PAN Aadhaar Linking Status Check: যদি আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য আবেদন করেছিলেন, আদৌ কি তা লিঙ্ক হয়েছে কি না চেক করুন নিচের পদ্ধতির মাধ্যমে।
PAN Aadhaar Linking Status Check
- প্রথমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in -এর হোম পেজে যেতে হবে।
- এরপর Link Aadhaar Status অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনার প্যান নম্বর এবং আধার নম্বর লিখে View Link Aadhaar Status অপশনে ক্লিক করতে হবে।
- ক্লিক করলে দেখতে পাবেন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে কি না।
উপরের স্টেপগুলির মাধ্যমে Pan Aadhaar Link Status Check আথবা Aadhaar Pan Link Status Check করতে পারবেন।
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
📌 এখন বাড়িতে বসে প্যান কার্ড সংশোধন করতে পারবেন, জেনে নিন সহজ পদ্ধতি
📌 রাজ্য সরকারের নতুন প্রকল্প! পাবেন নগদ ৩০ হাজার টাকা
📌 এবার আধার কার্ড আপডেট করুন সম্পূর্ন বিনামূল্যে, দিতে হবে না 50 টাকা