কম বাজেটের সেরা পাঁচ স্কুটার! ছোটে দুরন্ত গতিতে, সার্ভিস দেয় বছরের পর বছর, পকেট বাঁচিয়ে স্বপ্নপূরণ করতে চাইলে আজই ঘরে আনুন

Top 5 Cheapest Scooter: পছন্দসই বাহন কেনার স্বপ্ন থাকে বহু মানুষের। তবে পারিশ্রমিক এবং দৈনন্দিন জীবনের টানা পড়নে স্বপ্ন সফল করা কঠিন হয়ে পড়ে। বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে দু-চাকা ও চার চাকার গাড়ি কেনা বিলাসিতার পর্যায়ে পড়ে। তবে যদি একটু খোঁজখবর করা যায়, তবে নিজস্ব বাজেটের মধ্যে পছন্দের টু-হুইলার গাড়ি কেনা যায়।

আজকে আমরা আলোচনা করব এমনই পাঁচটি বাজেট ফ্রেন্ডলি ‌স্কুটার (Top 5 Cheapest Scooter)-এর সম্বন্ধে। যেগুলি আপনার পকেট বাঁচাবে, দুর্দান্ত সার্ভিস দেবে, বছরের পর বছর আপনার সঙ্গী হয়ে থাকবে। তালিকায় কোন কোন স্কুটার রয়েছে? আসুন জেনে নিই।

১) Hero Pleasure Plus XTec

Hero Pleasure Plus XTec

বাজেটের মধ্যে সেরা স্কুটারগুলির তালিকায় যে স্কুটারটির নাম না উল্লেখ করলেই নয় তা হল- Hero Pleasure Plus XTec. ক্রেতাদের চাহিদা বিবেচনা করে মোট চারটি ভেরিয়েন্টে Pleasure Plus XTec লঞ্চ করেছে হিরো। প্রতি লিটারে এই স্কুটার ছুটতে পারে ৫০ কিলোমিটার পর্যন্ত। 110.9 সিসির সিঙ্গল সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে স্কুটারটিতে। এটি সংস্থার সবচেয়ে বিক্রিত স্কুটারগুলির মধ্যে একটি। স্কুটারটির দাম এক লাখের নিচে। সংস্থার শোরুম প্রাইস অনুসারে স্কুটারটির দাম ধার্য করা হয়েছে ৭১ হাজার ২১৩ টাকা। 

২) Honda Activa 6G

Honda Activa 6G

Honda এর ততোধিক বিক্রিত স্কুটারের মধ্যে একটি Honda Activa 6G. বাজারে স্কুটারটির চাহিদা যথেষ্ট ভালো। স্কুটারটির মাইলেজ প্রতি লিটারে ৪৫ কিলোমিটার। স্কুটারটিতে পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে ১০৯.০৫ সিসির। পকেট ফ্রেন্ডলি স্কুটারটির শোরুম প্রাইস ৭৬ হাজার ২৩৪ টাকা। আপনার স্কুটার কেনার ইচ্ছে থাকলে এটি হতে পারে একটি ভালো চয়েজ।

৩) Suzuki Access 125

Suzuki Access 125

বাজেটের মধ্যে স্কুটারের আলোচনা হলে অবশ্যই বলতে হবে Suzuki Access 125 এর কথা। এই স্কুটারটিও ক্রেতাদের চাহিদা তালিকায় উপরের দিকে থাকে। প্রতি লিটারে স্কুটারটি ছুটতে পারে ৪০ কিলোমিটার পর্যন্ত। স্কুটারটিতে 124 সিসির সিঙ্গল সিলিন্ডার এয়ার কুল্ড পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। স্কুটারটির এক্স শোরুম মূল্য এক লাখের কম। স্কুটারটির দাম ৭৯ হাজার ৮৯৯ টাকা।

❖  Related Articles

৪) Yamaha Fascino 125 Fi Hybrid

Yamaha Fascino 125 Fi Hybrid

বাজেটের মধ্যে সেরা স্কুটারের আলোচনায় আমরা বলব Yamaha Fascino 125 Fi Hybrid এর কথা। দুর্দান্ত মাইলেজের এই স্কুটারটি এক লিটার পেট্রোলে ছুটতে পারে ৬৮ কিলোমিটার পর্যন্ত। স্কুটারটির ওজন মাত্র ৯৯ কিলোগ্রাম। স্কুটারটি সব বয়সের মানুষের জন্যই উপযুক্ত। স্কুটারটির দাম আপনার বাজেট ফ্রেন্ডলি। এর দাম রাখা হয়েছে ৭৯,৯০০ টাকা।

৫) TVS Jupiter 125

TVS Jupiter 125

স্কুটারের আলোচনায় টিভিএস-এর কথা বলা অবশ্য গুরুত্বপূর্ণ। টিভিএস সংস্থার তরফে একটি দুর্দান্ত স্কুটার লঞ্চ করা হয়েছে কিছুদিন আগেই। পরিচিত এই স্কুটারটির নাম TVS Jupiter 125. দুর্দান্ত মাইলেজ। প্রতি লিটারে স্কুটারটি ছুটতে পারে ৬২ কিলোমিটার পর্যন্ত। এছাড়াও স্কুটারটিতে রয়েছে একাধিক নতুন ফিচার। যেমন মোবাইল চার্জিং সার্কিট এবং লো ফুয়েল অ্যালার্টের মতো আধুনিক ফিচার দেওয়া হয়েছে স্কুটারটিতে। স্কুটারটির দাম রাখা হয়েছে ৮৬,৪০৫ টাকা।

পড়তে পারেন – Rule Change: মে মাসের শুরু থেকেই বদলে যাচ্ছে ব্যাঙ্ক, গ্যাসের দাম সহ একগুচ্ছ নিয়ম! জনসাধারণের পকেটে ছ্যাঁকা! জেনে নিন বিস্তারিত

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin