PAN Aadhaar Link 2023: প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করুন নাহলে পরে খুব সমস্যায় পড়তে পারেন

PAN Aadhaar Link in Bengali : ভারতে প্যান এবং আধার লিঙ্ক (PAN Aadhaar Link) করা বাধ্যতামূলক করা হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) প্যান-আধার লিঙ্ক করার শেষ তারিখ 31 মার্চ, 2022 নির্ধারণ করেছিল। কিন্তু আপনার কাছে এখনো সময় আছে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার। CBDT দ্বারা জারি করা একটি সার্কুলার অনুসারে, আপনি যদি 31 মার্চ, 2023 -এর মধ্যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেন তবে আপনাকে 1000 টাকা জরিমানা দিতে হবে।

যদি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করেন তাহলে 31 মার্চ 2023 তারিখের পর আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় (Inactive) হয়ে যাবে।

প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

বিষয় সূচী ~

লিঙ্ক না করালে কোন কোন সমস্যাগুলির সম্মুখীন হতে হবে?

প্যান কার্ড নিষ্ক্রিয় হওয়ার পরে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আমরা সবাই জানি যে আমাদের দেশে সমস্ত আর্থিক লেনদেনে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক। আর এমন পরিস্থিতিতে যদি আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় থেকে যায়, তাহলে আপনার কোনো কাজই সম্পূর্ন হবে না, তা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন? কোন কোন সমস্যার সম্মুখীন হবেন তা নীচে উল্লেখ করা হলো –

  • 50 হাজার টাকার বেশি FD করতে পারবেন না।
  • 50 হাজার টাকার বেশি ক্যাশ জমা করতে পারবেন না।
  • Mutual Funds এ ইনভেস্ট বা রিডিম করতে পারবেন না।
  • নতুন Debit/Credit Card নিতে পারবেন না।
  • বিদেশি কোনো কারেন্সি 50 হাজার টাকার বেশি খরচ করে কিনতে পারবেন না।
  • আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।

কোন কোন ব্যাক্তির করার দরকার নেই PAN Aadhaar Link

  • যে ব্যাক্তির কাছে Aadhaar Card বা Aadhaar Number বা Enrollment ID নেই।
  • অসম, জম্মু-কাশ্মীর (J&K) এবং মেঘালয় নিবাসী।
  • Income Tax Act 1961 অনুসারে নন রেজিস্টার্ড 80 বছরের বেশি বয়সী ব্যাক্তি।
  • যারা ভারতের নাগরিক নয়।

LIC Policy আছে আপনার? এই কাজ না করলে এক টাকাও পাবেন না, সব টাকা জলে

লিঙ্ক করার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে?

আপনার প্যান আধার লিঙ্ক (PAN Aadhaar Link) করার জন্য শুধুমাত্র আপনার আধার নাম্বার এবং প্যান কার্ডের প্রয়োজন পড়বে। এই দুটি ডকুমেন্টের ব্যাক্তিগত তথ্য একই হতে হবে। তবেই এর উপর নির্ভর করে যে আপনার Linking Successful হয়েছে কিনা।

প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার প্রক্রিয়া (PAN Aadhaar Link Process)

Link aadhaar with PAN Card
How can I link my Aadhar card with PAN card online?
  1. সবার প্রথমে আপনাকে ইনকাম ট্যাক্স অফিসিয়াল ওয়েবসাইটে www.incometax.gov.in যেতে হবে।
  2. ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট খোলার পর “Link Aadhaar” বিকল্পে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে।
  3. এখানে আপনাকে আপনার প্যান কার্ড, আধার কার্ডের ডিটেইলস-সহ আপনার নাম এবং মোবাইল নাম্বার লিখতে হবে।
  4. সব কিছু তথ্য প্রদান করার পর আপনাকে “I Validate My Aadhaar Details” বিকল্পে ক্লিক করতে হবে এবং এরপর Continue বিকল্পে ক্লিক করতে হবে।
  5. এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি OTP আসবে, OTP লিখে Validate বিকল্পে ক্লিক করতে হবে।
  6. এরপর আপনাকে লেট ফিস দিতে হবে, লেট ফিস দেওয়ার পর আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়ে যাবে।

লিঙ্ক হয়েছে কিনা অথবা লিঙ্ক আছে কিনা তা কিভাবে চেক করবেন? – How to check if PAN card is linked with Aadhaar?

আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা তা চেক করতে পারবেন নিচের স্টেপগুলো ফলো করে –

  1. আপনাকে প্রথমে https://www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar এই লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর আপনাকে আপনার প্যান নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা লিখে Submit বিকল্পে ক্লিক করতে হবে।
  3. এরপর নতুন পেজ খুলে আসবে, যেখানে আপনি আধার এবং প্যান লিঙ্কিং সম্পর্কে তথ্য পাবেন।

আপনি যদি এখনও আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করে থাকেন, তাহলে অবিলম্বে উপরে দেওয়া স্টেপগুলো ফলো করুন এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটি সম্পূর্ণ করুন। 31 মার্চের মধ্যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কতদ লিংক করে নিন। এর জন্য আপনাকে 1000 টাকা জরিমানা দিতে হবে। যদি লিংক না করেন তাহলে আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাবে এবং 10,000 টাকা জরিমানা দিতে হতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করে নিন।

ভিডিওর মাধ্যমে প্যান আধার লিঙ্ক করার প্রক্রিয়া জানুন

FAQs – PAN Aadhaar Link 2023

প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবো কোন ওয়েবসাইটের মাধ্যমে?

প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে www.incometax.gov.in

প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে কত টাকা খরচ হবে?

আপনাকে 1000 টাকা জরিমানা দিতে হবে। লিংক করতে হবে 31 মার্চ 2023 তারিখের মধ্যে।

প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক আছে কিনা কিভাবে চেক করে? – How to check if PAN card is linked with Aadhaar?

প্রথমে আপনাকে https://www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar ওয়েবসাইটে যেতে হবে, এরপর প্যান নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা পুরন করে Submit বিকল্পে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, আপনার প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক আছে কিনা।

প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন?

শুধুমাত্র আপনার আধার নাম্বার এবং প্যান নাম্বার হলেই হবে।

প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা কি বাধ্যতামূলক? – Is PAN Aadhaar link mandatory?

হ্যাঁ, যদি আপনি লিঙ্ক না করেন তাহলে আপনি ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হবেন। কোন কোন সমস্যার সম্মুখীন হবেন তা উপরে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

মাত্র 5 মিনিটে বিনামূল্যে প্যান কার্ড কিভাবে বানাবেন

Aadhar Card Update : How To Online Correction On Aadhar Card -Name,DOB, Address etc…

স্টেট ব্যাঙ্ক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অনলাইনে কিভাবে খুলে

কিভাবে SBI YONO App এর মাধ্যমে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন? জানুন সম্পূর্ন প্রসেস

YONO SBI App Registration Process

GroMo App : Earn Money Online from GroMo App

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin