আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা, জানবেন কীভাবে?

Updated on:
আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা

আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা তা জানবেন কীভাবে? আজ আমরা আপনাকে আধার কার্ড সংক্রান্ত তথ্য দেবো। এই তথ্য অনুযায়ী আপনি জানতে পারবেন আপনার মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করা আছে কি না। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে আপনি আপনার মোবাইলেই আধার সংক্রান্ত সমস্ত তথ্য খুব সহজে পেয়ে যাবেন। তাহলে আপনি যদি জানতে চান আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা তা এই আর্টিক্যালের মাধ্যমে জানতে পারবেন।

- Advertisement -

আপনার মোবাইল নম্বর যদি আপনার আধারের সাথে লিঙ্ক করা থাকে, তাহলে আপনি অনেক ধরনের অনলাইন পরিষেবার সুবিধা নিতে পারেন। তাহলে এই আর্টিক্যাল থেকে দেখে নিন আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা?

এই আর্টিক্যালের শেষে, আমরা আপনাকে Quick Links প্রদান করবো, যাতে আপনি এটির সম্পূর্ণ সুবিধা নিতে পারেন।

- Advertisement -

Aadhar Mobile Number Update Online Link ✔️ 2023 : ঘরে বসে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করুন

- Advertisement -

আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা তা জানবেন কীভাবে?

  • আপনি যদি জানতে চান যে, আপনার মোবাইল নম্বরটি আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে কিনা, তাহলে প্রথমে আপনাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে যেতে হবে।
  • এরপরে হোমপেজে অনেকগুলি অপশন দেখতে পাবেন, যার মধ্যে আপনাকে Aadhaar Services সেকশন পাবেন।
আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা
  • এর মধ্যে Verify an Aadhaar Number অপশনে ক্লিক করতে হবে।
আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা
  • এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে, যেখানে আপনাকে আপনার আধার নাম্বার এবং ক্যাপচা লিখতে হবে।
  • এরপর নীচে দেওয়া Proceed and Verify Aadhaar বোতামে ক্লিক করুন।
আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা
  • এখন আপনার সামনে একটি নতুন পেজ খুলবে যেখানে আপনি আধারের সম্পূর্ণ স্ট্যাটাস দেখতে পাবেন।
  • এবং যদি মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে আপনার মোবাইল নম্বরের শেষ চারটি সংখ্যা দেখতে পাবেন।
  • এর মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা।

[ Big Update ] Ration Card Aadhaar Link 2023 : পশ্চিমবঙ্গের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন বিনামুল্যে, জেনে নিন এই সহজ পদ্ধতি

সবশেষে, আমরা আশা করি আপনারা অবশ্যই আমাদের এই আর্টিক্যালটি পছন্দ করেছেন, যার জন্য আপনি আমাদের এই আর্টিক্যালটিতে লাইক, শেয়ার এবং মন্তব্য করবেন।

এই ধরনের আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি Google News -এ ফলো করুন এবং আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে

Quick Links

Official WebsiteClick Here
Direct Link To Check Aadhar Mobile Number Link StatusClick Here
Join Our Telegram GroupClick Here

আধার কার্ড নতুন নিয়ম জারি করলো, এবার ডকুমেন্ট আপডেট করতে হবে সকলকে

শিশুদের জন্য আধার কার্ড বানান এই সহজ পদ্ধতিতে

ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার খুব সহজ উপায় দেখে নিন

আধার কার্ডে পুরোনো ছবি পছন্দ হচ্ছে না, বদলান এই সহজ উপায়ে

ফ্রি শৌচালয়ের জন্য আবেদন করুন। রইলো আবেদন পদ্ধতি

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush