NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ, বেতন ২০ হাজার টাকা, আবেদন করুন সরাসরি ইমেইলের মাধ্যমে

National Institute of Technology (NIT) দুর্গাপুরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। আবেদন চলবে ২০ মার্চ ২০২৩ পর্যন্ত। এখানে আবেদনের জন্য দরকারি আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে।

NIT Durgapur Recruitment 2023 Project Assistant I

Advertisement No.

NITD/MME/AKM/CRG/2023/01

পদের নাম (Post Name)

পদের নাম হলো Project Assistant – I

শূন্য পদের সংখ্যা (Number of Vacancy)

মোট শূন্য পদ হলো –  ১ টি

IOCL Recruitment 2023 – হলদিয়াতে ইন্ডিয়ান ওয়েল কোম্পানীতে প্রচুর কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ বা তার বেশি নম্বর সহ Metallurgical Engineering/ Metallurgical এবং Metallurgical Engineering/ Mechanical Engineering -এ Diploma করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে পারে।

বয়স সীমা (Age Limit)

এখানে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। বয়স হিসাব করতে হবে ৩১ মার্চ, ২০২৩ তারিখ অনুযায়ী। SC/ST/Female প্রার্থীরা বয়সে ৫ বছর ছাড় পাবেন।

বেতন (Salary)

নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Application Process)

এখানে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীকে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট সহ প্রয়োজনীয় ডকুমেন্টস স্ব-সাক্ষর করে স্ক্যান করে একটি PDF ফাইল তৈরি করে ইমেইল করতে হবে।

ইমেইল আইডি – [email protected]

নিয়োগ স্থান

NIT Durgapur, M.G. Avenue, Dist.- Paschim Bardhaman, West Bengal, Pin – 713209

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত27.02.2023
আবেদন শুরু27.02.2023
আবেদন শেষ20.03.2023

আরো বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Official NotificationDownload PDF
Official WebsiteVisit Now

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin