YONO SBI Registration 2023 : ঘরে বসে এইভাবে চালু করুন নিজের ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা

YONO SBI Registration 2023: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আছে এবং আপনার অ্যাকাউন্টে ইন্টারনেট ব্যাঙ্কিং (Internet Banking) পরিষেবা চালু করতে চান? তাহলে আমাদের এই আর্টিক্যালটি আপনার জন্য খুবই উপকারী এবং সহায়ক হতে পারে। কারণ আমরা আপনাকে এই আর্টিক্যালে বিস্তারিত তথ্য দেবো যে, কিভাবে YONO SBI Registration 2023 করে?

এখানে আমরা আপনাকে বলতে চাই যে, আপনার Yono SBI Registration করার সময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং রেজিষ্টার মোবাইল নাম্বার ব্যাঙ্কে সঙ্গে লিংক থাকতে হবে, যাতে আপনি সহজেই OTP যাচাইকরণ করতে পারেন এবং আপনি ইন্টারনেট ব্যাংকিং (Net Banking) পরিষেবা চালু করে এর সুবিধা পেতে পারেন।

অনলাইনে মাত্র কয়েক মিনিটে খুলে নিন স্টেট ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট

Awas Plus : বাড়ির স্ট্যাটাস চেক করুন, সার্ভের পর আপনার নাম উঠলো কিনা! দেখুন…

YONO SBI Registration – Overview

Name of the AppYONO SBI App
Name of the BankState Bank of India
Name of the ArticleYONO SBI Registration 2023
Type of ArticleLatest Update
Subject of Articleকিভাবে এস.বি.আই ইয়নোর জন্য ইউজারনেম বানাবেন?
Mode of RegistrationOnline
Charges of Internet Banking?As Per Applicable
Requirements for Registration?SBI Bank Account Number, Registered Mobile Number, ATM/Debit Card Details etc.

ভুল অ্যাকাউন্টে হয়ে গেছে UPI পেমেন্ট, তবে টাকা পাবেন ফেরত, জানুন এর সম্পূর্ন উপায়

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • SBI ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার
  • রেজিস্টার্ড মোবাইল নাম্বার

Step By Step Process of YONO SBI Registration 2023

যে সমস্ত SBI অ্যাকাউন্ট হোল্ডার নিজে নিজের মোবাইল ব্যাংকিং পরিষেবা চালু করতে চান তাদের এই স্টেপগুলো ফলো করে রেজিস্ট্রেশন করতে হবে, যা নিম্নরূপ-

  1. YONO SBI Registration করার জন্য সবার প্রথমে নিজে নিজের স্মার্টফোনে প্লে স্টোর থেকে YONO SBI লিখে সার্চ করুন, এরপর এই রকমের রেজাল্ট পাবেন –
YONO SBI Registration
  1. এখন অ্যাপটি ডাউনলোড বা ইনস্টল করুন,
  2. এরপর অ্যাপটি ওপেন করুন –
YONO SBI Registration
  1. এখন এখানে আপনি SBI Existing Customer অপশন পাবেন এই অপশনে ক্লিক করুন,
  2. ক্লিক করার পর এই রকম একটা নতুন পেজ খুলে আসবে –
YONO SBI Registration
  1. এখন এই পেজে সিম কার্ড সিলেক্ট করুন যে মোবাইল নাম্বারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে এবং Next অপশনে ক্লিক করুন,
  2. ক্লিক করার পর সিম কার্ড যাচাইকরণ হবে, যার পরে আপনার সামনে এই রকমের একটি নতুন পেজ খুলে আসবে,
  3. এখানে Proceed অপশনে ক্লিক করুন,
  4. ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে –
YONO SBI Registration
  1. এরপর এখানে আপনার বিবেচনা অনুযায়ী যে কোনো একটি অপশন সিলেক্ট করুন এবং Proceed অপশনে ক্লিক করুন,
  2. এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে –
yono sbi registration in bengali
  1. এখন আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং জন্ম তারিখ লিখে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে Proceed অপশনে ক্লিক করুন,
  2. এরপর OTP ভেরিফাই করে প্রোসিড অপশনে ক্লিক করুন,
  3. এরপর এখানে আপনার বিবেচনা অনুযায়ী যে কোনো একটি অপশন সিলেক্ট করুন এবং প্রোসিড অপশনে ক্লিক করুন,
  4. এরপর ATM Card Details লিখে Next অপশনে ক্লিক করুন,
  5. এরপর আপনার ATM Card PIN লিখুন এবং Next করুন,
  6. Next করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে , যা নিম্নরূপ হবে –
yono sbi registration in bengali
  1. এখন এই পেজে আপনাকে আপনার ইন্টারনেট ব্যাংকিং -এর UsernamePassword সেট করতে হবে এবং Confirm অপশনে ক্লিক করুন,

Username ও Password এই রকম হবে,
যেমন Username – Abcd এবং Password – Abcd@1234

  1. ক্লিক করার পর আপনি একটি অভিনন্দন বার্তা পাবেন, যা নিম্নরূপ হবে –
YONO SBI Registration 2023
  1. এরপর এখানে আপনাকে 6 অঙ্কের M PIN তৈরি করতে বলবে তাই আপনাকে SET M PIN অপশনে ক্লিক করে M PIN তৈরি করতে হবে –
  2. এরপর OTP ভেরিফাই করে সাবমিট করুন, 
  3. সবশেষে, এইভাবে আপনি আপনার State Bank of India ব্যাঙ্ক অ্যাকাউন্টের YONO SBI Registration করে Net Banking পরিষেবা চালু করতে পারবেন।

উপরের সমস্ত স্টেপগুলি অনুসরণ করে, আপনারা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীরা শুধুমাত্র আপনার YONO SBI Registration করতে পারবেন তা না একই সঙ্গে আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা ইত্যাদি চালু করতে পারবেন।

Join Our Telegram ChannelJoin Now

SBI Mudra Loan Online Apply : SBI 5 মিনিটের মধ্যে 50,000 টাকা লোন দিচ্ছে, এই ভাবে আবেদন করুন

SBI Whatsapp Banking: আঙুল ছোঁয়ালেই গ্রাহকের হোয়াটসঅ্যাপে চলে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নানান তথ্য, নতুন উদ্যোগ SBI-এর

SBI CSP খুলে মাসে 10-20 হাজার টাকার বেশি আয় করুন, জেনে নিন কিভাবে?

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin