জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ করা হবে বাঁকুড়া জেলায়। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের বিবরণ
এখানে মোট ২৭ টি বিভাগে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম | শূন্যপদ |
Medical Officer | ০৬ |
General Duty Medical Officer | ১৩ |
Technical Supervisor | ০২ |
Laboratory Technician | ০৯ |
Nutritionist | ০১ |
Medical Social Worker | ০২ |
Staff Nurse | ০২ |
Community Health Assistant | ১০ |
Physiotherapist | ০১ |
Clinical Psychologist | ০২ |
Senior Treatment Supervisor | ০২ |
Senior Tuberculosis Laboratory Supervisor (STLS) | ০১ |
VBD Technical Supervisor | ০২ |
Audiologist & Speech Therapist | ০১ |
Social Worker | ০১ |
Programme Assistan | ০১ |
Multi Rehabilitation Worker | ১৬ |
Peer Support | ০১ |
Counsellor | ০১ |
মোট শূন্যপদের সংখ্যা | ৭৪ টি |
আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
শিক্ষাগত যোগ্যতা
এখানে প্রতিটি বিভাগে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা প্রয়োজন। তাই নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
বয়সসীমা, বেতন
এখানে প্রতিটি বিভাগে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন বয়সসীমা ও বেতন রয়েছে। তাই নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্রের প্রিন্টআউট বের করে নিতে হবে। আবেদাপত্রে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস ও আবেদন ফি জমা করার রশিদ সংযুক্ত করতে হবে। এরপর নির্দিষ্ট ঠিকানা Speed Post -এর মাধ্যমে পাঠাবে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
The Chief Medical Officer of Health, Bankura, Tamlibandh, Patpur Road, Post+Dist- Bankura – 722101
আবেদন ফি
- UR, OBC – ১০০/- টাকা
- SC, ST – ৫০/- টাকা
- অফিসিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবেদন ফি জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ
ইচ্ছুক প্রার্থীদের ১৭/০৪/২০২৩ তারিখের মধ্যে আবেদন জানাতে হবে।
Important Links – CMOH Bankura Recruitment 2023
OFFICIAL NOTIFICATION + APPLICATION FORM:- DOWNLOAD PDF
OFFICIAL WEBSITE:- CLICK HERE
MORE JOB UPDATE:- CLICK HERE
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 উচ্চমাধ্যমিক পাশে EPFO-তে 2800+ শূন্যপদে নিয়োগ, প্রতিমাসে বেতন 25,500 টাকা
👉 উচ্চমাধ্যমিক পাশে স্থায়ী সরকারি চাকরি, ২০০টি শূন্যপদ, প্রতিমাসে বেতন ১৯,৯০০ টাকা
👉 কলকাতা পৌরসভা স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স নিয়োগ, প্রতিমাসে বেতন ২৫,০০০ টাকা
👉 কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করবেন?
👉 Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন