আধার কার্ড অনলাইন ডাউনলোড কিভাবে করবেন? এই হলো সবচেয়ে সহজ পদ্ধতি

আধার কার্ডের আধার নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, ভার্চুয়াল আইডি ইত্যাদির মাধ্যমে খুব সহজে আধার কার্ড ডাউনলোড করা সম্ভব। যে সমস্ত ভারতীয় নাগরিক ভারত সরকার দ্বারা প্রদান করা যেকোনও সুবিধার লাভ ওঠাতে চান তাদের কাছে অবশ্যই আধার কার্ড থাকতে হবে। আধার কার্ড পরিচয় পত্র সাথে সাথে ঠিকানা শংসাপত্র হিসেবেও কাজ করে। আপনি যদি আধার কার্ড সংশোধন বা আপডেট করেছেন কিন্তু আপনার ঠিকানায় আধার কার্ড পাঠানো হয়নি, তবে আপনি UIDAI -এর ওয়েবসাইট থেকে আধার কার্ড ডাউনলোড (Aadhaar Card Download) করে প্রিন্ট করে নিতে পারেন। কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আমরা নিচে প্রদান করেছি।

ওয়েবসাইটের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করুন

আপনি যদি অনলাইনের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করতে চান তবে নিচে দেওয়া স্টেপগুলি ফলো করুন –

  • সবার প্রথমে আধারের অফিশিয়াল  ওয়েবসাইটে https://myaadhaar.uidai.gov.in/genricDownloadAadhaar ভিজিট করুন,
  • এরপর আপনার আধার নাম্বার বা এনরোলমেন্ট আইডি বা ভার্চুয়াল আইডি লিখুন,
  • এরপর Send OTP অপশনে ক্লিক করে ওটিপি ভেরিফাই করুন,
  • আপনি যদি মাস্কড আধার কার্ড ডাউনলোড করতে চান তাহলে ‘Masked Aadhaar’ অপশনে ক্লিক করুন,
  • এরপর ‘Verify And Download’ অপশনে ক্লিক করুন,
  • ক্লিক করার পর আধার PDF ডাউনলোড হয়ে যাবে, যা পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত থাকবে। এই PDF খোলার জন্য পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ড হবে আপনার নামের প্রথম 4 অক্ষর এবং আপনার জন্ম সাল। ( উদাহরণস্বরূপ – নাম AKASH, জন্ম তারিখ 01.01.1995, পাসওয়ার্ড হবে AKAS1995 )

মোবাইল নম্বর ছাড়া আধার কার্ড ডাউনলোড করার নতুন উপায় জেনে নিন

Digi Locker এর মাধ্যমে ই-আধার কার্ড ডাউনলোড করুন

  • প্রথমে Digi Locker ওয়েবসাইট বা অ্যাপে ভিজিট করুন,
  • এরপর ‘Sign In’ অপশনে ক্লিক আপনার 12 সংখ্যার আধার নম্বর লিখুন, (যদি রেজিষ্টার করা না থাকে তবে Sign Up এ ক্লিক করে রেজিষ্টার করুন)
  • এরপর OTP লিখে ভেরিফাই করুন,
  • এরপর Digi Locker এর ড্যাশবোর্ড খুলে আসবে,
  • এরপর মেনু বারে ক্লিক করে ‘Issued Documents’ অপশনে ক্লিক করুন,
  • এরপর Aadhaar Card লেখার পাশে ডাউনলোড আইকনে ক্লিক করে PDF এ ক্লিক করুন,
  • এরপর OTP ভেরিফাই করার সঙ্গে সঙ্গে Aadhaar Card Download হয়ে যাবে।

মনে রাখার বিষয়

  • যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, তাহলে আপনি আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন না।
  • কারণ আধার কার্ড ডাউনলোড করার জন্য আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP পাঠানো হয়, সেই OTP ভেরিফাই করে আধার কার্ড করা যায়। এই জন্য আপনি OTP ছাড়া আধার কার্ড ডাউনলোড করতে পারবেন না।
  • আপনি চাইলে যতবার ই-আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।
  • আপনি আপনার আসল আধার কার্ডের জায়গায় এই ই-আধার কার্ড ব্যবহার করতে পারবেন।
  • ই-আধার কার্ড ডাউনলোড করার পর প্রিন্ট করার জন্য পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে।

লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করুন আর পেয়ে যান প্রতি মাসে ৫০০ থেকে ১০০০ টাকা

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin