India Post Payment Bank CSP Apply Online 2023: প্রত্যেকেই নিজের ব্যবসা করে নিজেই মালিক হতে চায় এবং প্রতি মাসে বড় অঙ্কের টাকা উপার্জন করতে চায় এবং সেই কারণেই এই আর্টিক্যালে আমরা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের সি.এস.পি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। যার জন্য আপনাক শেষ পর্যন্ত এই আর্টিক্যালটি মনোযোগ সহকারে পড়তে হবে।
আপনাকে বলে রাখি যে, India Post Payment Bank CSP Apply Online করার জন্য আপনার কাছে কমপক্ষে একটি কক্ষ (Room) থাকতে হবে সেটি নিজের বা ভাড়ায় হোক না কেন, সেই সঙ্গে আপনার কম্পিউটার বেসিক নলেজ থাকতে হবে, আপনি খুব সহজে আপনার গ্রাহকদের অনলাইন সেবা এবং সুবিধা প্রদান করতে পারেন।
শেষে, আমরা আপনাকে Quick Links প্রদান করেছি যাতে আপনি সহজে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক সি.এস.পি -এর জন্য আবেদন করতে পারেন এবং এর সম্পূর্ন সুবিধা পেতে পারেন।
India Post Payment Bank CSP Apply Online 2023 – Overview
Name of the Bank | Indian Post Payment Bank |
Name of the Article | India Post Payment Bank CSP Apply Online 2023 |
Type of Article | Latest Update |
Who can Apply for CSP? | All India Applicants Can Apply |
Mode of Application | Online via Service Request |
Expected Monthly Salary | Rs. 25,000 + |
Official Website | Click Here |
Read Also
SBI CSP Registration : এসবিআই মিনি ব্যাঙ্ক খুলে মাসে 10-20 হাজার টাকার বেশি আয় করুন, জেনে নিন কিভাবে?
India Post Payment Bank CSP খুলে গ্রাহকদের কি কি সুবিধা প্রদান করতে পারবেন?
- India Post Payment Bank CSP খুলে আপনি আপনার গ্রাহকদের এই সিএসপি এর সমস্ত অনলাইন সেবা প্রদান করতে পারবেন।
- গ্রাহকদের রিচার্জের সুবিধার সাথে বিল পেমেন্টের সুবিধা দিতে পারবেন।
- মাসে খুব সহজে 25,000 টাকা পর্যন্ত আয় করতে পারেন।
- গ্রাহকদের নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে কমিশন পেতে পারেন।
- গ্রাহকদের টাকা জমা এবং টাকা তোলার সুবিধা দিয়ে কমিশন পেতে পারেন।
- সবশেষে, আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যত গড়তে পারেন।
উপরের সমস্ত পয়েন্টগুলির সাহায্যে, আমরা আপনাকে বিস্তারিতভাবে বলেছি যে, CSP খোলার মাধ্যমে আপনি কী কী সুবিধা পাবেন এবং কীভাবে আপনি আপনার জীবন সাফল্য অব্যাহত রাখবেন।
India Post Payment Bank CSP খুলতে প্রয়োজনীয় ডকুমেন্টস
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক সিএসপি খুলতে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি –
- Aadhar Card
- PAN Card
- Ration Card
- Electricity Bill
- Passport Size Photo
- Police Verification
- Email ID
- Mobile Number
- Address Proof
India Post Payment Bank CSP খুলতে কোন কোন জিনিসের প্রয়োজন হবে?
আসুন জেনে নেওয়া যাক ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক সি.এস,পি কেন্দ্র খুলতে কোন কোন জিনিসের প্রয়োজন হবে, যা এই রকম –
- আপনার কাছে 1 টি কম্পিউটার থাকতে হবে,
- 1 টি প্রিন্টার থাকতে হবে,
- 1 টি রুম থাকতে হবে (নিজের বা ভাড়ায়)
- আপনার কাছে ইনভার্টার থাকতে হবে,
- ইন্টারনেট কানেকশন থাকতে হবে,
- আপনার কমপক্ষে 10th বা 12th পাশ হতে হবে,
- আপনার Basic Computer Knowledge থাকতে হবে ইত্যাদি ইত্যাদি।
উপরের সমস্ত জিনিস আপনার কাছে থাকতে হবে তবেই আপনি খুব সহজে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক সি.এস.পি খুলতে পারবেন এবং এর সেবা প্রদান করতে পারবেন।
Read Also
SBI Zero Balance Account Open Instantly : অনলাইনে মাত্র কয়েক মিনিটে খুলে নিন স্টেট ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট
How To Apply For India Post Payment Bank CSP?
যদি আপনি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক -এর জন সেবা কেন্দ্র অর্থাৎ CSP খুলতে চান তার জন্য আপনাকে নীচের স্টেপগুলো ফলো করতে হবে –
- India Post Payment Bank CSP Apply Online 2023 করার জন্য সবার প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে যেতে হবে –

- হোম পেজে আসার পর আপনাকে Service Request ট্যাবে আপনি Non-IPPB Customer সাব-ট্যাব পাবেন যেখানে আপনাকে PERTNERSHIP WITH US অপশনে ক্লিক করতে হবে,
- ক্লিক করার পর আপনার সামনে এর একটি নতুন পেজ খুলে আসবে, যা এইরকম হবে –

- এখন আপনাকে SERVICE REQUEST FORM সাবধানে পূরণ করতে হবে,
- আপনার কাছে চাওয়া সমস্ত ডকুমেন্টস স্ক্যান কপি আপলোড করতে হবে,
- সবশেষে, আপনাকে সাবমিট বোতামে ক্লিক করতে হবে যার পরে আপনি সার্ভিস রিকোয়েস্ট নম্বর পেয়ে যাবেন।
উপরের সমস্ত স্টেপ ফলো করার পর আপনার সার্ভিস রিকোয়েস্ট জমা হয়ে যাবে এবং ব্যাঙ্ক আপনার সাথে যোগাযোগ করবে।
Quick Links – India Post Payment Bank CSP Apply Online 2023
Official Website | Click Here |
Join Our Telegram Channel | Join Now |
Direct Link | Click Here |
FAQ’s of India Post Payment Bank CSP Apply Online 2023
India Post Payment Bank CSP Registration কিভাবে করবেন?
এর জন্য আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করে জমা করতে হবে, সম্পূর্ন প্রক্রিয়া জানতে আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
CSP এর পুরো নাম কি?
CSP এর পুরো নাম হল “Customer Service Point”
What is IPPB CSP registration?
India Post Payment Bank CSP খুলে আপনি আপনার গ্রাহকদের এই সিএসপি এর সমস্ত অনলাইন সেবা প্রদান করে মাসে খুব সহজে 25,000 টাকাআরও বেশি আয় করতে পারেন। গ্রাহকদের রিচার্জের সুবিধার সাথে বিল পেমেন্টের সুবিধা দিতে পারবেন। গ্রাহকদের নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে কমিশন পেতে পারেন। গ্রাহকদের টাকা জমা এবং টাকা তোলার সুবিধা দিয়ে কমিশন পেতে পারেন।
Indian Bank SO Recruitment 2023 – ভারতীয় ব্যাংকে প্রচুর চাকরির সুযোগ, এক্ষুনি আবেদন করুন
Voter ID Card Online Correction: এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড সংশোধন করে নিন
নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন করুন মোবাইল দিয়ে, নতুন পদ্ধতি দেখে নিন
PAN Aadhaar Link মিনিটের মধ্যে হয়ে যাবে, আজই জেনে নিন অনলাইন প্রসেস