ভোটার কার্ডের জন্য আবেদন করার নতুন পদ্ধতি সম্পর্কে জেনে নিন।

1993 সালে আমাদের দেশে প্রথমবারের মতো ভোটার কার্ড ECI (Election Commission Of India) দ্বারা ইস্যু করা হয়েছিল। 18 বছরের বেশি বয়সী দেশের সকল নাগরিককে এই EPIC কার্ড অর্থাৎ ভোটার কার্ড তৈরি করতে হবে। ভোটে অংশ নিতে এই কার্ডের প্রয়োজন পড়ে। এই বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, তার আগে ভোটার কার্ডের জন্য আবেদন করার পদ্ধতি সম্পর্কে জেনে নিন।

ভোটার কার্ড শুধুমাত্র ভোট দানের জন্য নয়। আমাদের দেশে গুরুত্বপূর্ন পরিচয়পত্রগুলি যেমন আধার কার্ড, প্যান কার্ড তার পরে এটি তৃতীয় গুরুত্বপূর্ন পরিচয়পত্র। তাই আমাদের সকলের 18 বছর বয়স হলে ভোটার কার্ডের জন্য আবেদন (Apply for New Voter Card Online) করা উচিত। আগের দিনের মতো এখন আর ভোটার কার্ড আবেদনের জন্য লম্বা লাইনে অপেক্ষা করতে হবে না। কারণ এখন আপনি আপনার মোবাইল ফোন দিয়ে অনলাইন ECI -এর অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ভোটার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। ভোটার কার্ড আবেদনের জন্য ওয়েবসাইট এবং অ্যাপ উভয় পদ্ধতি সম্পর্কে নীচে আলোচনা করেছি।

ভোটার কার্ড ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পদ্ধতি

Apply for New Voter Card Online:-

  1. সবার প্রথমে আপনাকে www.nvsp.in ওয়েবসাইটে আসতে হবে,
  2. এরপরে আপনাকে রেজিষ্টার করতে হবে,
  3. নতুন ভোটার কার্ড আবেদনের জন্য 6 নম্বর ফর্ম খুলতে হবে,
  4. এরপর আপনার আধার কার্ডের নম্বর লিখতে হবে (আধার কার্ড ছাড়া আবেদন করা যাবে না),
  5. এরপর নিজের নাম, অভিভাবকের নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি, ঠিকানা লিখতে হবে,
  6. সঠিকভাবে তথ্য পূরণ করতে হবে, নাহলে আবেদন বাতিল হয়ে যেতে পারে,
  7. এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে,
  8. আপনার সমস্ত তথ্য যাচাই করার পরে কিছুদিনের মধ্যে আপনার বাড়িতে ভোটার কার্ড চলে আসবে।

ভোটার কার্ড অ্যাপের মাধ্যমে আবেদন পদ্ধতি

  1. প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে Voter Helpline App আপনার মোবাইলে ইনস্টল করতে হবে,
  2. এরপর অ্যাপটি ওপেন করতে হবে,
  3. অ্যাপের মধ্যে নিজের ইমেইল আইডি দিয়ে রেজিষ্টার করতে হবে,
  4. এরপর New Apply অপশনে ক্লিক করতে হবে,
  5. ফর্ম নম্বর 6 সিলেক্ট করতে হবে,
  6. এরপর নিজের সমস্ত তথ্য পূরণ করতে হবে,
  7. প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিতে হবে,
  8. এরপর সাবমিট করলে রেফারেন্স নম্বর পাবেন,
  9. এটি কোথাও নোট করে রাখুন, পরে এটি আবেদনের স্ট্যাটাস চেক করতে কাজে লাগবে,

এই নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের আরও খবরের আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকুন।

Important Links

Official WebsitePlease Click Here
Join Our Telegram ChannelPlease Join Now
Join Our WhatsApp GroupPlease Join Now

এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড সংশোধন করে নিন

নতুন ভোটার লিস্ট ২০২৩ প্রকাশিত হলো, ডাউনলোড করুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin