পরিবারে কন্যা সন্তান থাকলেই SBI দেবে ১৫ লক্ষ টাকা, কিভাবে সুবিধা পাবেন? জেনে নিন | Sukanya Samriddhi Yojana

Sukanya Samriddhi Yojana (SSY): বর্তমানে দেশের বেশিরভাগ মানুষেরই SBI তে নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে। ব্যাংকের তরফে প্রায়শই একাউন্টধারীদের জন্য নতুন নতুন সুবিধা চালু করে। এবার পরিবারে কন্যা সন্তান থাকলেই তাদেরকে বিশেষ সুবিধা প্রদান করা হবে। এই যোজনায় আবেদনকারীরা পাবেন ১৫ লক্ষ টাকা। তাছাড়াও রয়েছে আরো অনেক সুবিধা। এর জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কের নিকটবর্তী শাখায় যেতে হবে এবং এই যোজনার সুবিধা পেতে অ্যাকাউন্ট খুলতে হবে।

আমরা Sukanya Samriddhi Yojana (SSY) -এর কথা বলছি। আপনি আপনার কন্যা সন্তানের জন্য এই যোজনার আওতায় অ্যাকাউন্ট খুলে ১৫ লক্ষ টাকা সহ বিভিন্ন সুবিধা পেতে পারেন। এই যোজনার সমন্ধে বিস্তারিত জানতে রইলো আজকের এই প্রতিবেদন।

Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন

কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তরফে দেশের কন্যা সন্তানদের উদ্দ্যেশ্যে একাধিক প্রকল্প চালু করেছে (কন্যাশ্রী, সবুজ সাথী, বেটি বাঁচাও বেটি পড়াও ইত্যাদি)। বর্তমানে আবেদনকারীরা সেই সমস্ত প্রকল্পের মাধ্যমে একাধিক সুযোগ সুবিধা পাচ্ছেন। তবে এবার SBI-ও সেই তালিকায় যুক্ত হলো। এই যোজনার মাধ্যমে কেবলমাত্র কন্যা সন্তানদের উচ্চশিক্ষিত করা সম্ভব হবে তা নয়, তাদের বিবাহের জন্য ব্যবস্থা করা যাবে। অর্থাৎ এই যোজনার অধীনে পাওয়া যাবে মোটা অংকের টাকা।

Sukanya Samriddhi Yojana কি?

২০১৫ সালের ২২ শে জানুয়ারি সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) -এর সূচনা হয়েছিল। এই যোজনার অধীনে কেবলমাত্র কন্যা সন্তানরাই সুবিধা পাবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে টুইটে জানানো হয়েছে, দেশের সমস্ত কন্যা সন্তানদের সুকন্যা সমৃদ্ধি যোজনার সমস্ত সুবিধা প্রদানের কাজ ইতিমধ্যেই শুরু করেছে এসবিআই। তবে সেই সমস্ত সুবিধা পেতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। জেনে নিন কি কি?

পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

  • কন্যা সন্তানকে অবশ্যই একজন ভারতীয় হতে হবে।
  • কন্যা সন্তানের বয়স হতে হবে ১০ বছরের মধ্যে।
  • শুধুমাত্র কন্যা সন্তানের পিতামাতা বা আইনি অভিভাবকরাই এই যোজনার অধীনে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  • পরিবারের সর্বাধিক দুটি কন্যা সন্তানের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদিও এই নিয়মে সম্প্রতি পরিবর্তন আনা হয়েছে, যদি কোনও ব্যক্তির প্রথম সন্তানের মধ্যে একটি কন্যা সন্তান থাকে এবং দ্বিতীয়বার যমজ কন্যা সন্তানের জন্ম হয়, তাহলে সেই পরিস্থিতিতে সরকার তিন কন্যা সন্তানের জন্য SSY অ্যাকাউন্ট খোলার অনুমতি দেবে।

Sukanya Samriddhi Yojana -এর সুবিধা?

  • মোট বিনিয়োগের উপর ৭.৬% হারে সুদ প্রদান করে।
  • এই যোজনায় বছরে নূন্যতম ২৫০ টাকা বিনিয়োগ করতে হবে। আর সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন।
  • এই যোজনার অধীনে ৮০সি (80C) ধারায় আয়কারে ছাড় পাওয়া যায়।

কোন সময় এই যোজনার সুবিধা বেশি পাওয়া যাবে?

বিশেষজ্ঞদের মতে, কন্যা সন্তানের বয়স ১ বছর হলে, সেই সময় এই যোজনার অধীনে অ্যাকাউন্ট খুললে মেয়াদ পূর্তিতে অধিক সুবিধা পাওয়া যাবে।

Sukanya Samriddhi Yojana থেকে ১৫ লক্ষ টাকা কিভাবে পাওয়া যাবে?

এই যোজনার অধীনে অ্যাকাউন্ট খোলার পর প্রাথমিকভাবে ২৫০ টাকা বিনিয়োগ করতে হবে। এরপর আপনি বার্ষিক নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করলে মেয়াদ পূর্তিতে সহজেই পাওয়া যাবে ১৫ লক্ষ টাকা।

আরও সুবিধা হলো, ২১ বছরের স্কিমের মেয়াদে ব্যক্তি ১৫ বছর টাকা জমা দেওয়ার পর, বাকি ৬ বছর টাকা জমা না দিলেও সুদ পেয়ে যাবেন।

কেবলমাত্র SBI ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খোলা যাবে তা নয়, দেশের রাষ্ট্রয়ত্ব ব্যাংকগুলি বা পোস্ট অফিসে এই যোজনার অধীনে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

LIC এই পলিসিতে মাত্র ১২১ টাকা বিনিয়োগ করে পান ২৭ লক্ষ টাকা রিটার্ন, বিস্তারিত জানুন

কিভাবে এই অ্যাকাউন্ট খুলবেন?

  • এই অ্যাকাউন্ট খুলতে নিকটবর্তী ব্যাঙ্কে বা পোস্ট অফিসে যেতে হবে।
  • সেখান থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে।
  • আবেদন ফর্ম পূরণ করে সমস্যার প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে জমা করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস?

  • কন্যা সন্তানের জন্মের শংসাপত্র
  • কন্যার পিতা মাতা বা অভিভাবকের পরিচয়পত্র (আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড)
  • ঠিকানার প্রমাণপত্র
  • ব্যাংক বা পোস্ট অফিস তরফে চাওয়া সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস।

Sukanya Samriddhi Yojana সম্পর্কিত আরও বিশদে জানতে আপনার নিকটবর্তী ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যোগাযোগ করুন।

Sukanya Samriddhi Yojana – FAQs

What is Sukanya Samriddhi Yojana scheme?

Minimum deposit ₹ 250/- Maximum deposit ₹ 1.5 Lakh in a financial year. Account can be opened in the name of a girl child till she attains the age of 10 years. Only one account can be opened in the name of a girl child. Account can be opened in Post offices and in authorised banks.

Is Sukanya samriddhi good for your daughter?

Sukanya Samriddhi Yojana offers a high rate of interest compared to other small saving schemes.

How many years need to pay for Sukanya Samriddhi Yojana?

The maturity period of SSY is 21 years from the account opening or upon her marriage after attaining 18 years. However, contributions have to be made for only 15 years.

Which scheme is best for girl child?

Sukanya Samriddhi Yojana (SSY).

📌 Post Office MIS Scheme: পোস্ট অফিসের জনপ্রিয় সঞ্চয় স্কিম, মাত্র একবার টাকা জমিয়ে সারাজীবন মাসে মাসে টাকা পান।

📌 শিশুদের জন্য আধার কার্ড বানান এই সহজ পদ্ধতিতে

📌 প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

📌 শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের আর্থিক সাহায্য দিতে চলেছে রাজ্য সরকার, আবেদন করুন এক্ষুনি

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin