Aadhaar-PAN Card-DL হারানো, ভাঙার ঝামেলা শেষ! Digilocker এ সেভ করে রাখুন সমস্ত ডকুমেন্টস

Digilocker App এমন একটি অ্যাপ যার মধ্যে আপনি আপনার সমস্ত ডকুমেন্টসকে ডিজিটালি লক অর্থাৎ সেভ করে রাখতে পারেন। ডিজিলকার থাকার ফলে আপনি আপনার ফিজিক্যাল ডকুমেন্টস নিয়ে বহন করতে হবে না। এই অ্যাপে Aadhaar Card, Driving Licence, PAN Card, Ration Card, Marksheet & Certificate এবং আরও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস সেভ করে রাখতে পারবেন। যা ডিজিটালি পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে।

আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সবসময়ের জন্য নিজের সঙ্গে করে ক্যারি করতে হয়। কিন্তু সবসময় কাছে রাখার ফলে এটি কোনো কারণে ভেঙে যায় অথবা হারিয়ে যায়। এরফলে সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই সমস্যার সমাধানে সরকার এই ডিজিলকার অ্যাপ চালু করেছে। এই অ্যাপে সংরক্ষিত থাকা সমস্ত ডকুমেন্টস ফিজিক্যাল ডকুমেন্ট অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টের সমান গুরুত্ব দেওয়া হয়। কিকরে এই অ্যাপে ডকুমেন্টস সেভ করবেন তার বিস্তারিত পদ্ধতি আমরা এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি।

Jago Prakalpa: এই প্রকল্পে আবেদন করলে মহিলারা পাবেন 5 হাজার টাকা, কিভাবে পাবেন জেনে নিন।

Yuvashree Prakalpa: রাজ্যের যুবক যুবতীদের 1500 টাকা করে দিচ্ছে সরকার। রইলো আবেদন পদ্ধতি।

ডকুমেন্টস ডিজিলকারে সেভ করার প্রক্রিয়া

  • সবার প্রথমে গুগল প্লে স্টোর থেকে Digilocker App ডাউনলোড করতে হবে অথবা Digilocker এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে,
  • এরপর লগইন করতে হবে, যদি নতুন হয়ে থাকেন তবে রেজিস্ট্রেশন করতে হবে,
  • এরপর আপনি যে ডকুমেন্টটি যুক্ত করতে চান সেটি লিখে সার্চ করতে হবে,
  • উদাহরণস্বরূপ Aadhaar Card যুক্ত করার পদ্ধতি বলছি,
  • সার্চ বক্সে Aadhaar Card লিখে সার্চ করতে হবে,
  • এরপর আপনার আধার নম্বর লিখে OTP ভেরিফাই করতে হবে,
  • একবার লিঙ্ক হয়ে গেলে আপনি ডিজিলকার ওয়েবসাইটে অথবা অ্যাপে ডকুমেন্টটি দেখতে পাবেন এবং ডাউনলোড করতে পারবেন।

উপরের সমস্ত স্টেপস ফলো করে আপনি আপনার ডিজিলকারে আপনার সমস্ত ডকুমেন্টস সেভ করে রাখতে পারবেন।

👉 PAN Aadhaar Link করানো যাচ্ছে না কিছুতেই! এর উপায় জেনে নিন

👉 Voter Aadhaar Link: ৩১ মার্চের মধ্যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডও লিঙ্ক করতে হবে, কিভাবে করবেন? ক্লিক করে জেনে নিন

👉 Aadhaar Card Verification: আপনার আধার কার্ড আসল নাকি নকল, যাচাই করে নিন এই সহজ পদ্ধতিতে

👉 Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন

👉Birth Certificate Online Apply 2023: জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন কিভাবে? জেনে নিন সম্পূর্ন পদ্ধতি

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin