PVC Aadhar Card: বাড়িতে বসে আপনি নিজেই অর্ডার করুন, জানুন এই সহজ পদ্ধতি

আজকের দিনে আধার কার্ড হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ নথি। এটি ছাড়া আমরা প্রায়ই অচল। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বা কোনো সরকারী প্রকল্পের সুবিধা নিতে যান, আধার কার্ড ছাড়া কাজ অসম্ভব হয়ে যায়।

তাই আমরা অনেকেই অন্যান্য কার্ড যেমন প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদির মতো আধার কার্ডটিও সবসময় নিজেদের সঙ্গে রাখতে চাই। কিন্তু আধার কার্ড সঙ্গে রাখা আর যায় না, কারণ যে আধার কার্ডটি সরকার থেকে আসে সেটি সাইজে বড়ো হওয়ার জন্য সঙ্গে করে অর্থাৎ পকেটে করে বহন করা যায় না। তাই এই কথা মাথায় রেখে UIDAI নিয়ে এসেছে PVC Aadhaar কার্ডের পরিষেবা।

এই PVC আধার কার্ডটি ATM কার্ডের সাইজের মতো হয়ে থাকে। এই কার্ডের একদিকে থাকে আধার ধারকের নাম, আধার নম্বর, ছবি এবং QR কোড এবং অন্যদিকে থাকে ঠিকানা। এটি জলে ভিজলে নষ্ট হওয়ার ভয় থাকে না কারণ এটি প্লাস্টিকের হয়ে থাকে।

আমরা এই আর্টিক্যালে বলেছি কিভাবে PVC Aadhar Card Order করবেন? তাই আর দেরি না করে জেনে নেওয়া যাক PVC Aadhar Card Order Process

প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

কিভাবে পাবেন এই PVC Aadhar Card?

PVC Aadhar Card Order করার জন্য আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে –

  1. সবার প্রথমে আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in -এ যেতে হবে,
  2. তারপর আপনাকে Get Aadhaar সেকশনের মধ্যে থাকা Order Aadhaar PVC Card অপশনে ক্লিক করতে হবে,
  3. তারপর একটি নতুন পেজ খুলে আসবে, যেখানে আপনাকে Login অপশনে ক্লিক করতে হবে,
  4. তারপর 12 সংখ্যার আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখে  Send OTP অপশনে ক্লিক করতে হবে,
  5. আধার লিঙ্কড মোবাইল নাম্বারে একটি OTP আসবে, এই OTP লিখে ভেরিফাই করতে হবে,
  6. OTP ভেরিফাই করার পর আপনার PVC কার্ডের প্রিভিউ দেখতে পাবেন,
  7. তারপর, আপনাকে মাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে,
  8. পেমেন্ট করার পর আপনি একটি Receipt পাবেন এটি ডাউনলোড করে সঙ্গে রাখুন পরে PVC Aadhar Card Order Status Check করতে কাজে লাগবে।

উপরের এই কয়েকটি স্টেপ ফলো করে আপনি আপনার PVC Aadhar Card Order করতে পারবেন।

Impotant Links

Official WebsiteClick Here
Join Our Telegram ChannelJoin Now

মোবাইল নম্বর ছাড়া আধার কার্ড ডাউনলোড করার নতুন উপায় জেনে নিন

Aadhar Card New Update: পুরোনো আধার কার্ড ধারকদের জন্য বিরাট বড়ো খবর, শীঘ্রই আপডেট করুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin