Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

ভারতীয় ডাক বিভাগ একটি দুর্দান্ত Post Office Scheme নিয়ে হাজির হয়েছে। যেখানে আপনি ৫ বছরে গুণ টাকা পাবেন। আমাদের দেশে সকল বিনিয়োগকারীরা নিজেদের সারা জীবনের সঞ্চয় জমা করার জন্য প্রথমেই বেছে নেন ভারতীয় পোস্ট অফিসকে। কারণ পোস্ট অফিসে বিনিয়োগ করা টাকার নিরাপত্তা রয়েছে যথেষ্ট।

আজকের এই প্রতিবেদনে আমরা যে স্কিমটির সম্পর্কে আলোচনা করতে চলেছি সেই স্কিমটি হলো NCS (National Savings Certificate)। পোস্ট অফিসের সমস্ত স্কিমগুলির মধ্যে এই স্কিমটি হলো অন্যতম।

NPS Withdrawal New Rules 2023 – পেনশনের টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন, এই কাজটি না করলে পাবেন না টাকা

পোস্ট অফিসের NCS স্কিমের মেয়াদ ৫ বছর এবং বর্তমানে এই স্কিমে বিনিয়োগের ওপর ৭% হারে সুদ প্রদান করা হয়। চলুন এই স্কিমের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Post Office Scheme (NSC) আবেদনের যোগ্যতা

  1. যেকোনো ভারতীয় নাগরিক এই স্কিমে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন।
  2. এই স্কিমে সিঙ্গেল কিংবা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  3. জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ জন মিলে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  4. ১০ বছরের বেশি বয়সী এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  5. বর্তমানে এই স্কিমে ৭% হারে সুদ প্রদান করা হচ্ছে। কিন্তু সময় অনুসারে এই সুদের হার পরিবর্তন হতে পারে।

Post Office Scheme (NSC) কত টাকা বিনিয়োগ করতে পারবেন?

  1. আপনি নূন্যতম ১০০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন।
  2. এই স্কিমে বিনিয়োগ করলে আয়কর আইনের ধরা ৮০সি এর অধীনে আয়কর ছাড় পাওয়া যাবে।

Post Office MIS Scheme: পোস্ট অফিসের জনপ্রিয় সঞ্চয় স্কিম, মাত্র একবার টাকা জমিয়ে সারাজীবন মাসে মাসে টাকা পান।

Post Office Scheme (NSC) কত টাকা রিটার্ন পাওয়া যাবে?

যদি আপনি এই স্কিমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ৫ বছর পর ১,৪০,২৫৫ টাকা রিটার্ন পাবেন। এই হিসাবে আপনি এখানে যায় বেশি টাকা বিনিয়োগ করবেন তত বেশি টাকা রিটার্ন পাবেন।

Post Office Scheme (NSC) অ্যাকাউন্ট কিভাবে খুলবেন?

অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে।

মনে রাখবেন, ৫ বছরের আগে এই স্কিমটি বন্ধ করতে পারবেন না। এই স্কিমের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট www.indiapost.gov.in -এ ভিসিট করুন।

এই স্কিম নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার এবং আমাদের ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।

FAQs

What is the full name of NSC?

Ans. NSC full form is National Savings Certificate (NSC).

What is the interest rate of 5 year NSC?

Ans. The term is already fixed at five years. This is because the NSC matures in 5 years. The interest is fixed at 7%. This is the current interest rate announced by the Ministry of Finance as of January 1st, 2023.

📌 পোস্ট অফিসের জনপ্রিয় সঞ্চয় স্কিম, মাত্র একবার টাকা জমিয়ে সারাজীবন মাসে মাসে টাকা পান।

📌 LIC এই পলিসিতে মাত্র ১২১ টাকা বিনিয়োগ করে পান ২৭ লক্ষ টাকা রিটার্ন, বিস্তারিত জানুন

📌 হাতে আর মাত্র কয়েক দিন বাকি, আজই করে নিন প্যান আধার লিঙ্ক, নইলে বিপদ!

📌 Amul Franchise নিয়ে প্রতি মাসে আয় করুন লাখ লাখ টাকা।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin