IOCL Recruitment 2023 – ইন্ডিয়ান ওয়েল করপোরেশন লিমিটেড (IOCL) এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা ভারতের বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবঙ্গ রাজ্যে হলদিয়া -তেও কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আগামী 21 মার্চ 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। IOCL Recruitment 2023 এ আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে প্রদান করা হয়েছে।
IOCL Recruitment 2023 – Overview
নিয়োগকারী সংস্থা | Indian Oil Corporation Limited (IOCL) |
বিজ্ঞপ্তি নম্বর | RD/FTE-2023 |
পদের নাম | Executive |
বেতন | 12,00,000 – 16,00,000 টাকা (বার্ষিক) |
আবেদন মাধ্যম | অনলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট | iocl.com |
চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ
হলদিয়াতে ইন্ডিয়ান ওয়েল কোম্পানিতে প্রচুর কর্মী নিয়োগ (IOCL Recruitment 2023)
পদের নাম (Post Name)
- Executive Level L1
- Executive Level L2
শূন্য পদের সংখ্যা (Number of Vacancy)
IOCL Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে মোট 106 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম | শূন্য পদের সংখ্যা |
Executive Level L1 | 96 |
Executive Level L2 | 10 |
মোট শূন্য পদের সংখ্যা | 106 টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
IOCL Recruitment 2023 -এ আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Mechanical Engineering/Civil Engineering/Electrical Engineering/Instrumentation Engineering এ B.E বা B.Tech করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা (Age Limit)
IOCL -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Executive Level L1 পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছরের মধ্যে এবং Executive Level L2 পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 45 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।
বেতন (Salary)
নির্বাচিত প্রার্থীদের বেতনের পরিমাণ নিচের ছকে উল্লেখ করা হয়েছে –
পদের নাম | বেতন (বার্ষিক) |
Executive Level L1 | ₹ 12,00,000/- |
Executive Level L2 | ₹ 16,00,000/- |
আবেদন পদ্ধতি (IOCL Recruitment 2023 Apply Online)
ইচ্ছুক প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এখানে আবেদনের জন্য আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে –
- প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com এ যেতে হবে।
- এরপর What’s New অপশনে ক্লিক করে Requirement of Experienced Personnel on Fixed Term Contract Basis for engagement as Fixed Term Employees (FTEs) in Refineries Division -এ ক্লিক করতে হবে।
- এরপর এরপর Executive Level L2/Executive Level L2 এর মধ্যে যে পদের জন্য আবেদন করতে চান সেটি সিলেক্ট করুন।
- আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- এরপর আবেদন ফি জমা করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
আবেদন করার আগে অবশ্যই এর অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালো করে পড়ুন। বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য নীচে দেওয়া লিংকে ক্লিক করুন।

নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান
পশ্চিমবঙ্গের হলদিয়াতে, অসম, বিহার, ওড়িশা, হরিয়ানা এবং গুজরাট।
আবেদন ফি (Application Fee)
General/OBC/EWS | ₹ 300/- |
SC/ST/PWD | – |
Payment Method | Net Banking, Debit Card, Credit Card |
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | 28.02.2023 |
আবেদন শুরু | 28.02.2023 |
আবেদন শেষ | 22.03.2023 |
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
Official Notification PDF | Download |
Official Website | Click Here |
অন্যান্য চাকরির আপডেট
👉 এয়ার ইন্ডিয়াতে 90 টি শূন্য পদে কর্মী নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
👉 Yantra India Limited Recruitment 2023 মোট শূন্য পদ 5395 টি
👉 কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ জল শক্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
👉 রাজ্যে স্বাস্থ্য দপ্তরে হাউস স্টাফ কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ