Voter Aadhaar Link: প্যান-আধার লিঙ্ক করার মতো এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডও লিঙ্ক করাতে হবে। এমনই নির্দেশিকা জারি করেছে ভারত সরকার। এই দুই নথি লিঙ্ক করার সময়সীমা ছিল ১লা এপ্রিল, ২০২৩। জানানো হয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ৩১শে মার্চ পর্যন্ত ভোটার আধার লিঙ্ক করানো যাবে।
আর আগেও বহুবার ভোটার আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হয়েছে। কারণ নির্ধারিত সময়সীমার মধ্যে অনেকেই এই কাজ সেরে উঠতে পারেননি। আর সেই কারণেই এর সময়সীমা আরও বাড়ানো হলো।
যদিও সরকারের তরফে জানানো হয়েছে, ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। অর্থাৎ এই দুই নথি লিঙ্ক না করলেও চলবে। কিন্তু লিঙ্ক করালে একাধিক সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
Voter Aadhaar Link করবেন কিভাবে?
- প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটের https://voterportal.eci.gov.in/ হোমপেজে যেতে হবে।
- এরপর পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগইন করতে হবে।
- লগইন করার পর Aadhaar Linkage অপশনে ক্লিক করতে হবে।
- এরপর Yes, I have Voter ID Number অপশনে ক্লিক করতে হবে।
- এরপর ভোটার কার্ডের নম্বর লিখে Fetch Details অপশনে ক্লিক করতে হবে।
- এরপর Save and Continue অপশনে ক্লিক করতে হবে।
- এরপর নিজের ব্যাক্তিগত বিবরণ এবং আধার নম্বর লিখতে হবে।
- এরপর আধার লিংকড মোবাইল নম্বর বা ইমেইলে একটি OTP আসবে।
- সেই OTP লিখে ভেরিফাই করতে হবে।
- সবশেষে Submit অপশনে ক্লিক করলে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে।
ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা বাড়ানো হলেও এখনও প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হয়নি। তাই ৩১শে মার্চ ২০২৩ তারিখের মধ্যে প্যান আধার লিঙ্ক করিয়ে নিন।
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
📌 প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?
📌 LIC Policy আছে আপনার? এই কাজ না করলে এক টাকাও পাবেন না, সব টাকা জলে
📌 আধার নিয়ে বড় ঘোষণা UIDAI-র! এবার আধার কার্ড আপডেট করুন সম্পূর্ন বিনামূল্যে, এক টাকাও দিতে হবে না
📌 সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন করুন, পেয়ে যান আপনার মেয়ের নামে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা