Bangla Shasya Bima – বাংলা শস্য বীমাতে আবেদন করলেই পাবেন টাকা! ফর্ম ফিলাপ ও কি কি ডকুমেন্টস লাগবে দেখুন

ঝড়-বৃষ্টি বা খরার কারণে বহু সময় ফসল নষ্ট হয়? আর চিন্তা নেই, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চাষের ক্ষতি হলে এবার ক্ষতিপূরণ পাবেন রাজ্যের কৃষকরা। কৃষকদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার বাংলা শস্য বীমা (Bangla Shasya Bima) প্রকল্প চালু করেছে। এই বীমার অধীন যেসমস্ত কৃষকদের নাম নথিভুক্ত থাকবে তারা ফসলের ক্ষতিতে পাবেন ক্ষতিপূরণ। তবে সবচেয়ে খুশির খবর হল এই যে, বীমার প্রিমিয়াম বা কিস্তি কৃষকদের দিতে হবে না, তা দিয়ে দেবে রাজ্য সরকার।

আপনি যদি এখনও পর্যন্ত এই প্রকল্পে নিজের নাম নাম নথিভুক্ত করার নেই, নাম নথিভুক্ত করতে চান, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানাবো কিভাবে বাংলা শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

কিভাবে আবেদন করবেন বাংলা শস্য বীমা প্রকল্পে? (Bangla Shasya Bima Form Fill Up)

১) প্রথমে আপনাকে বাংলা শস্য বীমা আবেদন ফর্ম নিকটবর্তী কৃষি অফিস কিংবা দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে খুব সহজেই আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন।
২) এরপর কৃষকের নাম, ঠিকানা, জমির বিবরণ এবং ব্যাংক একাউন্টের বিবরণ উল্লেখ করতে হবে।
৩) এরপর পূরণ করা আবেদন ফর্ম এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে নিকটবর্তী কৃষি অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করলেই আবেদন হয়ে যাবে।

Bangla Shasya Bima Form Fill Up করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) আবেদনকারী কৃষকের আধার কার্ড,
২) আবেদনকারী কৃষকের ভোটার কার্ড,
৩) আবেদনকারী কৃষকের জমির কাগজপত্র (রেকর্ড বা দলিল),
৪) আবেদনকারী কৃষকের ব্যাংকের পাশবই,
৫) কেসিসি একাউন্ট নাম্বার (যদি থাকে),
৬) কৃষক বন্ধু আইডি নাম্বার (যদি থাকে)।

❖  Related Articles

Bangla Shasya Bima Application Status Check

Bangla Shasya Bima প্রকল্পে আবেদন করার কিছুদিন পর আবেদনের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। কিভাবে আবেদন স্ট্যাটাস চেক করবেন, তা নীচে দেওয়া হলো –

১) প্রথমে আপনাকে Bangla Shasya Bima এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর Application Status অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর Application Id দিয়ে Check বোতামে ক্লিক করলে আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন।

Bangla Shasya Bima Form 2023 PDF Download:- Link

এই কার্ড থাকলেই মাসে মাসে পাবেন ৩ হাজার টাকা! না থাকলে দেখুন কিভাবে আবেদন করতে হবে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin