাসে ১০০০ টাকা, এই ভাবে আবেদন করুন।

Bank Holidays in February 2023: ফেব্রুয়ারি মাসে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন কোন দিন দেখুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush